ETV Bharat / technology

স্মার্ট ফোনের AI ক্যামেরায় ছবি তুলতে লাগবে না বিউটি ফিল্টার - AI in Smartphones - AI IN SMARTPHONES

Artificial Intelligence (AI): বাজার কাঁপাচ্ছে এআই ক্যামেরার স্মার্ট ফোন৷ কিন্তু জানেন কি আপনার স্মার্টফোন এআই ক্যামেরা আরও সহজ করবে ছবি তোলার প্রক্রিয়া ৷

Artificial Intelligence
স্মার্ট ফোনের এআই ক্যামেরাই ছবি হবে ঝকঝকে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 7:55 PM IST

হায়দরাবাদ, 17 জুলাই: যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়ন হচ্ছে ৷ রোবট থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artifical inteligence) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ ল্যাপটপ থেকে স্মার্টফোন সব কিছুতেই এখন এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাটেও ব্যবহার করা হয় এই কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ বৈশিষ্ট হল এটি কিছু নির্দেশ দেওয়া হলে সেটি নিজে থেকে করে দেয় ৷

উদাহরণ স্বরূপ বলা যায় এআই কে নির্দেশ দিলেন কোনও ব্যক্তিকে বার্তা বা মেসেজ পাঠানের ৷ সেটি করে দেবে ৷ এমনকী এআই-এর মাধ্যমে যেকোনও হিসেব-নিকেশ থেতে গণিতের জটিল সমস্যার সমাধান হবে ৷ এমনকী ট্রান্সলেট করা যায় এআইয়ের মাধ্যমে ৷ স্মার্ট ফোনে এআই ক্যামেরার ব্যবহার ছবিকে এক বিশেষ মাত্রা দেয় ৷

  • স্মার্ট ফোনে AI ক্যামেরা ছবিকে সুন্দর ও ঝকঝকে করে তোলে ৷ মুখ, বস্তু, দৃশ্য এবং ছবিতে অন্যান্য বাহ্যিক বিষয়বস্তুকে নিজে থেকেই করতে পারে ৷ সেই অনুযায়ী সেটিংস তৈরি করে ফেলে। ব্যবহারকারীকে আর সুন্দর ছবির জন্য সেটিংস করতে হয় না ৷ উদাহরণস্বরূপ, একটি AI ক্যামেরা সহজেই যে কোনও মানুষের মুখ চিহ্নিত করণ করতে পারে ৷ সেই মতোই বিউটিফিকেশন ফিল্টার ব্যবহার করে ছবি তোলে ৷ পাশাপাশি সূর্যাস্তের ছবি তোলার সময়েও প্রয়োজনীয় ফিল্টার সেট করে নেয় ৷
  • স্মার্টফোনে AI ক্যামেরা নিজে থেকে সব কিছু চিহ্নিত করতে পারে ৷ সেই মতোই ক্যামেরার সেটিংসের পরিবর্তন করে ৷ ক্যামেরার এক্সপোজার থেকে ফোকাস এবং কালার সেটিং করতে নিতে পারে ৷ এআই-এর ব্যবহার করে তোলা কোনও ছবির সঙ্গে তফাৎ করা যাবে আসল ছবির ৷
  • এআই-চালিত স্মার্টফোনগুলি সহজেই যেকোনও ব্যক্তির মুখ শনাক্ত করতে পারে ৷ সেই অনুয়ায়ী ফ্রেম তৈরি করে ছবি তুলতে পারে ৷ তাই এই ক্ষেত্রে ক্যামেরা ব্যবহারকারীকে আর সেটিংস করতে হয় না আলাদা করে ৷ পাশাপাশি এআই-এর মাধ্যমে চলমান বস্তু ছবি তোলাও সহজ হয় ৷ বন্যপ্রাণী ফটোগ্রাফি থেকে শুরু করে চলমান বস্তুর ছবি তোলাও সহজ হয় এআই-এর মাধ্যমে ৷
  • লো-লাইট এবং এআই পিকচার নাইট মোড: স্মার্টফোন AI ক্যামেরায় কম-আলোতেও ঝকঝকে ছবি তোলে ৷ বলা যায় নাইট মোডে উন্নত ছবি তুলতে বিশেষ সহায়ক এআই ক্যামেরা ৷
  • এআই ক্যামেরার ভিডিয়ো করা যায় পেশাদারিভাবে ৷ হ্যান্ডহেল্ড শুটিং বা দ্রুত চলমান বস্তু ক্যাপচারিং অধীনে ভাল কাজ করে ৷ ক্যামেরার এআই নিজে থেকেই সেটিং তৈরি করে ভিডিয়ো করে ৷

অন্ধের যষ্টি 'ডেভিড' ! এআই-নির্ভর স্মার্ট ব্লাইন্ড স্টিক বানালেন একদল বাঙালি ইঞ্জিনিয়ার

হায়দরাবাদ, 17 জুলাই: যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিনিয়ত প্রযুক্তির উন্নয়ন হচ্ছে ৷ রোবট থেকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artifical inteligence) বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ৷ ল্যাপটপ থেকে স্মার্টফোন সব কিছুতেই এখন এআই প্রযুক্তির ব্যবহার করা হয়েছে ৷ ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাটেও ব্যবহার করা হয় এই কৃত্রিম বুদ্ধিমত্তা ৷ এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ বৈশিষ্ট হল এটি কিছু নির্দেশ দেওয়া হলে সেটি নিজে থেকে করে দেয় ৷

উদাহরণ স্বরূপ বলা যায় এআই কে নির্দেশ দিলেন কোনও ব্যক্তিকে বার্তা বা মেসেজ পাঠানের ৷ সেটি করে দেবে ৷ এমনকী এআই-এর মাধ্যমে যেকোনও হিসেব-নিকেশ থেতে গণিতের জটিল সমস্যার সমাধান হবে ৷ এমনকী ট্রান্সলেট করা যায় এআইয়ের মাধ্যমে ৷ স্মার্ট ফোনে এআই ক্যামেরার ব্যবহার ছবিকে এক বিশেষ মাত্রা দেয় ৷

  • স্মার্ট ফোনে AI ক্যামেরা ছবিকে সুন্দর ও ঝকঝকে করে তোলে ৷ মুখ, বস্তু, দৃশ্য এবং ছবিতে অন্যান্য বাহ্যিক বিষয়বস্তুকে নিজে থেকেই করতে পারে ৷ সেই অনুযায়ী সেটিংস তৈরি করে ফেলে। ব্যবহারকারীকে আর সুন্দর ছবির জন্য সেটিংস করতে হয় না ৷ উদাহরণস্বরূপ, একটি AI ক্যামেরা সহজেই যে কোনও মানুষের মুখ চিহ্নিত করণ করতে পারে ৷ সেই মতোই বিউটিফিকেশন ফিল্টার ব্যবহার করে ছবি তোলে ৷ পাশাপাশি সূর্যাস্তের ছবি তোলার সময়েও প্রয়োজনীয় ফিল্টার সেট করে নেয় ৷
  • স্মার্টফোনে AI ক্যামেরা নিজে থেকে সব কিছু চিহ্নিত করতে পারে ৷ সেই মতোই ক্যামেরার সেটিংসের পরিবর্তন করে ৷ ক্যামেরার এক্সপোজার থেকে ফোকাস এবং কালার সেটিং করতে নিতে পারে ৷ এআই-এর ব্যবহার করে তোলা কোনও ছবির সঙ্গে তফাৎ করা যাবে আসল ছবির ৷
  • এআই-চালিত স্মার্টফোনগুলি সহজেই যেকোনও ব্যক্তির মুখ শনাক্ত করতে পারে ৷ সেই অনুয়ায়ী ফ্রেম তৈরি করে ছবি তুলতে পারে ৷ তাই এই ক্ষেত্রে ক্যামেরা ব্যবহারকারীকে আর সেটিংস করতে হয় না আলাদা করে ৷ পাশাপাশি এআই-এর মাধ্যমে চলমান বস্তু ছবি তোলাও সহজ হয় ৷ বন্যপ্রাণী ফটোগ্রাফি থেকে শুরু করে চলমান বস্তুর ছবি তোলাও সহজ হয় এআই-এর মাধ্যমে ৷
  • লো-লাইট এবং এআই পিকচার নাইট মোড: স্মার্টফোন AI ক্যামেরায় কম-আলোতেও ঝকঝকে ছবি তোলে ৷ বলা যায় নাইট মোডে উন্নত ছবি তুলতে বিশেষ সহায়ক এআই ক্যামেরা ৷
  • এআই ক্যামেরার ভিডিয়ো করা যায় পেশাদারিভাবে ৷ হ্যান্ডহেল্ড শুটিং বা দ্রুত চলমান বস্তু ক্যাপচারিং অধীনে ভাল কাজ করে ৷ ক্যামেরার এআই নিজে থেকেই সেটিং তৈরি করে ভিডিয়ো করে ৷

অন্ধের যষ্টি 'ডেভিড' ! এআই-নির্ভর স্মার্ট ব্লাইন্ড স্টিক বানালেন একদল বাঙালি ইঞ্জিনিয়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.