ETV Bharat / technology

15 হাজারে 50 মেগাপিক্সেল ক্যামেরা ও আইফোনের ফিচার Honor 200 Lite এ - HONOR 200 LITE

Honor 200 Lite launched: Honor লঞ্চ করেছে Honor 200 Lite, Honor 200 সিরিজের তৃতীয় স্মার্টফোন। Honor 200 এবং Honor 200 Pro ইতিমধ্যেই লঞ্চ করেছে ভারতীয় বাজারে। চলুন দেখে নেওয়া যাক ভারতে লঞ্চ হওয়া ফোনটির বিশেষত্ব কী...

Honor 200 Lite launched
Honor 200 Lite (ছবি Honor)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 19, 2024, 5:25 PM IST

হায়দরাবাদ: জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ড Honor ভারতীয় বাজারে আনল নতুন 5 জি স্মার্টফোন Honor 200 Lite ৷ এই স্মার্টফোনে রয়েছে ম্যাজিক ক্যাপসুল ফিচার ৷ যা আইফোনের ডায়নামিক বেট ফিচারের মতো কাজ করে। এতে AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি মিডিয়াটেক প্রসেসর, 256GB স্টোরেজ এবং একটি 108MP রিয়ার ক্যামেরা । এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 200 Lite স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দাম ৷

একান্ত ব্যক্তিগত! iOS 18 আপডেট করলেই অ্যাপলকের সুবিধা

Honor 200 Lite স্পেসিফিকেশন: Honor-এর এই স্মার্টফোনটিতে FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটির সর্বোচ্চ উজ্জ্বলতা 2000 নিট, স্ক্রিন-টু-বডি অনুপাত 93.7 শতাংশ। এটি চোখের কোনও ক্ষতি করে না বলেই দাবি প্রস্তুতকারক সংস্থা Honor-এর । এতে একটি ম্যাজিক ক্যাপসুলও রয়েছে, যা আইফোনের ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যের মতো কাজ করে। এছাড়াও হ্যান্ডসেটে AI ফিচারের সুবিধা দেওয়া হয়েছে ৷ Honor 200 Lite ম্যাজিক-এ 8.0 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

নতুন Honor 200 Lite স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 6080 প্রসেসর, 8GB RAM, ভার্চুয়াল RAM এবং 256GB স্টোরেজের সুবিধা ৷ নিরাপত্তার দিক থেকেও বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা রয়েছে।

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

ক্যামেরা: হনর 200 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এতে রয়েছে 108MP সেন্সর, একটি 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে ৷ সেলফির জন্য হ্যান্ডসেটিটে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফলে ছবির কোয়ালি টি যে চমৎকার হবে তা বলার অপেক্ষা রাখে না ৷

ব্যাটারি: Honor 200 Lite-এর 4,500mAh ব্যাটারি রয়েছে। এটি 35W দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও Wi-Fi, GPS, ব্লুটুথ, ডুয়াল সিম স্লট এবং USB Type-C পোর্টের সুবিধা রয়েছে।

Honor 200 Lite দাম ? : Honor 200 Lite স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 15 হাজার 999 টাকা থেকে । ফোনটি চলতি মাসের 26 তারিখ থেকে অ্যামাজনে বিক্রি হবে ৷

অনলাইন ছাড়া কোথা থেকে কিনলে সস্তা হবে iphone 16 !

হায়দরাবাদ: জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী ব্র্যান্ড Honor ভারতীয় বাজারে আনল নতুন 5 জি স্মার্টফোন Honor 200 Lite ৷ এই স্মার্টফোনে রয়েছে ম্যাজিক ক্যাপসুল ফিচার ৷ যা আইফোনের ডায়নামিক বেট ফিচারের মতো কাজ করে। এতে AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও, হ্যান্ডসেটটিতে একটি মিডিয়াটেক প্রসেসর, 256GB স্টোরেজ এবং একটি 108MP রিয়ার ক্যামেরা । এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Honor 200 Lite স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং দাম ৷

একান্ত ব্যক্তিগত! iOS 18 আপডেট করলেই অ্যাপলকের সুবিধা

Honor 200 Lite স্পেসিফিকেশন: Honor-এর এই স্মার্টফোনটিতে FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এটির সর্বোচ্চ উজ্জ্বলতা 2000 নিট, স্ক্রিন-টু-বডি অনুপাত 93.7 শতাংশ। এটি চোখের কোনও ক্ষতি করে না বলেই দাবি প্রস্তুতকারক সংস্থা Honor-এর । এতে একটি ম্যাজিক ক্যাপসুলও রয়েছে, যা আইফোনের ডায়নামিক আইল্যান্ড বৈশিষ্ট্যের মতো কাজ করে। এছাড়াও হ্যান্ডসেটে AI ফিচারের সুবিধা দেওয়া হয়েছে ৷ Honor 200 Lite ম্যাজিক-এ 8.0 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

নতুন Honor 200 Lite স্মার্টফোনে রয়েছে MediaTek Dimensity 6080 প্রসেসর, 8GB RAM, ভার্চুয়াল RAM এবং 256GB স্টোরেজের সুবিধা ৷ নিরাপত্তার দিক থেকেও বিশেষ নজর দেওয়া হয়েছে ৷ মোবাইল ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের সুবিধা রয়েছে।

ভেবে দেখুন! কোনটা কিনবেন আইফোন 16 pro Max না Galaxy S24 Ultra

ক্যামেরা: হনর 200 Lite স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এতে রয়েছে 108MP সেন্সর, একটি 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে ৷ সেলফির জন্য হ্যান্ডসেটিটে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফলে ছবির কোয়ালি টি যে চমৎকার হবে তা বলার অপেক্ষা রাখে না ৷

ব্যাটারি: Honor 200 Lite-এর 4,500mAh ব্যাটারি রয়েছে। এটি 35W দ্রুত চার্জিংয়ের সুবিধা রয়েছে। এছাড়াও Wi-Fi, GPS, ব্লুটুথ, ডুয়াল সিম স্লট এবং USB Type-C পোর্টের সুবিধা রয়েছে।

Honor 200 Lite দাম ? : Honor 200 Lite স্মার্টফোনের দাম শুরু হচ্ছে 15 হাজার 999 টাকা থেকে । ফোনটি চলতি মাসের 26 তারিখ থেকে অ্যামাজনে বিক্রি হবে ৷

অনলাইন ছাড়া কোথা থেকে কিনলে সস্তা হবে iphone 16 !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.