ETV Bharat / technology

তিনটি নতুন এআই ফিচার জুড়তে চলেছে গুগল ক্রোমে - AI

Google Chrome: এবার আরও সহজ হতে চলেছে গুগল ক্রোমের ব্যবহার ৷ পরীক্ষামূলকভাবে তিনটি নতুন ফিচার জুড়লো গুগলক্রোমে ৷ তিনটি ফিচারই এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2024, 1:46 PM IST

হায়দরাবাদ, 25 জানুয়ারি: ব্যবহারকারীদের সুবিধার্থে আরও তিনিটি নতুন এআই ফিচার আনল গুগল ক্রোম ৷ এই নতুন ফিচার যুক্ত হওয়ায় আরও সহজ হবে গুগল ক্রোমের ব্যবহার ৷ এই নতুন ফিচার যুক্ত হওয়ায় সহজেই নতুন ট্যাব খোলা যাবে। ব্যবহারকারীরা নিজের পছন্দের থিম সেটিংস করতে পারবেন গুগল ক্রোমে ৷ ওয়বে সহজের যে কোনও কিছুর ড্রফটিংও করতে পারবেন ৷ তবে গুগল ক্রোমের এই ফিচার ক্রোম ভারসন M121-এ পাওয়া যাবে ৷ এই নতুন ফিচার ব্যবহার করার জন্য ক্রোমে সাইন-ইন করে সেটিংসে গিয়ে 'এক্সপেরিমেন্টাল এআই'-তে ক্লিক করলেই ব্যাবহার করা যাবে নতুন ফিচারগুলি ৷ আগামী কয়েকদিনের মধ্যেই ম্যাক, উন্ডিডোজ পিসি ও ক্রোমে এই সুবিধা পাওয়া যাবে ৷ পরীক্ষামূলকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র চালু হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে ৷

সহজেই খোলা যাবে নতুন ট্যাব:

গুগলক্রোমের নতুন ফিচারে ব্যবহারকারীর খোলা ট্যাবে নতুন ট্যাব গ্রুপ তৈরির অপশন আসবে ৷ যা ক্রোম ব্যবহারকারীদের একসঙ্গে অনেক ট্যাবে কাজ করতে সাহায্য করবে ৷ গুগল ক্রোমের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ফিচারের মাধ্যমে এক সঙ্গে একাধিক ট্যাব খোলার সুবিধা থাকায় যে কোনও সার্চ করা আরও সহজ হয়ে যাবে ৷ ট্যাব অর্গানাইজারে ট্যাব গ্রুপ খোলার সুযোগ থাকবে ৷ এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে, একটি ট্যাবের ডান দিকে ক্লিক করতে হবে ৷ তারপর 'অর্গানাইজ সিইলার ট্যাব' অপশনে ক্লিক করে বাঁ-দিকে ড্রপ-ডাউন চিহ্নতে ক্লিক করতে হবে । এগুলি আগের মতো চিহ্নিত করে রাখতে পারবেন ৷ যাতে সহজেই খুঁজে পান ৷

এআই দিয়ে নতুন থিম তৈরি:

আগেই গুগল টেক্সট টু ইমেজ ডিফিউশন মডেল লঞ্চ করেছিল (এটি হল একটি বিশেষ টুল যেখানে মুখে বলেলই সেই অনুয়ায়ী গুগল ছবি তৈরি করবে)৷ এই সুবিধাটি এবার গুগলক্রোমে পাওয়া যাবে ৷ এই সুবিধার ফলে ব্যবহারাকীরা সহজেই নিজের পছন্দের থিম ব্যবহার করতে পারবেন ৷ পছন্দের রং-ও ব্যবহার করতে পারবেন ৷ এই নতুন ফিচার ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটারের সাইড প্যালেনে গিয়ে 'কাস্টোমাইজ ক্রোম'-এ ক্লিক করে চেঞ্জ থিম ও তারপর 'ক্রিয়েট উইথ এআই' অপশনে ক্লিক করলেই পছন্দের থিম পেয়ে যাবেন ৷

ওয়েব ট্যাবে করা যাবে ড্রাফটিং

গুগল ক্রমে পাওয়া যাবে এআই পরিচালিত 'হেল্প মি রাইট'-এ সুবিধা পাবেন ৷ এই ফিচারটি ব্যবহার করে সহজেই যে কোনও ডকুমেন্ট এবং জিমেলে মেইলও লেখা যাবে ৷ সহজে ইমেলের নির্ভুল উত্তর দিতে পারবেন ব্যবহারকারী ৷ এছড়াও যেকোনও কিছুর ড্রাফটও বানাতে পারবেন ৷ আগামী মাসেই পরীক্ষামূলকভাবে আরও একটি এআই ফিচার আনতে চলেছে গুগল ৷ যার সাহায্যে সহজেই রিভিউ ও চিঠি লেখা যাবে ৷

Google Chrome এ AI-চালিত 'Help me write' কার্যকারিতা নিয়ে আসছে। ডকুমেন্ট এবং জিমেলের মতো Google অ্যাপে বিদ্যমান এই বৈশিষ্ট্যটি কাজে আসে যদি কেউ কোনো বিষয় সম্পর্কে লেখার সময় বা কোনো ইমেলের উত্তর দিতে গিয়ে আটকে যায় এবং এমনকি খসড়া পর্যালোচনা ও চিঠিপত্র তৈরি করতেও সাহায্য করে। নতুন এই ফিচারের ব্যবহার করা জন্য ক্রোমের থাকা টেক্সট বক্স বা ফিল্ডে ডান-ক্লিক করুন এরপর "হেল্প মি রাইট" নির্বাচন করুন। কয়েকটি শব্দে টাইপ করুন ৷ এআই লিখতে শুরু করে দেবে আপনার নির্বাচন করা বিষয়ে ৷

হায়দরাবাদ, 25 জানুয়ারি: ব্যবহারকারীদের সুবিধার্থে আরও তিনিটি নতুন এআই ফিচার আনল গুগল ক্রোম ৷ এই নতুন ফিচার যুক্ত হওয়ায় আরও সহজ হবে গুগল ক্রোমের ব্যবহার ৷ এই নতুন ফিচার যুক্ত হওয়ায় সহজেই নতুন ট্যাব খোলা যাবে। ব্যবহারকারীরা নিজের পছন্দের থিম সেটিংস করতে পারবেন গুগল ক্রোমে ৷ ওয়বে সহজের যে কোনও কিছুর ড্রফটিংও করতে পারবেন ৷ তবে গুগল ক্রোমের এই ফিচার ক্রোম ভারসন M121-এ পাওয়া যাবে ৷ এই নতুন ফিচার ব্যবহার করার জন্য ক্রোমে সাইন-ইন করে সেটিংসে গিয়ে 'এক্সপেরিমেন্টাল এআই'-তে ক্লিক করলেই ব্যাবহার করা যাবে নতুন ফিচারগুলি ৷ আগামী কয়েকদিনের মধ্যেই ম্যাক, উন্ডিডোজ পিসি ও ক্রোমে এই সুবিধা পাওয়া যাবে ৷ পরীক্ষামূলকভাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্র চালু হয়েছে ৷ এমনটাই জানানো হয়েছে গুগলের পক্ষ থেকে ৷

সহজেই খোলা যাবে নতুন ট্যাব:

গুগলক্রোমের নতুন ফিচারে ব্যবহারকারীর খোলা ট্যাবে নতুন ট্যাব গ্রুপ তৈরির অপশন আসবে ৷ যা ক্রোম ব্যবহারকারীদের একসঙ্গে অনেক ট্যাবে কাজ করতে সাহায্য করবে ৷ গুগল ক্রোমের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন ফিচারের মাধ্যমে এক সঙ্গে একাধিক ট্যাব খোলার সুবিধা থাকায় যে কোনও সার্চ করা আরও সহজ হয়ে যাবে ৷ ট্যাব অর্গানাইজারে ট্যাব গ্রুপ খোলার সুযোগ থাকবে ৷ এই বৈশিষ্ট্যটি ব্যবহার করতে, একটি ট্যাবের ডান দিকে ক্লিক করতে হবে ৷ তারপর 'অর্গানাইজ সিইলার ট্যাব' অপশনে ক্লিক করে বাঁ-দিকে ড্রপ-ডাউন চিহ্নতে ক্লিক করতে হবে । এগুলি আগের মতো চিহ্নিত করে রাখতে পারবেন ৷ যাতে সহজেই খুঁজে পান ৷

এআই দিয়ে নতুন থিম তৈরি:

আগেই গুগল টেক্সট টু ইমেজ ডিফিউশন মডেল লঞ্চ করেছিল (এটি হল একটি বিশেষ টুল যেখানে মুখে বলেলই সেই অনুয়ায়ী গুগল ছবি তৈরি করবে)৷ এই সুবিধাটি এবার গুগলক্রোমে পাওয়া যাবে ৷ এই সুবিধার ফলে ব্যবহারাকীরা সহজেই নিজের পছন্দের থিম ব্যবহার করতে পারবেন ৷ পছন্দের রং-ও ব্যবহার করতে পারবেন ৷ এই নতুন ফিচার ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটারের সাইড প্যালেনে গিয়ে 'কাস্টোমাইজ ক্রোম'-এ ক্লিক করে চেঞ্জ থিম ও তারপর 'ক্রিয়েট উইথ এআই' অপশনে ক্লিক করলেই পছন্দের থিম পেয়ে যাবেন ৷

ওয়েব ট্যাবে করা যাবে ড্রাফটিং

গুগল ক্রমে পাওয়া যাবে এআই পরিচালিত 'হেল্প মি রাইট'-এ সুবিধা পাবেন ৷ এই ফিচারটি ব্যবহার করে সহজেই যে কোনও ডকুমেন্ট এবং জিমেলে মেইলও লেখা যাবে ৷ সহজে ইমেলের নির্ভুল উত্তর দিতে পারবেন ব্যবহারকারী ৷ এছড়াও যেকোনও কিছুর ড্রাফটও বানাতে পারবেন ৷ আগামী মাসেই পরীক্ষামূলকভাবে আরও একটি এআই ফিচার আনতে চলেছে গুগল ৷ যার সাহায্যে সহজেই রিভিউ ও চিঠি লেখা যাবে ৷

Google Chrome এ AI-চালিত 'Help me write' কার্যকারিতা নিয়ে আসছে। ডকুমেন্ট এবং জিমেলের মতো Google অ্যাপে বিদ্যমান এই বৈশিষ্ট্যটি কাজে আসে যদি কেউ কোনো বিষয় সম্পর্কে লেখার সময় বা কোনো ইমেলের উত্তর দিতে গিয়ে আটকে যায় এবং এমনকি খসড়া পর্যালোচনা ও চিঠিপত্র তৈরি করতেও সাহায্য করে। নতুন এই ফিচারের ব্যবহার করা জন্য ক্রোমের থাকা টেক্সট বক্স বা ফিল্ডে ডান-ক্লিক করুন এরপর "হেল্প মি রাইট" নির্বাচন করুন। কয়েকটি শব্দে টাইপ করুন ৷ এআই লিখতে শুরু করে দেবে আপনার নির্বাচন করা বিষয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.