ETV Bharat / technology

মহাকাশ থেকে সুনীতাদের ছাড়াই ফিরবে স্টারলাইনার, জানাল নাসা - BOEING STARLINER Return TO EARTH - BOEING STARLINER RETURN TO EARTH

Boeing Starliner return to Earth without astronauts : বোয়িং স্টারলাইনার মহাকাশযান পৃথিবীতে ফিরে আসবে। তবে সুনীতা উইলিয়ামস এবং সঙ্গী ব্যারি উইলমোরকে এতে থাকবেন না বলে জানিয়েছে নাসা। তাই আগামী কয়েকদিন মহাকাশে থাকতে হবে সুনিতা উইলিয়ামস ও তার সহকর্মী ব্যারি উইলমোরকে।

Boeing Starliner return to Earth
সুনীতাদের ছাড়াই ফিরবে স্টারলাইনার (Etv Bharat File photo)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 3:06 PM IST

ওয়াশিংটন: দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেসস্টেশনে রেখে পৃথিবীতে ফিরে আসছে স্টারলাইন বোইং স্পেসক্রাফট ৷ নাসার তরফে জানানো হয়েছে, 6 সেপ্টেম্বর বিকাল 6টা বেজে 4 মিনিটে (উত্তর আমেরিকার সময়) পৃথিবীতে আসার জন্য রওনা দেবে স্টারলাইন বোইং স্পেসক্রাফট ৷ সেটি সম্ভাব্য শনিবার রাত 12টা বেজে 3 মিনিটে (উত্তর আমেরিকার সময়) পৃথিবাতে ফিরবে ৷ মহাকাশ যানটি নিউ মেক্সিকোর White Sands Space Harbor -এর ফিরে আসবে ৷ মহাকাশ যানে কোনও মহাকাশচারী থাকবেন না ৷

চলতি বছরের 5 জুন International Space Station-এ পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইনার ৷ এই মহাকাশযানে ছিলেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও ব্য়ারি উইলমোর ৷ এই মহাকাশযানে স্পেসস্টেশন থেকে পৃথীবিতে ফিরে আসার পরিকল্পনা ছিল দুই মহাকাশচারীর ৷ যান্ত্রিক গোলযোগের কারণে দুই মহাকাশচারীকে স্পেসস্টেশনে রেখে ফিরছে পৃথীবিতে ফিরছে মহাকাশযানটি ৷

সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোরে মহাকাশে: মহাকাশে 12 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন দুই মহাকাশচারী ৷ বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে দেশে ফিরতে চলেছে ৷ মহাকাশচারীদের স্পেসস্টেশনে রেখে স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছে নাসা। বোয়িং স্টারলাইনার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে নিয়ে 5 জুন মহাকাশে উড়েছিল। এক সপ্তাহের মধ্যে মিশন শেষ করে ফিরে আসার কথা ছিল ৷ কিন্তু স্পেসশিপে হিলিয়াম লিক এবং থ্রাস্টারে যান্ত্রিক ত্রুটির কারণে এটি পৃথিবীতে ফিরে আসতে পারেনি। আপাতত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশ স্টেশনে থাকতে হবে।

"স্টারলাইনার মহাকাশযান পৃথিবীতে ফিরে আসবে। এটি হিউস্টনের স্টারলাইনার মিশন কন্ট্রোল এবং ফ্লোরিডার বোয়িং মিশন কন্ট্রোল সেন্টারের ফ্লাইট কন্ট্রোলার দ্বারা পরিচালিত হবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডক করার পর, মহাকাশযানটি নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করবে। " - নাসা

স্টারলাইনারের বড় ক্ষতি: মহাকাশে যাওয়ার পর বোয়িং স্টারলাইনারের বড় ধরনের ক্ষতি ধরা পড়ে। এটির মেরামত করতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। সংস্থাটি ইতিমধ্যে জানিয়েছে স্টারলাইনারের দাম প্রায় $ 1.5 বিলিয়ন মার্কিন ডলাাল । নাসার স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেটের সহকারী কেন বোওয়ারসক্স গত সপ্তাহে বলেছিলেন, 'আমরা বোয়িং স্টারলাইনার পরীক্ষাটি সম্পূর্ণ করতে চেয়েছিলাম, সেটিতে যান্ত্রিক গলোযোগ ধরা পড়ায় হওয়ায় আমরা হতাশ।"

ওয়াশিংটন: দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেসস্টেশনে রেখে পৃথিবীতে ফিরে আসছে স্টারলাইন বোইং স্পেসক্রাফট ৷ নাসার তরফে জানানো হয়েছে, 6 সেপ্টেম্বর বিকাল 6টা বেজে 4 মিনিটে (উত্তর আমেরিকার সময়) পৃথিবীতে আসার জন্য রওনা দেবে স্টারলাইন বোইং স্পেসক্রাফট ৷ সেটি সম্ভাব্য শনিবার রাত 12টা বেজে 3 মিনিটে (উত্তর আমেরিকার সময়) পৃথিবাতে ফিরবে ৷ মহাকাশ যানটি নিউ মেক্সিকোর White Sands Space Harbor -এর ফিরে আসবে ৷ মহাকাশ যানে কোনও মহাকাশচারী থাকবেন না ৷

চলতি বছরের 5 জুন International Space Station-এ পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইনার ৷ এই মহাকাশযানে ছিলেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়াম ও ব্য়ারি উইলমোর ৷ এই মহাকাশযানে স্পেসস্টেশন থেকে পৃথীবিতে ফিরে আসার পরিকল্পনা ছিল দুই মহাকাশচারীর ৷ যান্ত্রিক গোলযোগের কারণে দুই মহাকাশচারীকে স্পেসস্টেশনে রেখে ফিরছে পৃথীবিতে ফিরছে মহাকাশযানটি ৷

সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোরে মহাকাশে: মহাকাশে 12 সপ্তাহ কাটিয়ে দিয়েছেন দুই মহাকাশচারী ৷ বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে দেশে ফিরতে চলেছে ৷ মহাকাশচারীদের স্পেসস্টেশনে রেখে স্টারলাইনার পৃথিবীতে ফিরে আসবে বলে জানিয়েছে নাসা। বোয়িং স্টারলাইনার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে নিয়ে 5 জুন মহাকাশে উড়েছিল। এক সপ্তাহের মধ্যে মিশন শেষ করে ফিরে আসার কথা ছিল ৷ কিন্তু স্পেসশিপে হিলিয়াম লিক এবং থ্রাস্টারে যান্ত্রিক ত্রুটির কারণে এটি পৃথিবীতে ফিরে আসতে পারেনি। আপাতত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে মহাকাশ স্টেশনে থাকতে হবে।

"স্টারলাইনার মহাকাশযান পৃথিবীতে ফিরে আসবে। এটি হিউস্টনের স্টারলাইনার মিশন কন্ট্রোল এবং ফ্লোরিডার বোয়িং মিশন কন্ট্রোল সেন্টারের ফ্লাইট কন্ট্রোলার দ্বারা পরিচালিত হবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আনডক করার পর, মহাকাশযানটি নিউ মেক্সিকোতে হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করবে। " - নাসা

স্টারলাইনারের বড় ক্ষতি: মহাকাশে যাওয়ার পর বোয়িং স্টারলাইনারের বড় ধরনের ক্ষতি ধরা পড়ে। এটির মেরামত করতে প্রচুর অর্থ ব্যয় করতে হবে। সংস্থাটি ইতিমধ্যে জানিয়েছে স্টারলাইনারের দাম প্রায় $ 1.5 বিলিয়ন মার্কিন ডলাাল । নাসার স্পেস অপারেশন মিশন ডিরেক্টরেটের সহকারী কেন বোওয়ারসক্স গত সপ্তাহে বলেছিলেন, 'আমরা বোয়িং স্টারলাইনার পরীক্ষাটি সম্পূর্ণ করতে চেয়েছিলাম, সেটিতে যান্ত্রিক গলোযোগ ধরা পড়ায় হওয়ায় আমরা হতাশ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.