হায়দরাবাদ: উৎসবের মরশুম মানেই খাওয়া-দাওয়া, সঙ্গে ঘুরে বেড়ানো ৷ নিদেনপক্ষে মোটরসাইকেলে লং ড্রাইভ হলেও মন্দ হয় না ৷ ক্রেতাদের কথা মাথায় রেখেই সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করেছে রেট্রো মটোরসাইকেলের নতুন মডেল Royal Enfield Classic 350-এর 2024 ৷ নতুন এই মডেলের দাম 2 লাখ টাকায় (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে । নতুন এই মডেল কেনার পরিকল্পনা থাকলে দেখে নিন কী কী ফিচার আছে এতে ৷
নতুন রঙ ও ডিজাইন
পুরনো মডেলের এন্ডফিল্ডের সঙ্গে নতুন 2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-এর ডিজাইনে কোন পরিবর্তন করা হয়নি ৷ রঙের ক্ষেত্রে বেশ কিছু নতুন রঙ যোগ করা হয়েছে ৷ পান্না, যোধপুর ব্লু, কম্যান্ডো স্যান্ড, মাদ্রাজ রেড, মেডেলিয়ন ব্রোঞ্জ, স্যান্ড গ্রে এবং স্টিলথ ব্ল্যাকের মতো নতুন রঙের বিকল্প রয়েছে। এছড়াও চাইলে ক্রেতারা সরাসরি কারখানা থেকে পছন্দমতো সাজিয়ে নিতে পারেবন সাধের রেট্রো মটোরসাইকেলটি ৷ এই রয়্য়াল এনফিল্ড ফ্যাক্টরি কাস্টম প্রোগ্রাম-এর সুবিধা কেবলমাত্র নতুন মডেলের ক্ষেত্রে প্রয়োজ্য ৷
নতুন বৈশিষ্ট্যগুলি
কোম্পানিটি পুরানো স্টাইল ধরে রেখেছে, নতুন ক্লাসিক 350-এ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এলইডি হেডলাইট এবং পজিশন লাইট, গিয়ার পজিশন ইন্ডিকেটর এবং ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট। 2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-এর ইঞ্জিনে কোনও পরিবর্তন করা হয়নি ৷ আগের মতো 349cc, একক-সিলিন্ডার, J-সিরিজ ইঞ্জিন রয়েছে ৷
হার্ডওয়্যারে পরিবর্তন
নতুন বৈশিষ্ট্য ও রঙের সঙ্গে সামঞ্জস্যযোগ্য ক্লাচ এবং ব্রেক লিভার 2024 রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-এ যুক্ত করা হয়েছে। যাইহোক, ডবল ক্রেডল ফ্রেম, ডুয়াল রিয়ার স্প্রিং-সহ টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, টিউবড টায়ার-সহ স্পোক হুইল আছে নতুন মডেলে ৷ মোটরসাইকেলটির ব্রেকিং হার্ডওয়্যার অপরিবর্তিত রয়েছে।
নতুন মডেলের দাম
রেট্রো মটোরসাইকেলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর দাম। যেহেতু 2024 ক্লাসিক 350-এ ছোটখাট পরিবর্তন করা হয়েছে ৷ এর সঙ্গে নতুন রঙের বিকল্প দেওয়া হয়েছে, তাই এটি 2 লক্ষ থেকে 2.30 লক্ষ টাকার মধ্যে (এক্স-শোরুম) পাওয়া যাচ্ছে । লক্ষণীয় বিষয় হল নতুন মডেলটির দাম পুরানো মডেলের থেকে প্রায় 7,000 টাকা বেশি ব্যয়বহুল হয়েছে। এই মডেলটি বাজারে Honda H'ness CB350 এবং Jawa 350 এর সঙ্গে অনায়াসেই পাল্লা দিতে পারে।