চন্দননগর, 13 জুলাই: সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তিতে এসেছে বহু পরিবর্তন ৷ এই পরিবর্তনে সাম্প্রতিক সময়ে বিশেষ স্থান নিয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুধিমত্তা ৷ স্কুলের শিক্ষক, নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার বর্তমান জীবনে ক্রমশ জায়গা করে নিচ্ছে এআই ৷ এবার দৃষ্টিহীনদেরও পথ দেখাবে অভিনব এই প্রযুক্তি ৷ স্মার্ট এআই ব্লাইন্ড স্টিক বানিয়ে তাক লাগিয়ে দিলেন একদল বাঙালি ইঞ্জিনিয়ার ৷
সম্প্রতি মার্কিনি সংস্থা মাইক্রোসফট দৃষ্টিহীনদের জন্য এআই অ্যাপ নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছে ৷ সেখানে স্মার্ট ফোনের মাধ্যমে পথ চলা থেকে শুরু করে বেশকিছু ফিচার্স সম্পর্কে বলা হয়েছে ৷ তবে বাংলার এই সংস্থার দাবি, তাদের তৈরি অত্যাধুনিক এই স্টিক মার্কিন সংস্থার থেকে অনেক বেশি সুবিধা সম্পন্ন ৷ প্রথম পর্যায়ে সফটওয়ারের সাহায্যে কাজ করবে এই স্টিক ৷ পরে দৃষ্টিহীনদের ব্যবহারপযোগী করে তোলার জন্য বেশকিছু পরিবর্তন করা হবে ৷
প্রাথমিক পর্যায়ে এই প্রযুক্তিকে প্লাস্টিকের পাইপের মধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে । জন্ম থেকে দৃষ্টিহীন বা দুর্ঘটনা ও রোগে দৃষ্টি হারিয়েছেন যাঁরা, তাঁদের জন্য পথ পদর্শক হবে এই স্মার্ট স্টিক । এআই যুক্ত সফটওয়ার, ক্যামেরা, সেন্সর রয়েছে অত্যাধুনিক স্টিকে । ব্যাটারির মাধ্যমে চলবে এই স্টিকটি । আপাতত বেশকিছু স্টিক তৈরি করে সাহায্য করবে অসহায় মানুষদের এই সংস্থা । ইতিমধ্যে তাঁরা এই স্মার্ট স্টিকের পেটেন্ট নেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছেন । কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দৃষ্টিহীন মানুষদের আরও বেশি স্বনির্ভর করাই একমাত্র লক্ষ্য তাঁদের ।
কীভাবে কাজ করবে এই স্টিক?
- 1. এই স্টিকের মাধ্যমে গাইড ডিটেকশন (পথ প্রদর্শক ) করা যাবে
- 2. এই স্টিকের হাতের নীচে লাগানো থাকবে এআই ভিশন যুক্ত ক্যামেরা ৷ 10 মিটারের মধ্যে কি আছে, সেটা বলে দেবে এই ক্যামেরা
- 3. যে কোনও নোট ক্যামেরার সামনে ধরলে মোট কত টাকা আছে, সেটাও বলে দেবে এই সফটওয়ার
- 4. ক্যাব বুক থেকে গান শোনা, গ্যালারিতে বসে থাকলে খেলার আপডেট দিতে পারবে এই স্টিক
- 6. রাস্তায় বেরিয়ে ট্রাফিক সিগনাল, লাইভ লোকেশন সব জানা যাবে এই ব্লাইন্ড স্টিকের মাধ্যমে
এই ব্লাইন্ড স্টিকে থাকবে ব্লুটুথ, ওয়াই ফাই, ইন্টারনেট পরিষেবা । এই স্টিকে লাগানো রয়েছে সোনিক সেন্সর ৷ কম্পিউটারের ভাষায় দেখতে, শুনতে ও বলতে পারবে এই স্টিক । তবে এই স্টিক সম্পূর্ণরূপে তৈরি করে উঠতে পারেনি সংস্থা ৷ ক্যামেরা-সহ বেশ কিছু জিনিস লাগানো এখনও বাকি রয়েছে ৷ দুটি সুইচের মাধ্যমে চালানো হবে এই স্টিক ৷
সংস্থার সিও ইন্দ্রনীল দাস বলেন, "যাঁরা জন্ম থেকে দৃষ্টিহীন অথবা দুর্ঘটনা বা রোগের কারণে চোখ হারাচ্ছেন, তাঁদের জন্য আমরা চিন্তাভাবনা করেছি । আমরা ইঞ্জিনিয়াররা সমাজের জন্য মানুষের জন্য স্মার্ট এআই এই স্টিক তৈরি করেছি । একাধিক দৃষ্টিহীন মানুষ অবহেলিত । সেই চিন্তাভাবনা থেকেই এই স্টিক তৈরি করা । রাস্তায় চলতে গেলে তাঁদের যে সমস্যাগুলি হয়, সেদিকে লক্ষ্য রেখেই এই ব্লাইন্ড স্টিক তৈরি করা আমাদের । এই স্টিকের মধ্যে রয়েছে ডেভিড নামে এক এআই বন্ধু । তাকে জিজ্ঞাসা করলে সে নিউজ আপডেট, আবহাওয়া ও খেলার খবর সব কিছুই বলে দিতে পারবে । আর এখানে রয়েছে এআই ভিশন ।" তিনি জানান, কোনও সংস্থা চাইলে তাঁদের সঙ্গে যৌথভাবে এই স্টিক তৈরি করতে পারবে ৷