হায়দরাবাদ: অ্যাপেলের মালিকানাধীন অডিয়ো গেজেড প্রস্তুতকারী সংস্থা বিটস ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে ৷ সেপ্টেম্বরের 4 তারিখেই বাজারে আসছে সংস্থার তিনটি নতুন অডিয়ো পণ্য বিটস সোলো বাডস ট্রুলি ওয়্যারলেস স্টিরিয়ো (TWS) ইয়ারফোন, বিটস সোলো 4 ওয়্যারলেস হেডফোন এবং বিটস পিল পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এই সমস্ত অডিয়ো ডিভাইসগুলি এই বছরের শুরুতে মার্কিন এবং ইউরোপীয় বাজারে লঞ্চ করা হয়েছিল ৷ এগুলি অ্যান্ড্রয়েড এবং আইওএস- ডিভাইসে কাজ করবে ।
Beats Solo Buds, Solo 4 এবং Pills-এর দাম: সংস্থা প্রকাশিত তথ্য অনুযায়ী Beats Solo Buds-এর দাম শুরু হচ্ছে 6,900 টাকা থেকে ৷ বিটস সোলো 4-এর হেডফোনের দাম রাখা হয়েছে 22,900 টাকা এবং বিটস পিল স্পিকারের দাম 16,900 টাকা রাখা হয়েছে। এই সমস্ত অডিয়ো পণ্যগুলি বর্তমানে Apple India ওয়েবসাইটের মাধ্যমে প্রি-অর্ডার করতে পারবেন ক্রেতারা ৷ 4 সেপ্টেম্বর থেকে অফলাইনে Apple স্টোর থেকেও কেনা যাবে ৷
কী কী রঙের পাওয়া যাবে: Beats Solo Buds আর্কটিক বেগুনি, ম্যাট ব্ল্যাক, স্টর্ম গ্রে এবং স্বচ্ছ লাল রঙে পাওয়া যাবে । অন্যদিকে, Beats Solo 4 ক্লাউড পিঙ্ক, ম্যাট ব্ল্যাক এবং স্লেট ব্লু শেডে মিলবে । Beats Pill স্পিকার শ্যাম্পেন গোল্ড, ম্যাট ব্ল্যাক এবং স্টেটমেন্ট রেড রঙে পাওয়া যাবে।
Beats Solo Buds : বিটস সোলো বাড হল TWS ইয়ারফোন ৷ 18 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ ৷ এই ইয়ারবাডগুলিতে টাচ করেই পরিচালনা করা যাবে ৷ প্রতিটি ইয়ারবাডে একটি কাস্টম মাইক্রোফোন আছে ৷ নয়েজ ক্য়ান্সেলিং-এর সুবিধা আছে ৷ কোম্পানির দাবি এটি পাঁচ মিনিটের চার্জে এক ঘণ্টা প্লেব্যাকের সুবিধা দেবে ৷
Beats Solo 4 : বিটস সোলো 4 ওয়্যারলেস হেডফোনগুলিতে একটি ফ্লেক্স-গ্রিপ হেডব্যান্ড এবং কুশনযুক্ত ইয়ারকাপ আছে ৷ যাতে ব্য়বহারকারীর কানে কোনও সমস্য়া না হয় ৷ হেডফোনগুলি USB টাইপ-সি বা 3.5 মিমি অডিয়ো কেবল ও উচ্চ-রেজোলিউশন থাকায় শব্দ বেশ ভালোভাবে শোনা যায় ৷ একবার চার্জ দিলে হেডফোনগুলি 50 ঘণ্টা পর্যন্ত চলে।
Beats Pill Bluetooth Speaker: বিটসের ওয়্যারলেস ব্লুটুথ স্পিকারের কোয়ালিটিও বেশ ভালো ৷ বেশি আওয়াজ ও প্রতিধ্বনিযুক্ত শব্দের জন্য একটি উন্নত অ্যাকোস্টিক আর্কিটেকচারের ব্যবহার করা হয়েছ । এটি দেখতেও অনেকটা ক্যাপসুলের মতো,তাই এটির নাম রাখা হয়েছে পিল ৷ একটানা 24 ঘন্টা পর্যন্ত প্লেব্যাকের সুবিধা আছে ৷ উন্নতমানের স্পিকার ব্য়বহার করতে চাইলে এই পিলের জুড়ি মেলা ভার ৷ দাম শুরু হচ্ছে 16 হাজার 900 টাকা থেকে ৷