ETV Bharat / technology

কবে থেকে কোথায় পাবেন iPhone 16 জেনে নিন বিস্তারিত - Apple introduces iPhone 16

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 10, 2024, 11:51 AM IST

Updated : Sep 10, 2024, 2:11 PM IST

iPhone 16 Launch Key Updates: সদ্য ভারতীয় বাজারে লঞ্চ করেছে অ্যাপল iPhone 16 সিরিজ ৷ এই সিরিজে রয়েছে অ্যাপল ইন্টেলিজেন্স, অ্যাকশন বাটন থেকে শুরু করে একাধিক আকর্ষণীয় ফিচার ৷

iPhone 16 Launch Key Updates
বাজারে এসেছে iPhone 16 (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 10সেপ্টম্বর: মার্কিন টেক জায়েন্ট অ্যাপল সদ্য বিশ্বব্যাপী লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ এই সিরিজে রয়েছে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro and iPhone 16 Pro Max ৷ সিরিজের সবকটি স্মার্টফোনে রয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার ৷ ব্যাটারি থেকে শুরু করে ক্যামোর সব কিছুতেই আগের থেকে পরিবর্তন আনা হয়েছে ৷ চলতি মাসের 13 তারিখ থেকে বুকিং করতে পারবেন ৷ 20 তারিখ থেকে ক্রেতারা এটি হাতে পাবেন ৷ অ্যাপল স্টোর ও বিভিনন্ন অনলাইন সাইট থেকে পাওয়া যাবে আইফোন 16 ৷

ভারতীয় বাজারে এল আইফোন 16, দাম কত, কী কী ফিচার ? দেখে নিন - IPHONE 16 LAUNCH

এতদিন iPhone 16 সিরিজ নিয়ে স্মার্টফোন প্রেমীদের উচ্ছ্বাসা ছিল তুঙ্গে ৷ কী কী নতুন ফিচার থাকতে পারে এই নিয়ে তা নিয়ে জল্পনা ছিল ৷ এবার তবে জেনেনি আইফোন 15 থেকে এই আইফোন 16-এ কোন কোন ফিচার যুক্ত হল ৷ এই সিরিজের ক্যামেরায় রয়েছে বিশেষ ফিচার ৷ ভিডিয়ো হয় থ্রি ডি-র মতো ৷ এবার জেনে নিনি iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro and iPhone 16 Pro Max -এর বিশেষ ফিচার ৷

iPhone 16 Launch Key Updates
iPhone 16 (Apple)

কী কী রঙে পাওয়া যাবে:

নতুন মডেলটি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি ৷ এটি কালো, সাদা, আল্ট্রামারিন, টিল এবং গোলাপী-সহ বিভিন্ন আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ৷ ডিভাইসটির পিছন দিকে নতুন পেইন্ট-ইনফিউজড ফর্মুলেশন ব্যবহার করা হয়েছে ৷

  1. আকর্ষণীয় বৈশিষ্ট্য

iPhone 16 টাইটেনিয়াম-এর তৈরি ৷ যা আগের মডেলগুলির থেকে কয়েকগুণ কঠিন। ডিসপ্লের উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা হয়েছে ৷ সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে কোনও সমস্য়া হবে না ৷ অন্ধকারে এটি 1 নিট পর্যন্ত অ্যাডজাস্ট করা হয়েছে।
6.1-ইঞ্চি এবং 6.7-ইঞ্চি ডিসপ্লে ৷ iPhone 16-এ রয়েছে অ্যাকশন বোতাম ৷ এটি আগে প্রো মডেলগুলিতে থাকত ৷ এটি ব্যবহারকারীদের ভয়েস মেমো রেকর্ড করা বা FordPass অ্যাপের মাধ্যমে একটি গাড়ি আনলক করার মতো কাজগুলি সম্পাদন করতে সাহায্য করবে ৷

2. A18 চিপ সহ অত্যাধুনিক ডিসপ্লে

iPhone 16 এ A18 চিপ রয়েছে ৷ যা আগের A16 Bionic এর তুলনায় অনেক বেশি অত্যাধুনিক।

এই নতুন চিপটিতে একটি 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে যা জেনারেটিভ মডেলের জন্য অপ্টিমাইজ করা হয়েছে ৷ মেশিন লার্নিং- এ কাজও দ্রুত করে ৷

A18 চিপে একটি 6-কোর এবং একটি 5-কোর GPU রয়েছে ৷ A16-এর তুলনায় 30 শতাংশ দ্রুত এবং A14-এর তুলনায় 60 শতাংশ পর্যন্ত দ্রুত কাজ করে ৷ কর্মক্ষমতার দিক থেকে কম্পিউটারের থেকে দ্রুত কাজ করে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

3. Apple Intelligence

অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে ৷ এই নতুন AI-চালিত বৈশিষ্ট্যটি সহায়তা প্রদানের জন্য iPhone 16-এর সাথে একীভূত হয়। অ্যাপল ইন্টেলিজেন্সকে "ভাষা, ছবি আরও বেশি স্পষ্ট এবং তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রযুক্তি সিরির কাজ আরও সহজ করবে ৷

iPhone 16 Launch Key Updates
iPhone 16 (Apple)
4. উন্নত ক্যামেরা এবং মাল্টিমিডিয়া ক্ষমতা

iPhone 16 এর ক্যামেরা সিস্টেমে 48-মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা ৷ 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ৷ যা উন্নত ম্যাক্রো ফটোগ্রাফি বৈশিষ্ট্য রয়েছে। 4K60 ভিডিও এবং ডলবি ভিশন HDR-এর সাপোর্ট করে ৷ নতুন থার্মাল অপ্টিমাইজেশন 30 শতাংশ বেশি ৷ ফলে এটি গেমারদেরও বিশেষভাবে পছন্দ হবে।

5. ব্যাটারি

iPhone 16 Wi-Fi 7 এবং স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানোর সুবিধা আছে ৷ A18 চিপ এবং উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারের জন্য ডিভাইসটির ব্যাটারিও ভালো। iOS 18 সফটওয়্যার ব্যবহার করা হয়েছে ৷

6. ভারতে iPhone 16, Plus, Pro and Pro Max দাম

ভারতে iPhone 16-এর দাম 79,900 টাকা এবং iPhone 16 Plus-এর দাম 89,900 টাকা। ভারতে iPhone 16 Pro এর দাম শুরু হচ্ছে 1,19,900 টাকা থেকে। ভারতের বাজারে iPhone 16 Pro Max-এর দাম 1,44,900 টাকা।

হায়দরাবাদ, 10সেপ্টম্বর: মার্কিন টেক জায়েন্ট অ্যাপল সদ্য বিশ্বব্যাপী লঞ্চ করেছে আইফোন 16 সিরিজ ৷ এই সিরিজে রয়েছে iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro and iPhone 16 Pro Max ৷ সিরিজের সবকটি স্মার্টফোনে রয়েছে একাধিক আকর্ষনীয় ফিচার ৷ ব্যাটারি থেকে শুরু করে ক্যামোর সব কিছুতেই আগের থেকে পরিবর্তন আনা হয়েছে ৷ চলতি মাসের 13 তারিখ থেকে বুকিং করতে পারবেন ৷ 20 তারিখ থেকে ক্রেতারা এটি হাতে পাবেন ৷ অ্যাপল স্টোর ও বিভিনন্ন অনলাইন সাইট থেকে পাওয়া যাবে আইফোন 16 ৷

ভারতীয় বাজারে এল আইফোন 16, দাম কত, কী কী ফিচার ? দেখে নিন - IPHONE 16 LAUNCH

এতদিন iPhone 16 সিরিজ নিয়ে স্মার্টফোন প্রেমীদের উচ্ছ্বাসা ছিল তুঙ্গে ৷ কী কী নতুন ফিচার থাকতে পারে এই নিয়ে তা নিয়ে জল্পনা ছিল ৷ এবার তবে জেনেনি আইফোন 15 থেকে এই আইফোন 16-এ কোন কোন ফিচার যুক্ত হল ৷ এই সিরিজের ক্যামেরায় রয়েছে বিশেষ ফিচার ৷ ভিডিয়ো হয় থ্রি ডি-র মতো ৷ এবার জেনে নিনি iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro and iPhone 16 Pro Max -এর বিশেষ ফিচার ৷

iPhone 16 Launch Key Updates
iPhone 16 (Apple)

কী কী রঙে পাওয়া যাবে:

নতুন মডেলটি অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি ৷ এটি কালো, সাদা, আল্ট্রামারিন, টিল এবং গোলাপী-সহ বিভিন্ন আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ৷ ডিভাইসটির পিছন দিকে নতুন পেইন্ট-ইনফিউজড ফর্মুলেশন ব্যবহার করা হয়েছে ৷

  1. আকর্ষণীয় বৈশিষ্ট্য

iPhone 16 টাইটেনিয়াম-এর তৈরি ৷ যা আগের মডেলগুলির থেকে কয়েকগুণ কঠিন। ডিসপ্লের উজ্জ্বলতা উল্লেখযোগ্যভাবে আপগ্রেড করা হয়েছে ৷ সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে দেখতে কোনও সমস্য়া হবে না ৷ অন্ধকারে এটি 1 নিট পর্যন্ত অ্যাডজাস্ট করা হয়েছে।
6.1-ইঞ্চি এবং 6.7-ইঞ্চি ডিসপ্লে ৷ iPhone 16-এ রয়েছে অ্যাকশন বোতাম ৷ এটি আগে প্রো মডেলগুলিতে থাকত ৷ এটি ব্যবহারকারীদের ভয়েস মেমো রেকর্ড করা বা FordPass অ্যাপের মাধ্যমে একটি গাড়ি আনলক করার মতো কাজগুলি সম্পাদন করতে সাহায্য করবে ৷

2. A18 চিপ সহ অত্যাধুনিক ডিসপ্লে

iPhone 16 এ A18 চিপ রয়েছে ৷ যা আগের A16 Bionic এর তুলনায় অনেক বেশি অত্যাধুনিক।

এই নতুন চিপটিতে একটি 16 কোর নিউরাল ইঞ্জিন রয়েছে যা জেনারেটিভ মডেলের জন্য অপ্টিমাইজ করা হয়েছে ৷ মেশিন লার্নিং- এ কাজও দ্রুত করে ৷

A18 চিপে একটি 6-কোর এবং একটি 5-কোর GPU রয়েছে ৷ A16-এর তুলনায় 30 শতাংশ দ্রুত এবং A14-এর তুলনায় 60 শতাংশ পর্যন্ত দ্রুত কাজ করে ৷ কর্মক্ষমতার দিক থেকে কম্পিউটারের থেকে দ্রুত কাজ করে ৷

আজই লঞ্চ করছে আইফোন 16, দু‘টি সিরিজের দাম কমল 11হাজার টাকা পর্যন্ত

3. Apple Intelligence

অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও ভালো হবে ৷ এই নতুন AI-চালিত বৈশিষ্ট্যটি সহায়তা প্রদানের জন্য iPhone 16-এর সাথে একীভূত হয়। অ্যাপল ইন্টেলিজেন্সকে "ভাষা, ছবি আরও বেশি স্পষ্ট এবং তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই প্রযুক্তি সিরির কাজ আরও সহজ করবে ৷

iPhone 16 Launch Key Updates
iPhone 16 (Apple)
4. উন্নত ক্যামেরা এবং মাল্টিমিডিয়া ক্ষমতা

iPhone 16 এর ক্যামেরা সিস্টেমে 48-মেগাপিক্সেলের সেন্সর ক্যামেরা ৷ 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা ৷ যা উন্নত ম্যাক্রো ফটোগ্রাফি বৈশিষ্ট্য রয়েছে। 4K60 ভিডিও এবং ডলবি ভিশন HDR-এর সাপোর্ট করে ৷ নতুন থার্মাল অপ্টিমাইজেশন 30 শতাংশ বেশি ৷ ফলে এটি গেমারদেরও বিশেষভাবে পছন্দ হবে।

5. ব্যাটারি

iPhone 16 Wi-Fi 7 এবং স্যাটেলাইটের মাধ্যমে মেসেজ পাঠানোর সুবিধা আছে ৷ A18 চিপ এবং উন্নত পাওয়ার ম্যানেজমেন্ট ফিচারের জন্য ডিভাইসটির ব্যাটারিও ভালো। iOS 18 সফটওয়্যার ব্যবহার করা হয়েছে ৷

6. ভারতে iPhone 16, Plus, Pro and Pro Max দাম

ভারতে iPhone 16-এর দাম 79,900 টাকা এবং iPhone 16 Plus-এর দাম 89,900 টাকা। ভারতে iPhone 16 Pro এর দাম শুরু হচ্ছে 1,19,900 টাকা থেকে। ভারতের বাজারে iPhone 16 Pro Max-এর দাম 1,44,900 টাকা।

Last Updated : Sep 10, 2024, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.