নয়াদিল্লি, 27 অগস্ট: সারা বিশ্বের জন্য উৎপাদান হবে ভারত থেকে ৷ যা 'মেক ইন ইন্ডিয়া' নামে পরিচিত ৷ এই প্রকল্প ভারতে বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন দরজা খুলে গিয়েছে ৷ বর্তমানে মোবাইল ফোন উৎপাদনে উল্লেখযোগ্য়ভাবে এগিয়ে রয়েছে ভারত ৷ মোবাইল অ্য়াসেম্বলি কাজও শুরু হয়েছে ভারতে ৷ দেশে উৎপাদিত আইফোন রফতানিতে (মাসের হিসেবে) রেকর্ড স্থানে পৌঁছেছে ৷ আগামী এক-দুই বছরের মধ্যে 5-6 লক্ষ কর্মসংস্থান (প্রত্যক্ষ এবং পরোক্ষ) তৈরি হতে চলেছে ভারতে ৷
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) প্রকল্পের দৌলতে ভারত থেকে প্রতি মাসে আইফোন রফতানি হয় 1 বিলিয়ন মার্কিন ডলার ৷ সংস্থার দুই সাপ্লাই চেনে প্রায় 2 লক্ষ কর্মী নিয়োগ করেছে ইতিমধ্য়েই ৷ যার মধ্যে মহিলা কর্মচারীর সংখ্যা বেশি।
টাটা গোষ্ঠীর অধীনে দু’টি অ্যাপেল প্ল্যান্ট: ভারতে টাটা গোষ্ঠীর অধীনে আছে অ্যাপেলের দু’টি প্ল্যান্ট ৷ ফক্সকন এবং পেগাট্রনের সঙ্গে যৌথ ভাবে বিপুল পরিমাণ চাকরি সৃষ্টি করতে চলেছে মার্কিন জায়ান্ট সংস্থাটি ৷ মোবাইল উৎপাদন ক্ষেত্রে গত 10 বছরে কর্মসংস্থান সৃষ্টিতে নজির সৃষ্টি করেছে ভারত ৷ দেশে আইফোন অ্যাসেম্বলি ইউনিটগুলিতে 2লাখের বেশি কর্মসংস্থান হয়েছে ৷
ভারতে বিনিয়োগ দ্বিগুণ করা: ভারতে তামিলনাড়ুর হোসুর এলাকার একটি নতুন আইফোন অ্যাসেম্বলি প্ল্যান্ট চালু হতে চলেছে ৷ যা চলতি বছরের নভেম্বর মাসের আশপাশে এই কাজ সম্পন্ন হয়ে যেতে পারে ৷ যেখানে 50,000 এরও বেশি কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে ৷ মহিলাদের কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ দেশের আইফোন উৎপাদন ইউনিটগুলিতেও 10 হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে উৎসবের মরশুমে ৷ টাটা গ্রুপের টাইটান কোম্পানি এবং মুরুগাপ্পা গ্রুপ যৌথ উদ্যোগে ভারতে মোবাইল ক্যামেরার মডিউল উৎপাদনের চেষ্টা করছে ৷ ভারতের উৎপাদন ইউনিটগুলি থেকে 50 মিলিয়নেরও বেশি আইফোন তৈরি করার লক্ষ্য মাত্রা নিয়েছে সংস্থাটি ৷ 2022-23 অর্থবর্ষে ভারত থেকে আইফোন রফতানির পরিমাণ ছিল 6.27 বিলিয়ন মার্কিন ডলার ৷ যা 2023-24 অর্থবর্ষে বেড়ে হয়েছে 12.1 বিলিয়ন মার্কিন ডলার ৷
আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্সের উৎপাদন বাড়ানোর জন্য: অ্যাপল এই বছরের সেপ্টম্বর মাসে বাজারে আনতে চলেছে আইফোন 16 সরিজ ৷ তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুর ইউনিটে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ৷ আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স মডেলগুলি বিশ্বব্যাপী লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে ৷ এই মডেলগুলির উৎপাদান বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে অ্য়াপেলর তরফে ৷
উল্লেখ্য়, মার্কিন টেকজায়ান্ট অ্যাপেল সংস্থার অভ্যন্তরীণ বিভাগেও বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে ৷ আগামী বছরের জানুয়ারি মাস থেকে সংস্থার চিফ ফিনান্সিয়্য়াল অফিসার পদে নিয়োগ করা হয়েছে ভারতীয় বংশদ্ভুত কেভান পারেখকে (Kevan Parekh) ৷ এরআগে তিনি থমসন রয়টারস ও জেনারেল মটোরের চিফ লিডারশিপের দায়িত্ব সামলেছেন ৷