হায়দরাবাদ: গাড়ি প্রস্তুতকারক সংস্থা Toyota Kirloskar Motor লঞ্চ করতে চলেছে তাদের প্রিমিয়াম বিলাসবহুল সেডান Toyota Camry ৷ বিশ্ব বাজারে এটি অত্যন্ত জনপ্রিয় মডেল ৷ প্রসঙ্গত, এটি সেডানের 9th জেনেরেশন Toyota Camry । গত বছরের শেষে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হয়েছে এই মডেলের ৷ আগামিকাল ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে Toyota Camry ৷
সদ্য লঞ্চ হওয়া 2025 Honda Amaze-এর ভেরিয়েন্ট ও দাম সম্পর্কিত বিস্তারিত তথ্য
নতুন Toyota Camry বাইরের ডিজাইন
নতুন Toyota Camry-র বাইরের ডিজাইনে একাধিক পরিবর্তন আনা হয়েছে ৷ সামনের দিকটি আগের থেকে অনেকটা চওড়া ৷ এই অংশের গ্রিলও আগের থেকে অনেকটাই মজবুত ৷ সি-আকৃতির এলইডি ও ডিআরএল লাইট রয়েছে ৷ এছাড়াও মাল্টি-স্পোক অ্যালয় হুইল দেওয়া হয়েছে 2025 Toyota Camry মডেলে ৷
নতুন Toyota Camry-এর অভ্যন্তরীণ ডিজাইন
নতুন Toyota Camry কোম্পানি TNGA-K প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করেছে । এতে রয়েছে ডুয়াল-টোন থিম, থ্রি-স্পোক মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, 10-ইঞ্চি হেড-আপ ডিসপ্লে, টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ৷ যেটির স্ক্রিন 12.3-ইঞ্চি এবং সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল নিয়ন্ত্রিত ৷ এছাড়াও প্রিমিয়াম বিলাসবহুল সেডান Toyota Camry-তে রয়েছে 360-ডিগ্রি ক্যামেরা, মাল্টি-জোন জলবায়ু নিয়ন্ত্রণের সুবিধা ৷ এটি যেহেতু প্রিমিয়াম রেঞ্জের তাই এতে ADAS (অ্যাডভান্সড ড্রাইভার-অ্যাসিস্ট্যান্স সিস্টেম)-এর সুবিধা রয়েছে ৷
নতুন টয়োটা ক্যামেরির পাওয়ারট্রেন
2025 টয়োটা ক্যামরি ইঞ্জিন আগের থেকে অনেকটাই আপডেটেড ৷ নতুন প্রিমিয়াম বিলাসবহুল সেডান Toyota Camry-তে রয়েছে হাইব্রিড সেটআপ ইঞ্জিন (ICE) ৷ 2.5-লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে । বৈদ্যুতিক মোটরের সুবিধা আছে ৷ এইটি হাইব্রিড মোড হওয়ার ইঞ্জিন ও ইলেকট্রিক মোটর (ফ্রন্ট হুইল ড্রাইভ) সামনের 222bhp চাকায় শক্তি জোগাবে ৷ পাশাপাশি AWD (অল হুইল ড্রাইভ) ফিচার প্রতিটি চাকায় 229bhp শক্তি জোগাবে ৷