বহরমপুর, 28 মার্চ: "বিশ্বকাপজয়ী টিমে আমি ছিলাম। খুব কম জনের বিশ্বকাপ হাতে নেওয়ার সৌভাগ্য হয়েছে। সেই ছবি আমার ফ্যানরা ব্যবহার করেছে ৷ ফ্যানেরা যে কোনও ছবি ব্যবহার করতেই পারেন ৷ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।" অধীরের ফুলটস বলে সপাটে ছক্কা মেরে জবাব দিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান।
কান্দি থানার সামনে ইউসুফ পাঠানের নির্বাচনী প্রচারে বিশ্বকাপজয়ী টিমের ছবি ব্যবহার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই পোস্টারে সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করায় বিরোধীরা একযোগে অভিযোগ তুলতে শুরু করেছে। বিজেপি থেকে কংগ্রেস নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করছে কমিশনের কাছে। গতকালই অধীর চৌধুরী পোস্টার নিয়ে অভিযোগ তুলেছিলেন। নির্বাচন কমিশনেও অভিযোগ জানিয়েছেন বহরমপুরের 'রবিনহুড'।
যদিও তৃণমূলের দাবি, ইউসুফের সঙ্গে সচিনের একটি খেলার মূহূর্তের ছবি দেওয়া হয়েছে। যদিও বিরোধীদের দাবি, সচীনের মতো বিশ্বমানের ক্রিকেটারের ছবি ব্যবহার করে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার বলেন, "প্রথমত ইউসুফ আর সচিনের ছবি একসঙ্গে দিয়ে তৃণমূল নির্বাচনী বিধিভঙ্গ করেছে। পাশাপাশি জাতীয় দলের পোশাক ব্যবহার করতে পারে না তৃণমূল।"
বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, "তৃণমূল প্রার্থী ভোটের প্রচারে বিশ্বকাপের কিছু মূহূর্তের ছবি ব্যবহার করেছেন। আমাদের মনে হয়েছে এই ছবি নির্বাচনী বিধিভঙ্গ করেছে। আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছি।"
বৃহস্পতিবার এরই জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এদিন কার্যত অধীর চৌধুরীর বলে ছক্কা হাঁকিয়ে মোক্ষম জবাব দিয়েছেন তিনি বলে মনে করছেন দলীয় কর্মীরা। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বলেন, "আমি বিশ্বকাপ জয়ী টিমের সদস্য। ভারতবর্ষে খুব কম মানুষ বিশ্বকাপ ট্রপি ছুঁতে পারেন। আমার বহু ফ্যান রয়েছেন। যারা আমার বিভিন্ন মূহূর্তের ছবি ব্যবহার করেন। এই ছবি যদি নির্বাচনী বিধিভঙ্গ হয় তাহলে তা দেখার জন্য কমিশন রয়েছে।"
মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার বলেন, ইউসুফ বিশ্বকাপজয়ী টিমের অন্যতম সদস্য। তাঁর ছবি অনেকেই ব্যবহার করতে পারে। আমরা এমন কিছু করব না যা নির্বাচন বিধিভঙ্গ করে ৷"
আরও পড়ুন: