ETV Bharat / state

বউবাজারে ফুটপাতবাসীকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত - Bowbazar Murder Case - BOWBAZAR MURDER CASE

Bowbazar Murder Case: বউবাজার থানা এলাকায় স্টোনম্যান কায়দায় খুন ৷ মঙ্গলবার গভীর রাতের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত ৷ ঘটনায় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা তদন্তে নেমেছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 10:33 AM IST

Updated : Mar 27, 2024, 10:41 AM IST

কলকাতা, 27 মার্চ: খাস কলকাতায় স্টোনম্যান আতঙ্ক ! রাতের কলকাতায় শুয়ে থাকা এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে বউবাজার থানার আওতাধীন চিত্ররঞ্জন অ্যাভিনিউয়ে ৷ যদিও এলাকা থেকে চম্পট দিয়েও রেহাই হল না অভিযুক্তদের ৷ ভোরের আলো ফুটতেই মূল অভিযুক্ত সুমিত কুমার সাউকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

লালবাজার সূত্রের খবর, মৃত যুবকের নাম সঞ্জয় মল্লিক ৷ পেশায় তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন ৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই শুয়ে পড়েন ৷ রাত দেড়টা নাগাদ একদল যুবক একটি অ্যাপ ক্যাব নিয়ে বউবাজার থানার সি আর অ্যাভিনিউ চত্বরে আসেন ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল, যে সঞ্জয় কোথায় ?

এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তাঁর মাথায় বারংবার আঘাত করতে থাকে এক ব্যক্তি ৷ সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তর ৷ খবর পেয়ে কিছুক্ষণের ঘটনাস্থলে পৌঁছায় বউবাজার থানার পুলিশ ৷ পাশাপাশি ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ৷ দ্রুত সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোম সাইড শাখার তরফে ইতিমধ্যেই খুনের একটি মামলা রুজু হয়েছে বউবাজার থানায় ৷

তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির ৷ তিনি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউ সঞ্জয়কে খুন করেছেন ৷ এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে ৷ গভীর রাতে হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালায় ৷ সেখান থেকেই সুমিত কুমার সাউকে গ্রেফতার করা হয় ৷

ধৃত সুমিতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি 302 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে ৷ তাঁকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সেখানে অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ ৷ কিন্তু, খুনের কারণ কী, সেই বিষয়ে এখনও স্পষ্ট নন গোয়েন্দারা ৷ পুলিশ সূত্রে খবর, ভোররাত থেকে সুমিত কুমার সাউকে জেরা করা হচ্ছে ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল সঞ্জয় এবং সুমিতের মধ্যে ৷ সুমিত জানিয়েছে, পাওনা টাকা না-দিয়ে সঞ্জয় রোজ তাঁকে ঘোরাচ্ছিল ৷ পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, সুমিত মাথা ঠান্ডা রাখতে না পেরে মঙ্গলবার রাতে সঞ্জয়ের উপর চড়াও হয় ৷

তবে, এই খুনের পিছনে শুধুই কি টাকা-পয়সার লেনদেনের গোলমাল ? নাকি এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ ৷ সেই বিষয়ে জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ অন্যদিকে, এই ঘটনায় সুমিতের সঙ্গে থাকা বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে ৷ সুমিতের থেকে তাঁদের সম্পর্কে জেনে খোঁজ শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ছুরি দিয়ে 13-14 বার আঘাত, প্রতিবেশীর হাতে খুন নাবালিকা
  2. নেশা করিয়ে যুবককে খুনের অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে, গ্রেফতার নিহতের মা

কলকাতা, 27 মার্চ: খাস কলকাতায় স্টোনম্যান আতঙ্ক ! রাতের কলকাতায় শুয়ে থাকা এক ফুটপাতবাসী যুবককে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডটি ঘটেছে বউবাজার থানার আওতাধীন চিত্ররঞ্জন অ্যাভিনিউয়ে ৷ যদিও এলাকা থেকে চম্পট দিয়েও রেহাই হল না অভিযুক্তদের ৷ ভোরের আলো ফুটতেই মূল অভিযুক্ত সুমিত কুমার সাউকে গ্রেফতার করে বউবাজার থানার পুলিশ ৷ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ এই হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

লালবাজার সূত্রের খবর, মৃত যুবকের নাম সঞ্জয় মল্লিক ৷ পেশায় তিনি স্থানীয় একটি দোকানের কর্মচারী ছিলেন ৷ মঙ্গলবার রাতে তিনি ফুটপাতেই শুয়ে পড়েন ৷ রাত দেড়টা নাগাদ একদল যুবক একটি অ্যাপ ক্যাব নিয়ে বউবাজার থানার সি আর অ্যাভিনিউ চত্বরে আসেন ৷ স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ফুটপাতে যারা শুয়েছিলেন তাঁদের প্রত্যেককে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল, যে সঞ্জয় কোথায় ?

এরপরেই সঞ্জয়কে দেখতে পেয়ে রাস্তার পাশ থেকে একটি পাথর তুলে তাঁর মাথায় বারংবার আঘাত করতে থাকে এক ব্যক্তি ৷ সেখানে উপস্থিত সকলে চেঁচামেচি শুরু করলে ওই অ্যাপ ক্যাব উঠে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্তর ৷ খবর পেয়ে কিছুক্ষণের ঘটনাস্থলে পৌঁছায় বউবাজার থানার পুলিশ ৷ পাশাপাশি ঘটনাস্থলে আসেন লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও ৷ দ্রুত সঞ্জয়কে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোম সাইড শাখার তরফে ইতিমধ্যেই খুনের একটি মামলা রুজু হয়েছে বউবাজার থানায় ৷

তদন্তে নেমে মৃত সঞ্জয় মল্লিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ব্যবসায়িক শত্রুতা ছিল তাঁর স্বামী এবং সুমিত কুমার সাউ নামে এক ব্যক্তির ৷ তিনি অভিযোগ করেন, সম্ভবত সুমিত কুমার সাউ সঞ্জয়কে খুন করেছেন ৷ এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে সুমিত কুমার সাউ দক্ষিণবন্দর থানা এলাকায় রয়েছে ৷ গভীর রাতে হোমিসাইড শাখার গোয়েন্দারা দক্ষিণবন্দর থানা এলাকায় অভিযান চালায় ৷ সেখান থেকেই সুমিত কুমার সাউকে গ্রেফতার করা হয় ৷

ধৃত সুমিতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি 302 ধারায় খুনের মামলা রুজু করা হয়েছে ৷ তাঁকে আজ শিয়ালদা আদালতে পেশ করা হবে ৷ সেখানে অভিযুক্তকে নিজেদের হেফাজতে চাইবে কলকাতা পুলিশ ৷ কিন্তু, খুনের কারণ কী, সেই বিষয়ে এখনও স্পষ্ট নন গোয়েন্দারা ৷ পুলিশ সূত্রে খবর, ভোররাত থেকে সুমিত কুমার সাউকে জেরা করা হচ্ছে ৷ তদন্তকারীরা জানতে পেরেছেন টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিল সঞ্জয় এবং সুমিতের মধ্যে ৷ সুমিত জানিয়েছে, পাওনা টাকা না-দিয়ে সঞ্জয় রোজ তাঁকে ঘোরাচ্ছিল ৷ পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, সুমিত মাথা ঠান্ডা রাখতে না পেরে মঙ্গলবার রাতে সঞ্জয়ের উপর চড়াও হয় ৷

তবে, এই খুনের পিছনে শুধুই কি টাকা-পয়সার লেনদেনের গোলমাল ? নাকি এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ ৷ সেই বিষয়ে জানার চেষ্টা করছেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ৷ অন্যদিকে, এই ঘটনায় সুমিতের সঙ্গে থাকা বাকিদের সম্পর্কে জানার চেষ্টা করা হচ্ছে ৷ সুমিতের থেকে তাঁদের সম্পর্কে জেনে খোঁজ শুরু করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ছুরি দিয়ে 13-14 বার আঘাত, প্রতিবেশীর হাতে খুন নাবালিকা
  2. নেশা করিয়ে যুবককে খুনের অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে, গ্রেফতার নিহতের মা
Last Updated : Mar 27, 2024, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.