ETV Bharat / state

ভোটের আগে উত্তপ্ত বড়ঞা, বোমা বাঁধার সময় বিস্ফোরণে উড়ল যুবকের হাত - Bomb Blast at Burwan - BOMB BLAST AT BURWAN

Bomb Blast at Burwan: বিকট শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদের বড়ঞা ৷ ভোটের মুখে বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল এলাকায়। বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক যুবকের । ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবকের একটি কাটা আঙুল উদ্ধার করেছে ৷

Bomb Blast at Burwan
ভোটের আগে বড়ঞায় বোমা বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 10:53 AM IST

বড়ঞা, 25 এপ্রিল: চতুর্থ দফায় নির্বাচন আগামী 13 মে ৷ চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রের। তার আগে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল বড়ঞা বিধানসভার মোনাইকান্দরা। বৃহস্পতিবার ভোরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক যুবকের। জখম যুবকের নাম শেখ আলি জিন্না। তিনি পড়ুয়া, দাবি পরিবারের ৷

পরিবারের আরও দাবি, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার রাতে গ্রামের প্রাথমিক স্কুলের পাশে বোমা বাঁধার কাজ চলছিল। তাঁর বাড়ি মোনাই মান্দর গ্রামে। খবর পেয়ে খটনাস্থল থেকে একটি কাটা আঙুল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আর কেউ জখম হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। জখম শেখ আলি জিন্নাকে গোপনে কোনও বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

বিস্ফোরণে বিকট আওয়াজ শুনলেও গ্রামবাসীরা এই বিষয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা গ্রাম। গ্রামবাসীরা দেখেন, স্কুলের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরণের চিহ্ন ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় ওই গ্রামের এক যুবকের হাত উড়ে গিয়েছে । খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে আঙুল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।

জখম শেখ আলি জিন্নার পরিবারের দাবি, আহত যুবক এই ঘটনায় জড়িত নন। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিলেন সে বিষয়ে মুখ খোলেনি পরিবার। আলি জিন্না এখন কোথায় রয়েছে সে বিষয়েও তাঁরা কিছু জানেন না বলেই জানিয়েছেন ৷ উল্লেখ্য, ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা ব্লক। বড়ঞা ব্লকের সুন্দরপুর, কয়থা, ভেলডাঙা, মোনাইকান্দরা বোমা তৈরির জন্য বিখ্যাত। ভোট হলেই রক্তপাত এই বিধানসভায় নতুন নয়।

আরও পড়ুন:

  1. ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগর, জখম তিন
  2. এগরা থেকে ভূপতিনগর- এখনও তাজা বিস্ফোরণের দগদগে স্মৃতি
  3. গঙ্গারামপুর খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 3 শিশু

বড়ঞা, 25 এপ্রিল: চতুর্থ দফায় নির্বাচন আগামী 13 মে ৷ চতুর্থ দফায় ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রের। তার আগে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল বড়ঞা বিধানসভার মোনাইকান্দরা। বৃহস্পতিবার ভোরে বোমা বাঁধতে গিয়ে হাত উড়ল এক যুবকের। জখম যুবকের নাম শেখ আলি জিন্না। তিনি পড়ুয়া, দাবি পরিবারের ৷

পরিবারের আরও দাবি, তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার রাতে গ্রামের প্রাথমিক স্কুলের পাশে বোমা বাঁধার কাজ চলছিল। তাঁর বাড়ি মোনাই মান্দর গ্রামে। খবর পেয়ে খটনাস্থল থেকে একটি কাটা আঙুল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আর কেউ জখম হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। জখম শেখ আলি জিন্নাকে গোপনে কোনও বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

বিস্ফোরণে বিকট আওয়াজ শুনলেও গ্রামবাসীরা এই বিষয়ে মুখ খুলতে চাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা গ্রাম। গ্রামবাসীরা দেখেন, স্কুলের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরণের চিহ্ন ও বোমা তৈরির সরঞ্জাম। ঘটনায় ওই গ্রামের এক যুবকের হাত উড়ে গিয়েছে । খবর পেয়ে বড়ঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে আঙুল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে নিয়ে যায়।

জখম শেখ আলি জিন্নার পরিবারের দাবি, আহত যুবক এই ঘটনায় জড়িত নন। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। তবে কে বা কারা ডেকে নিয়ে গিয়েছিলেন সে বিষয়ে মুখ খোলেনি পরিবার। আলি জিন্না এখন কোথায় রয়েছে সে বিষয়েও তাঁরা কিছু জানেন না বলেই জানিয়েছেন ৷ উল্লেখ্য, ভোট এলেই উত্তপ্ত হয়ে ওঠে বড়ঞা ব্লক। বড়ঞা ব্লকের সুন্দরপুর, কয়থা, ভেলডাঙা, মোনাইকান্দরা বোমা তৈরির জন্য বিখ্যাত। ভোট হলেই রক্তপাত এই বিধানসভায় নতুন নয়।

আরও পড়ুন:

  1. ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রেজিনগর, জখম তিন
  2. এগরা থেকে ভূপতিনগর- এখনও তাজা বিস্ফোরণের দগদগে স্মৃতি
  3. গঙ্গারামপুর খেলতে গিয়ে বিস্ফোরণ, গুরুতর আহত 3 শিশু
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.