ETV Bharat / state

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণে মৃত 1, বিক্ষোভ স্থানীয়দের - BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE

বেলুনে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল এক ব্যক্তির ৷ সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণের জেরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা ৷ আপাতত পলাতক ওই সিভিক ভলান্টিয়ার ৷

BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE
সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণে উত্তেজিত জনতা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 5:42 PM IST

সাঁইথিয়া, 10 নভেম্বর: সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম বিপদতারণ বাগদি (36)। বীরভূমের সাঁইথিয়া থানার সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য গ্যাস বেলুনের ব্যবসা করতেন ৷

এদিন, গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছিলেন প্রতিবেশী বিপদতারণ। সেই সময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয় ৷ তাতেই তাঁর প্রাণ য়ায়। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান ৷ খবর পেয়ে পৌঁছয় পুলিশ ৷

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণে মৃত 1 (ইটিভি ভারত)

সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খানকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা ৷ সাঁইথিয়া থানার অন্তর্গত বিলসা গ্রামে বাড়ি দুর্গাপ্রসাদ ভট্টাচার্যর। তিনি ওই থানারই সিভিক ভলান্টিয়ার ৷ পাশাপাশি গ্যাস বেলুনের ব্যবসা করেন ৷ রবিবার দুপুরে দুর্গাপ্রসাদ গ্যাস বেলুনের সিলিন্ডারে গ্যাস ভরার জন্য প্রতিবেশী বিপদতারণ বাগদিকে ডেকে আনেন ৷ গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয় ৷ আর বিস্ফোরণের গুরুতর জখন হন বিপদতারণ ৷ পরে তাঁকে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE
সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য (নিজস্ব ছবি)

বিস্ফোরণের বিকট শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা ৷ আর এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান ৷ ইট, বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয় বাড়ির জানালা-দরজা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশের সামনেও চলে ভাঙচুর ৷ এমনকী, সাঁইথিয়ার তৃণমূল-কংগ্রেসের ব্লক সভাপতি সাবের আলি খানকে ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা ৷ এদিকে, ঘটনার পরেই পালিয়ে যান সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য।

BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE
বিক্ষোভ জনতার (নিজস্ব ছবি)

বিস্ফোরণের ঘটনায় নানা প্রশ্ন উঠে গিয়েছে। গ্যাস বেলুনের এই ব্যবসা করার জন্য পর্যাপ্ত অনুমোদন ছিল না, এমন দাবিও করেছেন স্থানীয়দের একাংশ ৷ এছাড়া, একজন সিভিক ভলান্টিয়ার, যিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কর্মরত তাঁর বাড়িতে কীভাবে কোনও নিরাপত্তা-সুরক্ষা ছাড়া গ্যাস বেলুনের ব্যবসা চলছিল ? সেই প্রশ্নও উঠেছে। কেন সাঁইথিয়া থানার পুলিশ বিষয়টির দিকে নজর দেয়নি? উঠেছে সেই প্রশ্নও। যদিও, এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বীরভূম জেলা পুলিশের শীর্ষকর্তারা ৷

সাঁইথিয়া, 10 নভেম্বর: সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম বিপদতারণ বাগদি (36)। বীরভূমের সাঁইথিয়া থানার সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য গ্যাস বেলুনের ব্যবসা করতেন ৷

এদিন, গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরার কাজ করছিলেন প্রতিবেশী বিপদতারণ। সেই সময় অসাবধানতাবশত বিস্ফোরণ হয় ৷ তাতেই তাঁর প্রাণ য়ায়। এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান ৷ খবর পেয়ে পৌঁছয় পুলিশ ৷

সিভিক ভলান্টিয়ারের বাড়িতে বিস্ফোরণে মৃত 1 (ইটিভি ভারত)

সাঁইথিয়ার তৃণমূল ব্লক সভাপতি সাবের আলি খানকে ঘিরেও বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা ৷ সাঁইথিয়া থানার অন্তর্গত বিলসা গ্রামে বাড়ি দুর্গাপ্রসাদ ভট্টাচার্যর। তিনি ওই থানারই সিভিক ভলান্টিয়ার ৷ পাশাপাশি গ্যাস বেলুনের ব্যবসা করেন ৷ রবিবার দুপুরে দুর্গাপ্রসাদ গ্যাস বেলুনের সিলিন্ডারে গ্যাস ভরার জন্য প্রতিবেশী বিপদতারণ বাগদিকে ডেকে আনেন ৷ গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয় ৷ আর বিস্ফোরণের গুরুতর জখন হন বিপদতারণ ৷ পরে তাঁকে সাঁইথিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE
সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য (নিজস্ব ছবি)

বিস্ফোরণের বিকট শব্দে চমকে ওঠেন প্রতিবেশীরা ৷ আর এই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ভাঙচুর চালান ৷ ইট, বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয় বাড়ির জানালা-দরজা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশের সামনেও চলে ভাঙচুর ৷ এমনকী, সাঁইথিয়ার তৃণমূল-কংগ্রেসের ব্লক সভাপতি সাবের আলি খানকে ঘিরেও বিক্ষোভ দেখায় ক্ষিপ্ত জনতা ৷ এদিকে, ঘটনার পরেই পালিয়ে যান সিভিক ভলান্টিয়ার দুর্গাপ্রসাদ ভট্টাচার্য।

BLAST IN CIVIC VOLUNTEERS HOUSE
বিক্ষোভ জনতার (নিজস্ব ছবি)

বিস্ফোরণের ঘটনায় নানা প্রশ্ন উঠে গিয়েছে। গ্যাস বেলুনের এই ব্যবসা করার জন্য পর্যাপ্ত অনুমোদন ছিল না, এমন দাবিও করেছেন স্থানীয়দের একাংশ ৷ এছাড়া, একজন সিভিক ভলান্টিয়ার, যিনি পুলিশ প্রশাসনের সঙ্গে কর্মরত তাঁর বাড়িতে কীভাবে কোনও নিরাপত্তা-সুরক্ষা ছাড়া গ্যাস বেলুনের ব্যবসা চলছিল ? সেই প্রশ্নও উঠেছে। কেন সাঁইথিয়া থানার পুলিশ বিষয়টির দিকে নজর দেয়নি? উঠেছে সেই প্রশ্নও। যদিও, এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে নারাজ বীরভূম জেলা পুলিশের শীর্ষকর্তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.