ETV Bharat / state

পুলিশের পকেটেই হাত ! ফোন চুরির আগে শ্রীঘরে যুবক - PICKPOCKET ARREST

পোশাক দেখে বোঝা যায়নি ৷ নিশ্চিন্তে জ্যাকেটের পকেটে হাত ঢুকিয়ে যেই মোবাইলটা নিতে যাবে ব্যাস ... ৷ চোর বাবাজি টের পেলেন কার পকেট কাটছেন ৷

Malda Pickpocketed News
পুলিশের পকেট কাটতে গিয়ে ধৃত যুবক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2024, 2:31 PM IST

মালদা, 9 ডিসেম্বর: মহিলা পুলিশকর্মীর জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন তুলে নেওয়ার চেষ্টা ৷ হাতেনাতে ধরে যুবককে থানায় দিলেন ওই কনস্টেবল ৷ সোমবার সকালে মালদা জেলা আদালতে কাজে এসেছিলেন জেলা পুলিশের এক মহিলা কনস্টেবল ৷ তিনি ইংরেজবাজার থানায় কর্মরত ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী ৷ তাঁর পোস্টিং সাইবার ক্রাইম থানায় ৷

সকালে তাঁরা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে প্রাতরাশ করছিলেন ৷ ডালপুরির দোকানে দাঁড়িয়ে থাকার সময় অপরিচিত এক যুবক অনন্যাদেবীর গা ঘেঁষে দাঁড়ায় ৷ তিনি হাতে ডালপুরের প্লেট তুলতেই যুবক তাঁর জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন তুলে নেওয়ার চেষ্টা করে ৷ সেই পকেটে দুটি মোবাইল ফোন ছিল ৷ বুঝতে পেরেই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন অনন্যাদেবী ৷ খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ ওই যুবককে ইংরেজবাজার থানায় নিয়ে যায় ৷

পুলিশের পকেটেই হাত পকেটমারের (ইটিভি ভারত)

এই বিষয়ে অনন্যাদেবী বলেন, "আদালতের কাজে এসেছিলাম ৷ সবেমাত্র খাবারটা হাতে নিয়েছি, তখনই জ্যাকেটের পকেটে টান পড়ে ৷ দেখি, ছেলেটি সেখান থেকে আমার মোবাইল ফোন বের করছে ৷ ওর হাত আমার জ্যাকেটের পকেটে ৷ খাবারের প্লেট ফেলে ওকে ধরে ফেলি ৷ এখন ওকে থানায় নিয়ে যাব ৷"

অনন্যাদেবীর স্বামী তুষারকান্তি বসাক বলেন, "আজ স্ত্রীকে নিয়ে মালদা আদালতে এসেছিলাম ৷ ডালপুরি খেতে গিয়ে দোকানে এই ঘটনা ঘটে ৷ ছেলেটি আগেই কায়দা করে আমার স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিল ৷ তারপর চুরির চেষ্টা করে ৷ অনন্যা সেটা টের পেয়েই ছেলেটিকে ধরে ফেলে ৷ আমরা ছেলেটিকে পোস্ট অফিস মোড়ের পুলিশ বুথে নিয়ে আসি ৷ ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

ইংরেজবাজার থানার এক আধিকারিক জানান, "ফোন ছিনতাইবাজদের ধরতে শহরে অনেক সাদা পোশাকের পুলিশকর্মী ঘুরে বেড়াচ্ছেন ৷ বেশ কিছুজনকে ধরাও হয়েছে ৷ আজ সকালের ঘটনায় ধরা পড়া যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

মালদা, 9 ডিসেম্বর: মহিলা পুলিশকর্মীর জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন তুলে নেওয়ার চেষ্টা ৷ হাতেনাতে ধরে যুবককে থানায় দিলেন ওই কনস্টেবল ৷ সোমবার সকালে মালদা জেলা আদালতে কাজে এসেছিলেন জেলা পুলিশের এক মহিলা কনস্টেবল ৷ তিনি ইংরেজবাজার থানায় কর্মরত ৷ সঙ্গে ছিলেন তাঁর স্বামী ৷ তাঁর পোস্টিং সাইবার ক্রাইম থানায় ৷

সকালে তাঁরা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ে প্রাতরাশ করছিলেন ৷ ডালপুরির দোকানে দাঁড়িয়ে থাকার সময় অপরিচিত এক যুবক অনন্যাদেবীর গা ঘেঁষে দাঁড়ায় ৷ তিনি হাতে ডালপুরের প্লেট তুলতেই যুবক তাঁর জ্যাকেটের পকেট থেকে মোবাইল ফোন তুলে নেওয়ার চেষ্টা করে ৷ সেই পকেটে দুটি মোবাইল ফোন ছিল ৷ বুঝতে পেরেই ওই যুবককে হাতেনাতে ধরে ফেলেন অনন্যাদেবী ৷ খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ ওই যুবককে ইংরেজবাজার থানায় নিয়ে যায় ৷

পুলিশের পকেটেই হাত পকেটমারের (ইটিভি ভারত)

এই বিষয়ে অনন্যাদেবী বলেন, "আদালতের কাজে এসেছিলাম ৷ সবেমাত্র খাবারটা হাতে নিয়েছি, তখনই জ্যাকেটের পকেটে টান পড়ে ৷ দেখি, ছেলেটি সেখান থেকে আমার মোবাইল ফোন বের করছে ৷ ওর হাত আমার জ্যাকেটের পকেটে ৷ খাবারের প্লেট ফেলে ওকে ধরে ফেলি ৷ এখন ওকে থানায় নিয়ে যাব ৷"

অনন্যাদেবীর স্বামী তুষারকান্তি বসাক বলেন, "আজ স্ত্রীকে নিয়ে মালদা আদালতে এসেছিলাম ৷ ডালপুরি খেতে গিয়ে দোকানে এই ঘটনা ঘটে ৷ ছেলেটি আগেই কায়দা করে আমার স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছিল ৷ তারপর চুরির চেষ্টা করে ৷ অনন্যা সেটা টের পেয়েই ছেলেটিকে ধরে ফেলে ৷ আমরা ছেলেটিকে পোস্ট অফিস মোড়ের পুলিশ বুথে নিয়ে আসি ৷ ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷"

ইংরেজবাজার থানার এক আধিকারিক জানান, "ফোন ছিনতাইবাজদের ধরতে শহরে অনেক সাদা পোশাকের পুলিশকর্মী ঘুরে বেড়াচ্ছেন ৷ বেশ কিছুজনকে ধরাও হয়েছে ৷ আজ সকালের ঘটনায় ধরা পড়া যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.