কলকাতা, 3 অক্টোবর: এক যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল নাকতলায় ৷ ওই যুবকের দেহে হাত ও পা ভাঙা অবস্থায় মিলেছে ৷ কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, ওই যুবকের নাম হর্ষ চৌধুরী ৷ আজ সকালে তিনি জিমে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৷ তবে এর পর আর তিনি বাড়ি ফেরেননি ৷ জিমে যাওয়ার পর থেকে আর তাঁকে ফোনেও পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার ৷ কিছু সময় পর ওই এলাকারই জিমের বাইরে পড়ে থাকতে দেখা যায় হর্ষের দেহ ৷
স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ৷ যুবকের দেহ উদ্ধারের পর দেখা গিয়েছে, তাঁর হাত ও পা ভাঙা ৷ তবে গায়ে সেভাবে কোনও রক্তের দাগ ছিল না ৷ কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না ৷ যুবকের দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে, তবেই মৃত্যুর সঠিক কারণ নিয়ে নিশ্চিত হওয়া যাবে ৷ স্থানীয় থানায় ওই যুবকের অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।
ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা । এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছে পুলিশ । তার থেকে এই ঘটনার সঙ্গে জড়িত কোনও যোগসূত্র পেতে চাইছেন গোয়েন্দারা ৷ দেহ দেখে প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, ওই যুবক কোনওভাবে উপর থেকে পড়ে গিয়েছিলেন, তার ফলে তাঁর মৃত্যু হতে পারে ৷ তবে এটি স্রেফ একটি অনুমান ।
কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায়, "ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে । ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই আমরা এই বিষয়ে আরও ভালোভাবে বুঝতে পারব ৷"