আসানসোল, 4 জানুয়ারি: মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আসানসোলের বারাবনি থানার পুলিশ ৷ অভিযোগ, বৃহস্পতিবার সন্ধেবেলা মহিলার বাড়ির সামনে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন অভিযুক্ত যুবক ৷ তাঁকে আসানসোল আদালতে তোলা হলে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানা এলাকার ঘটনায় মহিলা অভিযোগ করেছেন, বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ অভিযোগ স্থানীয় ওই যুবক সেই সময় মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন ৷ তিনি প্রতিবাদও জানান ৷ এরপর মহিলা বারাবনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে শুক্রবার গ্রেফতার করেছে ৷ শনিবার আসানসোল আদালতে তোলা হলে, অভিযুক্ত যুবককে তিনদিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে ৷ জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বারাবনির কাশীডাঙা এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, মহিলা বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ৷ সেই সময় অভিযুক্ত যুবক সেখান দিয়ে যাচ্ছিলেন ৷ মহিলা অভিযোগ করেছেন, যুবক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন ৷ তিনি প্রতিবাদ করায়, পাল্টা কটূক্তি করেছেন ৷ মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ মহিলার প্রতি যুবকের পূর্ব কোনও আক্রোশ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
যদিও, সব অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত যুবকের পরিবার ৷ তাঁর পরিবারের দাবি, মিথ্যে অভিযোগে তাঁকে ফাঁসানো হয়েছে ৷ ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ৷