ETV Bharat / state

ঋণ পরিশোধ নিয়ে অশান্তির জেরে মাকে খুন ছেলের ! আহত আরও 4

বেসরকারি ব্যাংকের ঋণের টাকা শোধ করা নিয়ে পারিবারিক অশান্তি হয় ৷ আর তার জেরে মাকে মাথা আঘাত করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে ৷

YOUTH MURDERS MOTHER
প্রতীকী ছবি ৷ (ইটিভি ভারত গ্রাফিক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2024, 12:10 PM IST

নবগ্রাম (মুর্শিদাবাদ), 11 অক্টোবর: মহাসপ্তমীর বিকেলে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের নবগ্রাম ৷ ব্যাংকের ঋণ পরিশোধ করতে বলায় মাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ এমনকি তাঁকে বাধা দিতে গেলে পরিবারের আরও চার সদস্যের উপর হামলা চালান অভিযুক্ত ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের পাঁচগ্রাম এলাকার ঘোষ পাড়ার বাসিন্দা বছর ছত্রিশের বাণী ঘোষ ৷ তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৷ ছেলে শুকদেব ঘোষকে সেই ঋণের কিস্তি পরিশোধ করতে বলেছিলেন বাণী ঘোষ ৷ তা নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো মা ও ছেলের মধ্যে ৷ তেমনই সপ্তমীর বিকেলে ছেলের কাছে ঋণের কিস্তির টাকা চেয়েছিলেন তিনি ৷

ঋণ পরিশোধ নিয়ে অশান্তির জেরে মাকে খুনে অভিযুক্ত ছেলে ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, সেই নিয়ে মায়ের সঙ্গে বচসায় জড়ান শুকদেব ৷ অশান্তি চরমে উঠলে ঘরের একপাশে রাখা কোদাল দিয়ে বাণী ঘোষের মাথায় আঘাত করেন অভিযুক্ত যুবক ৷ সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাণী ঘোষ ৷ বিষয়টি দেখে মহিলার দেওর এবং তাঁর স্ত্রী বাধা দিতে আসেন ৷ অভিযোগ, তাঁদের উপরেও হামলা চালান অভিযুক্ত শুকদেব ৷ পরিবারের আরও দুই সদস্যকেও আহত করেন তিনি ৷ এরপর সেখান থেকে পালিয়ে যান ৷

বাড়ি থেকে বেরনোর আগে, গোয়ালে বাঁধা গরুগুলিকেও নাকি ছেড়ে দেন তিনি ৷ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছান ৷ তাঁরা দেখেন ততক্ষণে আহতরা সকলেই জ্ঞান হারিয়েছেন ৷ প্রতিবেশীরাই সকলকে উদ্ধার করে স্থানীয় নবগ্রাম হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই বাণী ঘোষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ বাকিদের চিকিৎসার পর জ্ঞান ফেরে ৷ এরপর আহত চারজনকেই বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পুলিশ বাণী ঘোষের দেহ নিজেদের হেফাজতে নিয়েছে ময়না তদন্তের জন্য ৷ পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে ৷ আহতদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ তবে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শুকদেব ঘোষ ৷

নবগ্রাম (মুর্শিদাবাদ), 11 অক্টোবর: মহাসপ্তমীর বিকেলে মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের নবগ্রাম ৷ ব্যাংকের ঋণ পরিশোধ করতে বলায় মাকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ এমনকি তাঁকে বাধা দিতে গেলে পরিবারের আরও চার সদস্যের উপর হামলা চালান অভিযুক্ত ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের পাঁচগ্রাম এলাকার ঘোষ পাড়ার বাসিন্দা বছর ছত্রিশের বাণী ঘোষ ৷ তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন ৷ ছেলে শুকদেব ঘোষকে সেই ঋণের কিস্তি পরিশোধ করতে বলেছিলেন বাণী ঘোষ ৷ তা নিয়ে প্রায়ই কথা কাটাকাটি হতো মা ও ছেলের মধ্যে ৷ তেমনই সপ্তমীর বিকেলে ছেলের কাছে ঋণের কিস্তির টাকা চেয়েছিলেন তিনি ৷

ঋণ পরিশোধ নিয়ে অশান্তির জেরে মাকে খুনে অভিযুক্ত ছেলে ৷ (ইটিভি ভারত)

অভিযোগ, সেই নিয়ে মায়ের সঙ্গে বচসায় জড়ান শুকদেব ৷ অশান্তি চরমে উঠলে ঘরের একপাশে রাখা কোদাল দিয়ে বাণী ঘোষের মাথায় আঘাত করেন অভিযুক্ত যুবক ৷ সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাণী ঘোষ ৷ বিষয়টি দেখে মহিলার দেওর এবং তাঁর স্ত্রী বাধা দিতে আসেন ৷ অভিযোগ, তাঁদের উপরেও হামলা চালান অভিযুক্ত শুকদেব ৷ পরিবারের আরও দুই সদস্যকেও আহত করেন তিনি ৷ এরপর সেখান থেকে পালিয়ে যান ৷

বাড়ি থেকে বেরনোর আগে, গোয়ালে বাঁধা গরুগুলিকেও নাকি ছেড়ে দেন তিনি ৷ বাড়ি থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছান ৷ তাঁরা দেখেন ততক্ষণে আহতরা সকলেই জ্ঞান হারিয়েছেন ৷ প্রতিবেশীরাই সকলকে উদ্ধার করে স্থানীয় নবগ্রাম হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানেই বাণী ঘোষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷ বাকিদের চিকিৎসার পর জ্ঞান ফেরে ৷ এরপর আহত চারজনকেই বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ পুলিশ বাণী ঘোষের দেহ নিজেদের হেফাজতে নিয়েছে ময়না তদন্তের জন্য ৷ পরিবারের বাকি সদস্যদের জিজ্ঞসাবাদ করা হচ্ছে ৷ আহতদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা ৷ তবে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শুকদেব ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.