ETV Bharat / state

মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, দোষীদের শাস্তির দাবিতে পথ অবরোধ - YOUTH KILLED IN MALDA

Youth Killed in Malda: বাড়ি নিকটেই উদ্ধার যুবকের ক্ষতবিক্ষত দেহ ৷ পুরনো বিবাদের জেরে খুন বলে সন্দেহ পরিবারের ৷ অভিযুক্তদের গ্রেফতারেরর দাবিতে পথ অবরোধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের ৷

Youth Murder in Malda
মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 3:09 PM IST

Updated : Apr 2, 2024, 2:28 PM IST

মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

মালদা, 1এপ্রিল: বাড়ি থেকে অনতিদূরে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদায় ৷ সোমবার পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম তাপস দাস (30) ৷ প্রাথমিকভাবে যুবকের মায়ের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ৷

জানা গিয়েছে, নিহত যুবক তাপস দাস মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেমেয়ের সঙ্গে থাকতেন ৷ স্থানীয় সূত্রে খবর, তাপস সুদের ব্যবসা করতেন ৷ পুলিশের সঙ্গেও তাঁর বেশ ভালো যোগাযোগ ছিল বলে দাবি ৷ পুলিশের ইনফর্মার হিসাবেও তিনি কাজ করতেন বলে জানিয়েছেন এলাকাবাসীদের একাংশ ৷ ঘটনা প্রসঙ্গে নিহতের বাবা তুলসী দাস জানান, এদিন সকালেও তিনি ছেলেকে দেখেছেন ৷ তাঁর সঙ্গে কথাও বলেছেন ৷ তিনি বলেন, "আজ সকাল ছ’টা নাগাদ শেষবার ছেলেকে দেখেছি ৷ আমি বাজার থেকে জল নিয়ে ঘরে এসেছিলাম ৷ তখন নাতনিতে নিয়ে ঘুরে এসে ছেলে ঘরে ফিরেছিল ৷ তখনই ছেলেকে শেষবার দেখি ৷ যারা আমার ছেলেকে এভাবে খুন করেছে তাদের ফাঁসির দাবি করছি ৷ এই কাজ পাড়ার লোকজনই করেছে ৷ তবে আমি কাউকে খুন করতে দেখিনি ৷ তাই কারও নাম বলতে পারব না ৷"

নিহতের মা সুধা দাসেরও একই দাবি ৷ সুধা দাস বলেন, "হোলির কিছুদিন আগে পাড়ারই কয়েকজন আমার ভাগ্নেকে ছুরি মেরেছিল ৷ সেই সময় আমার ছেলে তাপসও প্রতিবাদ করে ৷ ঘটনায় এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় ৷ অভিযুক্তরা আমার ছেলেকে দায়ী করে ৷ ওরাই আমার ছেলেকে খুন করেছে ৷ কয়েকদিন আগে ছেলের শ্বশুরকে ওরা ফোন করে খুনের হুমকিও দিয়েছিল ৷ আমি ওদের নাম জানি ৷ কিন্তু এখন বলব না ৷ ওরা নিজেরা খুন না-করলেও লোককে দিয়ে করিয়েছে ৷ আমি চাই ওদের ফাঁসি হোক ৷"

তাঁর কথার রেশ টেনেই স্থানীয় বাসিন্দা নিতাই হালদার জানান, এলাকারই ছেলে খুন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখছি ৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা ৷ প্রশাসনের কাছে আবেদন খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

আরও পড়ুন:

  1. বৃদ্ধ বাবার গায়ে থুতু ছেটানোর অভিযোগ, প্রতিবাদে ভাইয়ের হাতে খুন দাদা-বৌদি
  2. সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি
  3. বউবাজারে ফুটপাতবাসীকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত

মালদায় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

মালদা, 1এপ্রিল: বাড়ি থেকে অনতিদূরে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরাতন মালদায় ৷ সোমবার পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছাতিয়ান মোড় এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম তাপস দাস (30) ৷ প্রাথমিকভাবে যুবকের মায়ের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই তাঁর ছেলেকে খুন করা হয়েছে ৷ দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তির দাবিতে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন মৃতের পরিবারের সদস্য ও এলাকাবাসীরা ৷

জানা গিয়েছে, নিহত যুবক তাপস দাস মা-বাবা, স্ত্রী ও দুই ছেলেমেয়ের সঙ্গে থাকতেন ৷ স্থানীয় সূত্রে খবর, তাপস সুদের ব্যবসা করতেন ৷ পুলিশের সঙ্গেও তাঁর বেশ ভালো যোগাযোগ ছিল বলে দাবি ৷ পুলিশের ইনফর্মার হিসাবেও তিনি কাজ করতেন বলে জানিয়েছেন এলাকাবাসীদের একাংশ ৷ ঘটনা প্রসঙ্গে নিহতের বাবা তুলসী দাস জানান, এদিন সকালেও তিনি ছেলেকে দেখেছেন ৷ তাঁর সঙ্গে কথাও বলেছেন ৷ তিনি বলেন, "আজ সকাল ছ’টা নাগাদ শেষবার ছেলেকে দেখেছি ৷ আমি বাজার থেকে জল নিয়ে ঘরে এসেছিলাম ৷ তখন নাতনিতে নিয়ে ঘুরে এসে ছেলে ঘরে ফিরেছিল ৷ তখনই ছেলেকে শেষবার দেখি ৷ যারা আমার ছেলেকে এভাবে খুন করেছে তাদের ফাঁসির দাবি করছি ৷ এই কাজ পাড়ার লোকজনই করেছে ৷ তবে আমি কাউকে খুন করতে দেখিনি ৷ তাই কারও নাম বলতে পারব না ৷"

নিহতের মা সুধা দাসেরও একই দাবি ৷ সুধা দাস বলেন, "হোলির কিছুদিন আগে পাড়ারই কয়েকজন আমার ভাগ্নেকে ছুরি মেরেছিল ৷ সেই সময় আমার ছেলে তাপসও প্রতিবাদ করে ৷ ঘটনায় এলাকার কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় ৷ অভিযুক্তরা আমার ছেলেকে দায়ী করে ৷ ওরাই আমার ছেলেকে খুন করেছে ৷ কয়েকদিন আগে ছেলের শ্বশুরকে ওরা ফোন করে খুনের হুমকিও দিয়েছিল ৷ আমি ওদের নাম জানি ৷ কিন্তু এখন বলব না ৷ ওরা নিজেরা খুন না-করলেও লোককে দিয়ে করিয়েছে ৷ আমি চাই ওদের ফাঁসি হোক ৷"

তাঁর কথার রেশ টেনেই স্থানীয় বাসিন্দা নিতাই হালদার জানান, এলাকারই ছেলে খুন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখছি ৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা ৷ প্রশাসনের কাছে আবেদন খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক ৷

মালদা থানার পুলিশ জানিয়েছে, আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷ তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷

আরও পড়ুন:

  1. বৃদ্ধ বাবার গায়ে থুতু ছেটানোর অভিযোগ, প্রতিবাদে ভাইয়ের হাতে খুন দাদা-বৌদি
  2. সল্টলেকে স্ত্রীকে খুন করে আত্মহত্যার চেষ্টা চিকিৎসকের, সুইসাইড নোটে স্বীকারোক্তি
  3. বউবাজারে ফুটপাতবাসীকে ভারী পাথর দিয়ে থেঁতলে খুন, গ্রেফতার মূল অভিযুক্ত
Last Updated : Apr 2, 2024, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.