ETV Bharat / state

বিদেশে প্রতারিত, অবশেষে ঘরে ফিরলেন ডুয়ার্সের যুবতী; সৌজন্যে বিদেশমন্ত্রী ও রাজু বিস্তা - জয় শঙ্কর

Raju Bista: তরাই-ডুয়ার্স থেকে প্রতি বছর বহু যুবক-যুবতী কর্মসূত্রে মধ্য প্রাচ্যের দেশগুলিতে পাড়ি দেয় । কিন্তু তাদের মধ্যে অনেকেই বিদেশে প্রতারণার শিকার হয়। অনেকেরই আবার পাসপোর্ট, ভিসা-সহ গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করে তাদের আটেক রাখে স্থানীয় সংস্থাগুলি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 11:56 AM IST

Updated : Feb 3, 2024, 2:14 PM IST

শিলিগুড়ি, 3 ফেব্রুয়ারি: বিদেশে কাজে গিয়ে প্রতারণার ডুয়ার্সের শিকার যুবতী ৷ কেন্দ্রীয় সরকারের সহায়তায় ঘরে ফিরেছেন তিনি ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সহায়তায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ বাড়ি ফিরতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সাংসদ রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়েছে যুবতীর পরিবার।

ডুয়ার্সের মাদারিহাটের খয়েরবাড়ি বাসিন্দা পূর্ণিমা লামা ৷ দু'বছর আগে কাজের সূত্রে ওমানে গিয়েছিলেন । কিছুদিন কাজের পর ওই সংস্থাটি তাঁকে কাজ থেকে বহিষ্কার করে দেয় ৷ সেখানের মাসকোটের সুলতানেটে পৌঁছতেই তিনি প্রতারণার শিকার হন ৷ অভিযোগ, সেখানকার এক সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে সংশ্লিষ্ট এজেন্ট তাঁর কাছ থেকে ভিসা, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড-সহ অন্যান্য নথি বাজেয়াপ্ত করে নেওয়া হয় । বাড়ির লোক-জন চেষ্টা করলেও ওই যুবতীকে দেশে ফেরাতে পারেননি । এরপর 23 ডিসেম্বর ওই যুবতীর পরিবার সাংসদ রাজু বিস্তাকে গোটা বিষয়টি জানান।

এই বিষয়টি জানতে পারেই সাংসদ রাজু বিস্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লিখিতভাবে ওই যুবতীকে ফিরিয়ে আনার কথা বলেন । সেই আবেদন পাওয়ামাত্র ভারতের বিদেশমন্ত্রক ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সাংসদ রাজু বিস্তা ওমানের ভারতের রাষ্ট্রদূত অমিত নারংয়ের সঙ্গে যোগাযোগ করেন ৷ গোটা বিষয়টি তদন্ত করে যুবতীকে ফেরত পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ প্রায় দেড় মাস পর যুবতীকে উদ্ধার করে ভারতীয় দূতাবাস।

31 জানুয়ারি পূর্ণিমাকে ওমান থেকে প্রথমে মুম্বই ও তারপর 2 ফেব্রুয়ারি মুম্বই থেকে তাঁকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় । স্থানীয় প্রশাসনের তৎপরতায় বাড়িতে পৌঁছয় ওই যুবতী ৷ এই প্রসঙ্গেই সাংসদ রাজু বিস্তা বলেন, "আমার কাছে যুবতীর পরিবারের কাছে থেকে ঘটনাটি জানতে পেরেছি ৷ দ্রুত বিদেশমন্ত্রকের সাহায্য নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে সমস্ত ঘটনাটি জানাই । তাঁরা পদক্ষেপ করে ওই যুবতীকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠিয়েছেন ।"

আরও পড়ুন:

  1. 100 টাকার বেশি নেপালি সামগ্রী কিনলেই কর! বৈঠক দার্জিলিংঙের সাংসদ রাজু বিস্তার
  2. দিল্লিতে আজ এনডিএ জোট বৈঠক, আমন্ত্রিত সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ
  3. দার্জিলিংয়ে বিজেপি বিরোধী পোস্টার, রাজু বিস্তা ও নিরজ জিম্বার পদত্যাগ দাবি

শিলিগুড়ি, 3 ফেব্রুয়ারি: বিদেশে কাজে গিয়ে প্রতারণার ডুয়ার্সের শিকার যুবতী ৷ কেন্দ্রীয় সরকারের সহায়তায় ঘরে ফিরেছেন তিনি ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার সহায়তায় তাঁকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷ বাড়ি ফিরতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সাংসদ রাজু বিস্তাকে ধন্যবাদ জানিয়েছে যুবতীর পরিবার।

ডুয়ার্সের মাদারিহাটের খয়েরবাড়ি বাসিন্দা পূর্ণিমা লামা ৷ দু'বছর আগে কাজের সূত্রে ওমানে গিয়েছিলেন । কিছুদিন কাজের পর ওই সংস্থাটি তাঁকে কাজ থেকে বহিষ্কার করে দেয় ৷ সেখানের মাসকোটের সুলতানেটে পৌঁছতেই তিনি প্রতারণার শিকার হন ৷ অভিযোগ, সেখানকার এক সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করে সংশ্লিষ্ট এজেন্ট তাঁর কাছ থেকে ভিসা, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড-সহ অন্যান্য নথি বাজেয়াপ্ত করে নেওয়া হয় । বাড়ির লোক-জন চেষ্টা করলেও ওই যুবতীকে দেশে ফেরাতে পারেননি । এরপর 23 ডিসেম্বর ওই যুবতীর পরিবার সাংসদ রাজু বিস্তাকে গোটা বিষয়টি জানান।

এই বিষয়টি জানতে পারেই সাংসদ রাজু বিস্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লিখিতভাবে ওই যুবতীকে ফিরিয়ে আনার কথা বলেন । সেই আবেদন পাওয়ামাত্র ভারতের বিদেশমন্ত্রক ওমানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও সাংসদ রাজু বিস্তা ওমানের ভারতের রাষ্ট্রদূত অমিত নারংয়ের সঙ্গে যোগাযোগ করেন ৷ গোটা বিষয়টি তদন্ত করে যুবতীকে ফেরত পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ প্রায় দেড় মাস পর যুবতীকে উদ্ধার করে ভারতীয় দূতাবাস।

31 জানুয়ারি পূর্ণিমাকে ওমান থেকে প্রথমে মুম্বই ও তারপর 2 ফেব্রুয়ারি মুম্বই থেকে তাঁকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয় । স্থানীয় প্রশাসনের তৎপরতায় বাড়িতে পৌঁছয় ওই যুবতী ৷ এই প্রসঙ্গেই সাংসদ রাজু বিস্তা বলেন, "আমার কাছে যুবতীর পরিবারের কাছে থেকে ঘটনাটি জানতে পেরেছি ৷ দ্রুত বিদেশমন্ত্রকের সাহায্য নিই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে সমস্ত ঘটনাটি জানাই । তাঁরা পদক্ষেপ করে ওই যুবতীকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠিয়েছেন ।"

আরও পড়ুন:

  1. 100 টাকার বেশি নেপালি সামগ্রী কিনলেই কর! বৈঠক দার্জিলিংঙের সাংসদ রাজু বিস্তার
  2. দিল্লিতে আজ এনডিএ জোট বৈঠক, আমন্ত্রিত সুভাষ ঘিসিংয়ের জিএনএলএফ
  3. দার্জিলিংয়ে বিজেপি বিরোধী পোস্টার, রাজু বিস্তা ও নিরজ জিম্বার পদত্যাগ দাবি
Last Updated : Feb 3, 2024, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.