ETV Bharat / state

শিয়ালদা স্টেশনের কাছে দুষ্কৃতী-তাণ্ডব ! যুবককে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরির কোপ - KNIFE ATTACK IN KOLKATA

দিনের আলো ফুটতেই দুষ্কৃতী-তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিয়ালদা স্টেশন সংলগ্ন ব্যাস্ত এলাকায় ৷ এক যুবককে রাস্তায় ফেলে ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটল ৷

Young man stabbed
যুবককে প্রকাশ্যে এলোপাথাড়ি ছুরির কোপ ! --প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 10:27 AM IST

কলকাতা, 29 অক্টোবর: খাস কলকাতা ফের বেআব্রু নাগরিকের নিরাপত্তা ! ভোরের আলো ফুটতে না ফুটতেই শিয়ালদা স্টেশনের কাছে এক যুবককে রাস্তায় ফেলে ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটল ৷ যুবকের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে।

এরপর ছুরিকাঘাতে রক্তাক্ত ওই যুবককে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আক্রান্তের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার ফলে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনার তদন্ত নেমে আমরা রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে ।"

Young man stabbed
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। (ইটিভি ভারত)

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের কাছে কাইজার স্ত্রিটে ইমরান নামে এক বছর ছাব্বিশের যুবক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন । আচমকাই দুটি বাইকে চেপে সেখানে আসে চার যুবক। কিছু বোঝার আগেই ইমরানকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে ওই চারজন। এর পরে এক যুবক পকেট থেকে একটি ছুরি বের করে ইমরানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে । তবে ভোরের দিকে শিয়লদা স্টেশন চত্বরে একাধিক লোকজন থাকায় স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসেন। তাতেই বাইক নিয়ে চম্পট দেয় ওই চার দুষ্কৃতী। এরপরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ এসে আক্রান্তকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রের খবর, ইমরানের হাতে পিঠে বুকে ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনার প্রাথমিক তফন্তে নেমে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। সিসিটিভি দেখে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, যে বাইকে চড়ে ওই চার দুষ্কৃতী সেখানে এসেছিল, সেই বাইকের নম্বর দেখেও অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
ঘুমন্ত যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য ভদ্রেশ্বরে
বাস কন্ডাক্টরকে ছুরির কোপ যাত্রীর, গ্রেফতার যুবক

কলকাতা, 29 অক্টোবর: খাস কলকাতা ফের বেআব্রু নাগরিকের নিরাপত্তা ! ভোরের আলো ফুটতে না ফুটতেই শিয়ালদা স্টেশনের কাছে এক যুবককে রাস্তায় ফেলে ছুরি দিয়ে কোপানোর ঘটনা ঘটল ৷ যুবকের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল চার দুষ্কৃতীর বিরুদ্ধে।

এরপর ছুরিকাঘাতে রক্তাক্ত ওই যুবককে প্রথমে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আক্রান্তের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ার ফলে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ঘটনার তদন্ত নেমে আমরা রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চলছে ।"

Young man stabbed
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। (ইটিভি ভারত)

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ শিয়ালদা স্টেশনের কাছে কাইজার স্ত্রিটে ইমরান নামে এক বছর ছাব্বিশের যুবক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন । আচমকাই দুটি বাইকে চেপে সেখানে আসে চার যুবক। কিছু বোঝার আগেই ইমরানকে রাস্তায় ফেলে মারধর করতে শুরু করে ওই চারজন। এর পরে এক যুবক পকেট থেকে একটি ছুরি বের করে ইমরানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে । তবে ভোরের দিকে শিয়লদা স্টেশন চত্বরে একাধিক লোকজন থাকায় স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসেন। তাতেই বাইক নিয়ে চম্পট দেয় ওই চার দুষ্কৃতী। এরপরে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ এসে আক্রান্তকে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্রের খবর, ইমরানের হাতে পিঠে বুকে ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ঘটনার প্রাথমিক তফন্তে নেমে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই হামলা। সিসিটিভি দেখে পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে। পাশাপাশি, যে বাইকে চড়ে ওই চার দুষ্কৃতী সেখানে এসেছিল, সেই বাইকের নম্বর দেখেও অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন
ঘুমন্ত যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুন, চাঞ্চল্য ভদ্রেশ্বরে
বাস কন্ডাক্টরকে ছুরির কোপ যাত্রীর, গ্রেফতার যুবক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.