ETV Bharat / state

তিন বছরের শিশুকন্যাকে লাড্ডুর লোভ দেখিয়ে ধর্ষণ ! গ্রেফতার অভিযুক্ত - Nadia Minor Rape Incident - NADIA MINOR RAPE INCIDENT

Child Raped in Nadia: দাদু-ঠাকুমার অবর্তমানে তিন বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ৷ নির্যাতিতার পরিবারকে ভয় দেখানোর অভিযোগ শাসকদলের একাংশের বিরুদ্ধে ৷

Child Raped
শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 3:42 PM IST

শান্তিপুর, 30 মে: তিন বছরের শিশুকন্যাকে লাড্ডুর লোভ দেখিয়ে আম বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 26 বছরের যুবক । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের ৷ শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারকে ভয় দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "অভিযুক্তকে বুধবার গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে । তাকে রানাঘাট আদালতে পেশ করা হবে ।"

জানা গিয়েছে, চলতি মাসের 26 তারিখ শান্তিপুর থানার অন্তর্গত একটি এলাকায় তিন বছরের ওই শিশু কন্যাকে প্রথমে লাড্ডুর লোভ দেখায় ওই অভিযুক্ত । অভিযোগ, এরপর শিশুটিকে পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাড়াটিয়া

পরিবার সূত্রে খবর, কর্মসূত্রে নির্যাতিতা শিশুর বাবা-মা ভিন রাজ্যে থাকেন । দাদু-ঠাকুমার কাছেই থাকে তিন বছরের শিশুটি । সে কারণে অনেক সময় ফাঁকা বাড়িতেই সে একাই থাকে। মূলত সেই সুযোগ নিয়েই অভিযুক্ত যুবক তাকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । পাশাপাশি এও অভিযোগ, বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রথমে ভয়ে শিশুটির পরিবার মুখ বুজে থাকলেও বিষয়টি জানাজানি হতে এলাকার বিভিন্ন মানুষের সাহায্যে তারা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে । পাশাপাশি ওই নাবালিকাকে প্রথমে নার্সিংহোম পরবর্তীকালে হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা করি । পরবর্তীকালে প্রশাসনকে আমরা বলি, যদি তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হয় তাহলে বড়সড়ো আন্দোলনে নামব। এরপরেই চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । অভিযুক্ত এলাকার বিভিন্ন তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ । তৃণমূলের ছত্রছায়াতেই এই অভিযুক্ত একাধিক কুকর্ম করে বেড়ায় এলাকায় ।" যদিও এই ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অভিযুক্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে আদতে কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন: সন্দেশখালিতে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা

শান্তিপুর, 30 মে: তিন বছরের শিশুকন্যাকে লাড্ডুর লোভ দেখিয়ে আম বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ৷ গ্রেফতার 26 বছরের যুবক । ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায় ৷ অভিযুক্ত শাসকদলের ঘনিষ্ঠ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশের ৷ শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারকে ভয় দেখানোর অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

এ বিষয়ে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, "অভিযুক্তকে বুধবার গ্রেফতার করা হয়েছে । তার বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে । তাকে রানাঘাট আদালতে পেশ করা হবে ।"

জানা গিয়েছে, চলতি মাসের 26 তারিখ শান্তিপুর থানার অন্তর্গত একটি এলাকায় তিন বছরের ওই শিশু কন্যাকে প্রথমে লাড্ডুর লোভ দেখায় ওই অভিযুক্ত । অভিযোগ, এরপর শিশুটিকে পাশের একটি আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক।

আরও পড়ুন: বিশেষভাবে সক্ষম শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ভাড়াটিয়া

পরিবার সূত্রে খবর, কর্মসূত্রে নির্যাতিতা শিশুর বাবা-মা ভিন রাজ্যে থাকেন । দাদু-ঠাকুমার কাছেই থাকে তিন বছরের শিশুটি । সে কারণে অনেক সময় ফাঁকা বাড়িতেই সে একাই থাকে। মূলত সেই সুযোগ নিয়েই অভিযুক্ত যুবক তাকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ । পাশাপাশি এও অভিযোগ, বিষয়টি মিটিয়ে নিতে চাপ দেওয়া হয়।

আরও পড়ুন: স্কুল হস্টেলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, সিট গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রথমে ভয়ে শিশুটির পরিবার মুখ বুজে থাকলেও বিষয়টি জানাজানি হতে এলাকার বিভিন্ন মানুষের সাহায্যে তারা শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে । পাশাপাশি ওই নাবালিকাকে প্রথমে নার্সিংহোম পরবর্তীকালে হাসপাতালে ভরতি করা হয়েছে । ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক বিষয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে ।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী ৷ তিনি বলেন, "আমরা বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ ওই শিশুর চিকিৎসার ব্যবস্থা করি । পরবর্তীকালে প্রশাসনকে আমরা বলি, যদি তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার না হয় তাহলে বড়সড়ো আন্দোলনে নামব। এরপরেই চাপে পড়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে । অভিযুক্ত এলাকার বিভিন্ন তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ । তৃণমূলের ছত্রছায়াতেই এই অভিযুক্ত একাধিক কুকর্ম করে বেড়ায় এলাকায় ।" যদিও এই ঘটনায় তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । অভিযুক্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে আদতে কী ঘটনা ঘটেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ।

আরও পড়ুন: সন্দেশখালিতে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.