ETV Bharat / state

গায়ে ধাক্কা লাগা নিয়ে বচসা, যুবককে পিটিয়ে খুন পাণ্ডুয়ায় ! - Beaten to Death

Young Man Beaten to Death: ফের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ৷ এবার ঘটনাস্থল পাণ্ডুয়া ৷ বাইক নিয়ে যাওয়ার সময় গায়ে ধাক্কা লাগা নিয়ে বচসা ৷ তার জেরে গণপ্রহারে প্রাণ গেল যুবকের ৷

Young Man Beaten to Death
মনসা পুজোর মাঝে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 7:51 PM IST

পাণ্ডুয়া, 30 জুন: গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা ৷ তার জেরে পিটিয়ে খুনের অভিযোগ যুবককে ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার দ্বারবাসিনীতে । মৃতের নাম আশিস বাউল দাস (26) ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ ।

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পাণ্ডুয়ায় (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে আশিসকে মারধর করে বেশ কয়েকজন যুবক । তাতেই বুকে ও পেটে আঘাত লাগে তাঁর । রক্তবমি করতে থাকে আহত যুবক । চিকিৎসার জন্য তাঁকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল ও পরে কল্যাণী হয়ে কলকাতা নিয়ে যাওয়া হয় ৷ তবে পথেই মৃত্যু হয় আশিস বাউল দাসের ।

মৃত যুবকের দাদা দেবাশিস বাউল দাস বলেন, "বিশহরির মেলা দেখে ফেরার সময় দ্বারবাসিনি গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গণ্ডগোল চলছিল । সেই সময় ওখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল ভাই ৷ আশিসের সঙ্গে গায়ে ধাক্কা লাগে কয়েকজনের ৷ সেই নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা বাধে কিছু যুবকের । এরপরই ভাইকে বাইক থেকে নামিয়ে মারধর করে তারা । সেখানে ভাই যথেষ্ট আহত হয় । রাতে বাড়ি ফিরে বাবা ও পরিবারের লোককে বলে ঘটনাটি ।"

তাঁর দাবি, পরদিন পরিবারের সকলে মিলে সেদিনের ঘটনার প্রতিবাদ করতে গেলে বাবা ও আশিসকে ফের মারধর করা হয় । তাতেই আরও অবস্থার অবনতি হয় যুবকের । প্রথমে তাঁকে পাণ্ডুয়া হাসপাতাল নিয়ে যায় পরিবার ৷ পরে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয় । তবে সেখান থেকে পরিস্থিতি খারাপ হওয়ায় কল্যাণী বেসরকারি হাসপাতালে নিয়ে গেল ফিরিয়ে দেওয়া হয় আশিসকে । এরপর কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । আপাতত চুঁচুড়ায় ময়নাতদন্তের জন্য আনা হয়েছে আশিসের দেহ । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা ।

পাণ্ডুয়া, 30 জুন: গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে বচসা ৷ তার জেরে পিটিয়ে খুনের অভিযোগ যুবককে ৷ ঘটনাটি ঘটেছে পাণ্ডুয়ার দ্বারবাসিনীতে । মৃতের নাম আশিস বাউল দাস (26) ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ ।

যুবককে পিটিয়ে খুনের অভিযোগ পাণ্ডুয়ায় (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে আশিসকে মারধর করে বেশ কয়েকজন যুবক । তাতেই বুকে ও পেটে আঘাত লাগে তাঁর । রক্তবমি করতে থাকে আহত যুবক । চিকিৎসার জন্য তাঁকে প্রথমে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল ও পরে কল্যাণী হয়ে কলকাতা নিয়ে যাওয়া হয় ৷ তবে পথেই মৃত্যু হয় আশিস বাউল দাসের ।

মৃত যুবকের দাদা দেবাশিস বাউল দাস বলেন, "বিশহরির মেলা দেখে ফেরার সময় দ্বারবাসিনি গমুকপাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে গণ্ডগোল চলছিল । সেই সময় ওখান থেকে বাইক নিয়ে যাচ্ছিল ভাই ৷ আশিসের সঙ্গে গায়ে ধাক্কা লাগে কয়েকজনের ৷ সেই নিয়ে ভাইয়ের সঙ্গে বচসা বাধে কিছু যুবকের । এরপরই ভাইকে বাইক থেকে নামিয়ে মারধর করে তারা । সেখানে ভাই যথেষ্ট আহত হয় । রাতে বাড়ি ফিরে বাবা ও পরিবারের লোককে বলে ঘটনাটি ।"

তাঁর দাবি, পরদিন পরিবারের সকলে মিলে সেদিনের ঘটনার প্রতিবাদ করতে গেলে বাবা ও আশিসকে ফের মারধর করা হয় । তাতেই আরও অবস্থার অবনতি হয় যুবকের । প্রথমে তাঁকে পাণ্ডুয়া হাসপাতাল নিয়ে যায় পরিবার ৷ পরে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয় । তবে সেখান থেকে পরিস্থিতি খারাপ হওয়ায় কল্যাণী বেসরকারি হাসপাতালে নিয়ে গেল ফিরিয়ে দেওয়া হয় আশিসকে । এরপর কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয় । আপাতত চুঁচুড়ায় ময়নাতদন্তের জন্য আনা হয়েছে আশিসের দেহ । তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার ৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.