কলকাতা, 9 ডিসেম্বর: এবার আরও বিপাকে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু । নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করতে কোনও বাধাই কার্যত আর নেই সিবিআইয়ের ৷ কারণ, সোমবার বিচারভবনের আদালত মন্তব্য করেছে, সিবিআই চাইলে আজই সংশোধনাগারে গিয়ে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিতে পারবে ।
উল্লেখ্য, সোমবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিম্ন আদালতে হাজির করানোর কথা ছিল । কিন্তু আচমকাই কালীঘাটের ‘কাকু’ অসুস্থ বোধ করেন । জানা গিয়েছে, তিনি এখনও সংশোধনাগারের হাসপাতালেই চিকিৎসাধীন । এদিন বিষয়টি বিচারভবনের আদালতে জানানো হয় ৷
তার পরই সিবিআই-কে বিচারক প্রশ্ন করেন, তারা কেন সংশোধনাগারে গিয়ে কালীঘাটের কাকুকে গ্রেফতার করছে না ? বিচারক জানান, সিবিআই চাইলে জেলে গিয়ে চাইলে সোমবারই হেফাজতে নিতে পারবে সুজয়কৃষ্ণ ভদ্রকে ৷ ফলে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে আজই কি কালীঘাটের কাকুকে নতুন করে গ্রেফতার করবে সিবিআই ? যদিও সিবিআইয়ের তরফে এই বিষয় স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে এখনও জেলেই রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ এই মামলায় পরে আরও অনেককে গ্রেফতার করা হয় ৷ ইডি গ্রেফতার করেছিল সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে ৷ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন বলে অভিযোগ ৷ সেই কারণে ইডি বা সিবিআই বরাবর কালীঘাটের কাকুকে প্রভাবশালী বলে দাবি করেছে ।
ইডি তাঁকে গ্রেফতার করার সময়ও এমন টানাপোড়েন হয়েছিল ৷ এমনকী তাঁর গলার স্বর পরীক্ষা নিয়েও আইনি টানাপোড়েন কম হয়নি ৷ এবার তাঁকে সিবিআই হেফাজতে নেওয়া নিয়েও একই পরিস্থিতি তৈরি হয়েছে ৷