ETV Bharat / state

বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে 500 গ্রাম সোনা উদ্ধার বিএসএফের - বাংলাদেশি মহিলা

Bangladeshi Woman Detained: বাংলাদেশি মহিলার গোপনাঙ্গ থেকে প্রায় লক্ষাধিক টাকার সোনা উদ্ধার করল বিএসএফ ৷ কলকাতায় নিউ মার্কেটে সোনাগুলি পাচারের পরিকল্পনা ছিল বলে অভিযোগ ৷ এই চেষ্টাকে ব্যর্থ করে তার আগেই বনগাঁ থেকে পাকড়াও করা হয় মহিলাকে ৷

Bangladeshi Woman
গোপনাঙ্গ থেকে সোনা উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 3:56 PM IST

Updated : Feb 13, 2024, 4:27 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: বাংলাদেশি মহিলার গোপনাঙ্গে লুকনো 466.560 গ্রাম সোনা । কলকাতায় নিউ মার্কেট পৌঁছনোর আগেই পেট্রাপোল সীমান্তে মহিলাকে পাকড়াও করল বিএসএফ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে । বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার মূল্য 29.36 লক্ষ টাকা । বাংলাদেশ থেকে ভারতে এই সোনা আনার চেষ্টা করছিলেন ওই মহিলা । ওই মহিলা-সহ সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফ মহিলা রক্ষীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে থামান । মহিলা গার্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাঁকে তল্লাশি করেন । তখন মেটাল ডিটেক্টর মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতির নির্দেশ করে । এরপর মহিলা জওয়ানরা ওই যাত্রীকে তল্লাশির জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে যান । পুরোপুরি তল্লাশির সময় চারটি সোনার বিস্কুট পাওয়া যায় । জওয়ানরা মহিলা যাত্রীকে সোনা-সহ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসেন ।

জানা গিয়েছে, ওই যাত্রীর নাম নাজনিন নাহার । তিনি বাংলাদেশের ঢাকা জেলার ভুঁইয়া পাড়া খিলগাঁওয়ের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানান, তিনি তাঁর জীবিকার জন্য ভারত থেকে চকোলেট, বিস্কুট ইত্যাদি ছোট ছোট জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যান । বেনাপোল বাজারে (বাংলাদেশ) আবিদুলের কাছ থেকে তিনি সোনা পেয়েছেন, যা কলকাতার নিউ মার্কেটের এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল তাঁর । সোনার চালান সফল করতে পারলে 6 হাজার টাকা পেতেন তিনি । কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফ চেকিংয়ের সময় তাঁকে সোনার বিস্কুট-সহ হাতেনাতে ধরে ফেলা হয় ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি শ্রী একে আর্য জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "চোরাকারবারীরা বারবার সোনা পাচারের চেষ্টা করে ৷ কিন্তু বিএসএফ সৈন্যরা ঘটনাস্থলেই তাদের পরিকল্পনা ভেস্তে দেয় । সীমান্তে বসবাসকারী লোকজন সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন । এ বিষয়ে 14419 নম্বরে জানাতে পারেন । এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর রয়েছে । 9903472227 নম্বরে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।"

অন্যদিকে বনগাঁ পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি টাকা পাচারের চেষ্টায় আটক এক ভারতীয় নাগরিক ৷ ব্যক্তির নাম উত্তম দে ৷ তাঁর কাছ থেকে সাড়ে তিন লক্ষ বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে ৷ এই টাকাগুলি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন তিনি ৷ সে সময় বিএসএফ জওয়ানরা তাঁকে হাতেনাতে পাকড়াও করেন ৷

আরও পড়ুন:

  1. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
  2. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট
  3. যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা

কলকাতা, 13 ফেব্রুয়ারি: বাংলাদেশি মহিলার গোপনাঙ্গে লুকনো 466.560 গ্রাম সোনা । কলকাতায় নিউ মার্কেট পৌঁছনোর আগেই পেট্রাপোল সীমান্তে মহিলাকে পাকড়াও করল বিএসএফ । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উত্তর 24 পরগনার বনগাঁ পেট্রাপোল সীমান্তে । বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার মূল্য 29.36 লক্ষ টাকা । বাংলাদেশ থেকে ভারতে এই সোনা আনার চেষ্টা করছিলেন ওই মহিলা । ওই মহিলা-সহ সোনা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস অফিস পেট্রাপোলে হস্তান্তর করা হয়েছে ।

আইসিপি পেট্রাপোলের প্যাসেঞ্জার টার্মিনালে ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণরত যাত্রীদের রুটিন চেকিংয়ের সময় বিএসএফ মহিলা রক্ষীরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী এক সন্দেহভাজন মহিলা যাত্রীকে থামান । মহিলা গার্ড মেটাল ডিটেক্টর (এইচএইচএমডি) দিয়ে তাঁকে তল্লাশি করেন । তখন মেটাল ডিটেক্টর মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতির নির্দেশ করে । এরপর মহিলা জওয়ানরা ওই যাত্রীকে তল্লাশির জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে যান । পুরোপুরি তল্লাশির সময় চারটি সোনার বিস্কুট পাওয়া যায় । জওয়ানরা মহিলা যাত্রীকে সোনা-সহ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসেন ।

জানা গিয়েছে, ওই যাত্রীর নাম নাজনিন নাহার । তিনি বাংলাদেশের ঢাকা জেলার ভুঁইয়া পাড়া খিলগাঁওয়ের বাসিন্দা । জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানান, তিনি তাঁর জীবিকার জন্য ভারত থেকে চকোলেট, বিস্কুট ইত্যাদি ছোট ছোট জিনিসপত্র বাংলাদেশে নিয়ে যান । বেনাপোল বাজারে (বাংলাদেশ) আবিদুলের কাছ থেকে তিনি সোনা পেয়েছেন, যা কলকাতার নিউ মার্কেটের এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল তাঁর । সোনার চালান সফল করতে পারলে 6 হাজার টাকা পেতেন তিনি । কিন্তু আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় বিএসএফ চেকিংয়ের সময় তাঁকে সোনার বিস্কুট-সহ হাতেনাতে ধরে ফেলা হয় ।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক ডিআইজি শ্রী একে আর্য জওয়ানদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন । তিনি বলেন, "চোরাকারবারীরা বারবার সোনা পাচারের চেষ্টা করে ৷ কিন্তু বিএসএফ সৈন্যরা ঘটনাস্থলেই তাদের পরিকল্পনা ভেস্তে দেয় । সীমান্তে বসবাসকারী লোকজন সোনা চোরাচালান সংক্রান্ত কোনও তথ্য পেলে বিএসএফ-এর সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন । এ বিষয়ে 14419 নম্বরে জানাতে পারেন । এ ছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর রয়েছে । 9903472227 নম্বরে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজও পাঠানো যাবে । সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের পরিমাণ দেওয়া হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে ।"

অন্যদিকে বনগাঁ পেট্রাপোল সীমান্তে বাংলাদেশি টাকা পাচারের চেষ্টায় আটক এক ভারতীয় নাগরিক ৷ ব্যক্তির নাম উত্তম দে ৷ তাঁর কাছ থেকে সাড়ে তিন লক্ষ বাংলাদেশি টাকা পাওয়া গিয়েছে ৷ এই টাকাগুলি নিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন তিনি ৷ সে সময় বিএসএফ জওয়ানরা তাঁকে হাতেনাতে পাকড়াও করেন ৷

আরও পড়ুন:

  1. সীমান্ত থেকে দেড় কোটির 22টি সোনার বিস্কুট-সহ ধৃত মহিলা পাচারকারী
  2. সীমান্তরক্ষীবাহিনীর তৎপরতায় উদ্ধার প্রায় 75 লক্ষের সোনার বাট
  3. যৌনাঙ্গে লুকানো প্রায় 30 লাখের সোনা, বিএসএফের হাতে পাকড়াও বাংলাদেশী মহিলা
Last Updated : Feb 13, 2024, 4:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.