ETV Bharat / state

25 দিনের কন্যাকে কুয়োয় ফেলে দিলেন মা ! তারপর... - WOMAN THROWS DAUGHTER INTO WELL

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Woman Kills Daughter: শিলিগুড়িতে নিজের 25 দিনের শিশুকন্যাকে কুয়োয় ফেলে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে ৷ অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে দাবি পরিবারের ৷ পুলিশ মহিলাকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ৷

Mother Kills Daughter
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর: 25 দিনের কন্যাসন্তানকে কুয়োতে ছুড়ে ফেলে দিলেন জন্মদাত্রী মা ৷ এমনটাই মঙ্গলবার অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরনিগমের 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় । ঘটনার পর ওই মহিলাকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ । পরিবার ও এলাকাবাসীর অবশ্য দাবি, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্তের নাম অষ্টমী গোস্বামী ৷

শিশুকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বাড়িতে শিশুকন্যার বাবা ঘুমিয়ে ছিলেন । অভিযোগ, সেই সুযোগে এ দিন সকালে নিজের কন্যাকে কুয়োয় ফেলে দেন মা । কিন্তু প্রতিবেশী এক মহিলা তাঁকে এই কাজ করতে দেখে ফেলেন । প্রতিবেশী মহিলা চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন । এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে ।

পুলিশ ও দমকল পৌঁছনোর আগে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয় কিছু যুবক । কুয়োটি অনেক গভীরে থাকার জন্য তাঁদের পক্ষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । এরপর দমকল বিভাগের কর্মীরা পৌঁছে কুয়োর জল বের করে শিশুটিকে উদ্ধার করেন । তবে শিশুটিকে বাঁচানো যায়নি । পরে দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।

দমকলকর্মী শঙ্কর সেনের কথায়, "25 দিনের বাচ্চা কুয়োয় পড়ে গিয়েছে বলে আমাদের কাছে খবর যায় ৷ সেই অনুযায়ী আমরা ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব এসে পৌঁছই ৷ 25 থেকে 30 ফুট কুয়োয় জল ছিল ৷ পাম্প দিয়ে কুয়োর জল শুকিয়ে শিশুটি উদ্ধার করেছি ৷ এতক্ষণ জলে ঢুবে থাকায় শিশুটির দেহে প্রাণের সন্ধান মেলেনি ৷"

স্থানীয় প্রতিবেশী যুবক বলেন, "শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন । গত কয়েকদিন ধরে শিশু কন্যাটিকে ফেলে দেওয়ার কথা বলছিলেন । তবে পরিবারের সদস্যরা নজরে রাখছিল । কিন্তু আজ সকালে তাঁর স্বামী নয়ন গোস্বামী গাড়ি চালিয়ে বাড়িতে এসে শুয়ে ছিলেন । ঠিক সেই সময় শিশুকন্যাকে কুয়োতে ফেলে দেন । তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ ।"

শিলিগুড়ি, 24 সেপ্টেম্বর: 25 দিনের কন্যাসন্তানকে কুয়োতে ছুড়ে ফেলে দিলেন জন্মদাত্রী মা ৷ এমনটাই মঙ্গলবার অভিযোগ উঠেছে শিলিগুড়ি পুরনিগমের 38 নম্বর ওয়ার্ডের সুকান্তনগর এলাকায় । ঘটনার পর ওই মহিলাকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ । পরিবার ও এলাকাবাসীর অবশ্য দাবি, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ৷ অভিযুক্তের নাম অষ্টমী গোস্বামী ৷

শিশুকে কুয়োয় ফেলে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে (ইটিভি ভারত)

জানা গিয়েছে, বাড়িতে শিশুকন্যার বাবা ঘুমিয়ে ছিলেন । অভিযোগ, সেই সুযোগে এ দিন সকালে নিজের কন্যাকে কুয়োয় ফেলে দেন মা । কিন্তু প্রতিবেশী এক মহিলা তাঁকে এই কাজ করতে দেখে ফেলেন । প্রতিবেশী মহিলা চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসেন । এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে ।

পুলিশ ও দমকল পৌঁছনোর আগে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান স্থানীয় কিছু যুবক । কুয়োটি অনেক গভীরে থাকার জন্য তাঁদের পক্ষে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । এরপর দমকল বিভাগের কর্মীরা পৌঁছে কুয়োর জল বের করে শিশুটিকে উদ্ধার করেন । তবে শিশুটিকে বাঁচানো যায়নি । পরে দেহটি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ ।

দমকলকর্মী শঙ্কর সেনের কথায়, "25 দিনের বাচ্চা কুয়োয় পড়ে গিয়েছে বলে আমাদের কাছে খবর যায় ৷ সেই অনুযায়ী আমরা ঘটনাস্থলে যত দ্রুত সম্ভব এসে পৌঁছই ৷ 25 থেকে 30 ফুট কুয়োয় জল ছিল ৷ পাম্প দিয়ে কুয়োর জল শুকিয়ে শিশুটি উদ্ধার করেছি ৷ এতক্ষণ জলে ঢুবে থাকায় শিশুটির দেহে প্রাণের সন্ধান মেলেনি ৷"

স্থানীয় প্রতিবেশী যুবক বলেন, "শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন । গত কয়েকদিন ধরে শিশু কন্যাটিকে ফেলে দেওয়ার কথা বলছিলেন । তবে পরিবারের সদস্যরা নজরে রাখছিল । কিন্তু আজ সকালে তাঁর স্বামী নয়ন গোস্বামী গাড়ি চালিয়ে বাড়িতে এসে শুয়ে ছিলেন । ঠিক সেই সময় শিশুকন্যাকে কুয়োতে ফেলে দেন । তবে এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখবে পুলিশ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.