ETV Bharat / state

মালদায় 60 পিংক বুথ, 5 মডেল বুথে থিম আম-রেশম শিল্প - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Pink booths in Malda: মালদা জেলাজুড়ে পিংক বুথের সংখ্যা 60টি ৷ সেই নিয়ে উৎসাহ তুঙ্গে মহিলা ভোটকর্মীদের ৷ বুথে পুলিশকর্মীরাও থাকবেন মহিলা ৷

ETV BHARAT
পিংক বুথ ঘিরে উৎসাহ তুঙ্গে মহিলা ভোটকর্মীদের (ছবি: নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 6:55 PM IST

পিংক বুথ ঘিরে উৎসাহ তুঙ্গে মহিলা ভোটকর্মীদের (ইটিভি ভারত)

মালদা, 6মে: মালদা জেলাজুড়ে 60টি পিংক বুথ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । এই বুথগুলির পরিচালনার দায়িত্বে থাকছেন মহিলা ভোটকর্মীরা । পুলিশকর্মীও থাকছেন মহিলা । নতুন মহিলা ভোটকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ । তৃতীয় দফার ভোটগ্রহণের আগে সবাই রওনা দিলেন ভোটকেন্দ্রের দিকে ৷ এছাড়াও মালদায় পাঁচটি মডেল বুথে থিম জেলার আম ও রেশম শিল্প ৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে মোট পাঁচটি মডেল বুথ করা হয়েছে । এই বুথগুলিতে মালদার আম ও রেশম শিল্পকে তুলে ধরা হচ্ছে । উত্তর মালদা লোকসভা কেন্দ্রে 33টি মহিলা পরিচালিত বুথ থাকছে । দক্ষিণ মালদায় 27টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে ।

আজ পুরুষ ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করার পর মহিলা ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করা হয় । দুপুর তিনটের সময় মহিলা ভোটকর্মীদের ডিসিআরসিতে আসতে বলা হলেও প্রায় বেশিরভাগ মহিলা দুপুরের আগেই ডিসিআরসিতে পৌঁছে যান । গাড়ি খুঁজে পাওয়ার সমস্যা ভুলে প্রথম ভোট নিতে যাওয়ার আনন্দ নিয়েই ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন মহিলা ভোটকর্মীরা ।

এক ভোটকর্মী শ্যামা রায় বলেন, "এ বার প্রথম ভোট নিতে যাচ্ছি । আমার গাজোলে ভোটের ডিউটি পড়েছে । দারুণ অনুভূতি । সকাল থেকে না-খেয়ে ডিসিআরসি কেন্দ্রে রয়েছি । আমাদের তিনটের পর আসতে বলা হয়েছিল । কিন্তু গাড়ি না-পাওয়ার ভয়েই আগে ডিসিআরসিতে চলে এসেছি ।"

আরেক ভোটকর্মী টুম্পা পাল বলেন, "প্রথম ভোট নিতে যাচ্ছি । তবে বিন্দুমাত্র স্নায়ু হারাইনি । বাড়ির লোকেরাও প্রথম ভোট নিতে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে।"

আরও পড়ুন:

  1. পঞ্চায়েতে প্রথমবার পিংক বুথ রাখছে কমিশন, আট জেলার ভোট কেন্দ্রের দায়িত্বে মহিলারা
  2. প্রথমবার পঞ্চায়েতে মহিলা পরিচালিত 'পিংক বুথ', জানাল রাজ্য নির্বাচন কমিশন
  3. সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মালদায় তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচারের অভিযোগ কংগ্রেসের

পিংক বুথ ঘিরে উৎসাহ তুঙ্গে মহিলা ভোটকর্মীদের (ইটিভি ভারত)

মালদা, 6মে: মালদা জেলাজুড়ে 60টি পিংক বুথ করা হয়েছে জেলা প্রশাসনের তরফে । এই বুথগুলির পরিচালনার দায়িত্বে থাকছেন মহিলা ভোটকর্মীরা । পুলিশকর্মীও থাকছেন মহিলা । নতুন মহিলা ভোটকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ । তৃতীয় দফার ভোটগ্রহণের আগে সবাই রওনা দিলেন ভোটকেন্দ্রের দিকে ৷ এছাড়াও মালদায় পাঁচটি মডেল বুথে থিম জেলার আম ও রেশম শিল্প ৷

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মালদা জেলার দুটি লোকসভা কেন্দ্রে মোট পাঁচটি মডেল বুথ করা হয়েছে । এই বুথগুলিতে মালদার আম ও রেশম শিল্পকে তুলে ধরা হচ্ছে । উত্তর মালদা লোকসভা কেন্দ্রে 33টি মহিলা পরিচালিত বুথ থাকছে । দক্ষিণ মালদায় 27টি বুথ মহিলাদের দ্বারা পরিচালিত হবে ।

আজ পুরুষ ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করার পর মহিলা ভোটকর্মীদের ভোটগ্রহণের সামগ্রী বিলি করা হয় । দুপুর তিনটের সময় মহিলা ভোটকর্মীদের ডিসিআরসিতে আসতে বলা হলেও প্রায় বেশিরভাগ মহিলা দুপুরের আগেই ডিসিআরসিতে পৌঁছে যান । গাড়ি খুঁজে পাওয়ার সমস্যা ভুলে প্রথম ভোট নিতে যাওয়ার আনন্দ নিয়েই ভোটকেন্দ্রের দিকে রওনা দিয়েছেন মহিলা ভোটকর্মীরা ।

এক ভোটকর্মী শ্যামা রায় বলেন, "এ বার প্রথম ভোট নিতে যাচ্ছি । আমার গাজোলে ভোটের ডিউটি পড়েছে । দারুণ অনুভূতি । সকাল থেকে না-খেয়ে ডিসিআরসি কেন্দ্রে রয়েছি । আমাদের তিনটের পর আসতে বলা হয়েছিল । কিন্তু গাড়ি না-পাওয়ার ভয়েই আগে ডিসিআরসিতে চলে এসেছি ।"

আরেক ভোটকর্মী টুম্পা পাল বলেন, "প্রথম ভোট নিতে যাচ্ছি । তবে বিন্দুমাত্র স্নায়ু হারাইনি । বাড়ির লোকেরাও প্রথম ভোট নিতে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে।"

আরও পড়ুন:

  1. পঞ্চায়েতে প্রথমবার পিংক বুথ রাখছে কমিশন, আট জেলার ভোট কেন্দ্রের দায়িত্বে মহিলারা
  2. প্রথমবার পঞ্চায়েতে মহিলা পরিচালিত 'পিংক বুথ', জানাল রাজ্য নির্বাচন কমিশন
  3. সময়সীমা পেরিয়ে যাওয়ার পর মালদায় তৃণমূলের বিরুদ্ধে বাড়ি বাড়ি প্রচারের অভিযোগ কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.