ETV Bharat / state

গাড়ির আলোয় সম্ভ্রম বাঁচল ভরতপুরের যুবতীর, গণধর্ষণের চেষ্টার অভিযোগের তদন্তে পুলিশ - ATTEMPT TO RAPE

রবিবার সন্ধ্যায় ভরতপুরের এক যুবতীকে ধর্ষণের চেষ্টা করে তিন যুবক ৷ গাড়ি আলো দেখে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ ৷

Representational Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2024, 6:43 PM IST

ভরতপুর, 7 অক্টোবর: আদালতের কর্মী এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায় । কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ৷ ওই তরুণী পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খুঁজছে ৷

ওই যুবতীর বাড়ি ভরতপুর থানার বনমালিপুর গ্রামে । তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মুহুরির কাজ করেন । তিনি বলেন, ‘‘রবিবার আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল । সন্ধ্যার পর ভরতপুর ব্লক মোড় স্টপেজে বাস থেকে নামি । এরপর সাইকেলে চেপে বাড়ির পথে রওনা দিই । কিন্তু রাস্তায় তিন যুবক আমার পথ আটকায় ।’’

তিনি আরও বলেন, ‘‘ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধ্বস্তাধস্তি করতে থাকে । টর্চের আঘাত করা হয় আমার মাথায় । কানে চড় মারা হয় । এরপর আমার শ্লীলতাহানি করা হয় । ওই সময় একটি চারচাকা গাড়ি আমাদের দিকে আসছিল । সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক ।’’

এদিকে ঘটনার পর চারচাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে । পরে মহিলা পুলিশে অভিযোগ করেন । মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনায় জড়িত সন্দেহে তিনযুবককে খুঁজছে পুলিশ । পুলিশ জানিয়েছে, তিন যুবককে সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে ।

ভরতপুর, 7 অক্টোবর: আদালতের কর্মী এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায় । কাজ সেরে বাড়ি ফেরার পথে তিনি নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ৷ ওই তরুণী পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন ৷ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ৷ পুলিশ অভিযুক্তদের খুঁজছে ৷

ওই যুবতীর বাড়ি ভরতপুর থানার বনমালিপুর গ্রামে । তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মুহুরির কাজ করেন । তিনি বলেন, ‘‘রবিবার আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল । সন্ধ্যার পর ভরতপুর ব্লক মোড় স্টপেজে বাস থেকে নামি । এরপর সাইকেলে চেপে বাড়ির পথে রওনা দিই । কিন্তু রাস্তায় তিন যুবক আমার পথ আটকায় ।’’

তিনি আরও বলেন, ‘‘ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধ্বস্তাধস্তি করতে থাকে । টর্চের আঘাত করা হয় আমার মাথায় । কানে চড় মারা হয় । এরপর আমার শ্লীলতাহানি করা হয় । ওই সময় একটি চারচাকা গাড়ি আমাদের দিকে আসছিল । সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক ।’’

এদিকে ঘটনার পর চারচাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন । মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে । পরে মহিলা পুলিশে অভিযোগ করেন । মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে । ঘটনায় জড়িত সন্দেহে তিনযুবককে খুঁজছে পুলিশ । পুলিশ জানিয়েছে, তিন যুবককে সনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.