ফুলবাড়ি, 2 জুলাই: পরকীয়ার অভিযোগ! পলাতক গৃহবধূ বাড়ি ফিরতেই সালিশি সভায় ডেকে মহিলাকে মারধর এলাকার মহিলাদের। অপমানে সোমবার সকালে আত্মঘাতী হয়েছেন গৃহবধূ। ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন গৃহবধূর স্বামী। এই ঘটনায় এখনও 4 জনকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আট দিন আগে নিখোঁজ হয়েছিলেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বকরাভিটা এলাকার এক গৃহবধূ। অভিযোগ, পরকীয়ার কারণে এলাকারই আরেক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন ওই গৃহবধূ। এবিষয়ে ওই গূহবধূর স্বামী নিউ জলপাইগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগও দায়ের করেছিল। আট দিন পর বাড়িতে ফিরে আসেন ওই গৃহবধূ। এরপর বিষয়টি পুত্রবধূর স্বামী এলাকার পঞ্চায়েত সদস্য মালতী রায়কে জানান।
সিদ্ধান্ত হয় পঞ্চায়েতের কার্যালয়েই সালিশি সভা বসবে। তবে, সোমবার এলাকারই কিছু মহিলা 'পঞ্চায়েত বসিয়ে' অভিযুক্ত ও তাঁর স্বামীকে পাড়ায় আসতে বলে। এরপর তাঁদের দু'জনকেই বেধড়ক মারধর করে এলাকার মহিলারা বলে অভিযোগ। স্বামীর অভিযোগ করে বলেন, "পুরো ঘটনাটি পঞ্চায়েতের সামনে ঘটলেও সদস্যরা কোনও প্রতিবাদ করেনি। আমাকে ও আমার স্ত্রীকে মারধর করা হয়। কিন্তু আমার স্ত্রী অপমান সহ্য করতে না-পেরে আত্মঘাতী হন।" পঞ্চায়েত সদস্য মালতী রায়ের স্বামী শম্ভু রায় বলেন, "মারধরের বিষয়ে আমি কিছুই জানি না। পাড়ার মহিলারা চড় মারতেই পারে।" ঘটনায় চারজনকে গ্রেফতারর করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ৷ আরও বেশ কয়েকজনের উদ্দেশ্যে খোঁজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি দীপক সরকার।
- সালিশি সভায় যুবক-যুবতীকে 'মার', অভিযুক্তের পাশে দাঁড়িয়ে নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তৃণমূল নেতার
বিশেষ দ্রষ্টব্য: আত্মহত্যা কোনও সমাধান নয় ৷ যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।