ETV Bharat / state

কাটোয়ায় চিকিৎসা করাতে যাওয়ার সময় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ - Gang Rape in Katwa - GANG RAPE IN KATWA

Gang Rape in Katwa: গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ ৷ ঘটনাস্থল পূর্ব বর্ধমানের কাটোয়া ৷ গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ৷ ধৃত একজন পুলিশি হেফাজতে ৷ পলাতক অন্য অভিযুক্ত ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 19, 2024, 6:43 PM IST

কাটোয়া, 19 অগস্ট: ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাওয়ার সময় এক গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল । স্বাধীনতা দিবসে পূর্ব বর্ধমান কাটোয়ায় এই ঘটনা ঘটেছে । গতকাল ওই গৃহবধূ দু’জনের নামে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে । পুলিশ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে । সোমবার বিশ্বজিৎ হালদার নামে এক অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

নির্যাতিতা গৃহবধূ কাটোয়া থানায় লিখিত অভিযোগ করে জানান, গত 15 অগস্ট সকালে তিনি ডাক্তার দেখানোর জন্য কাটোয়া যাচ্ছিলেন । তাঁদের গ্রামের বাসিন্দা রাজেশ নন্দী ওরফে রাজার টোটোয় চেপে তিনি যাচ্ছিলেন । যেহেতু রাজা তাঁর পাড়ার বাসিন্দা, সেই সুযোগ নিয়ে তাঁকে কাটোয়ার লেলিন সরণি এলাকায় একটা হোটেলের দোতলায় নিয়ে যায় রাজা । সেখানে তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে তাঁকে অচৈতন্য করা হয় । তারপর রাজেশ ওরফে রাজা ও তাঁর বন্ধু বিশ্বজিৎ হালদার, দু’জনে মিলে তাঁকে গণধর্ষণ করে ।

নির্যাতিতার অভিযোগ, জ্ঞান ফিরলে ঘটনাটি বুঝতে পেরে তিনি তাঁর স্বামীকে ঘটনার কথা জানিয়ে দেওয়ার হুমকি দেন । তখন রাজেশ ও বিশ্বজিৎ তাঁকে হুমকি দিয়ে বলে তাদের কাছে ঘটনার ভিডিয়ো আছে, সেটা ভাইরাল করে দেওয়া হবে । শুধু তাই নয়, বিশ্বজিৎ হালদার তাঁকে ভয় দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে । ওই মহিলা তারপর তাঁর স্বামীকে ফোন করে ঘটনার কথা জানান । তাঁর স্বামী হায়দরাবাদে থাকেন । পরে বিকাল নাগাদ তাঁর দুই দেওর তাঁকে উদ্ধার করে নিয়ে যান ।

সেই ঘটনার তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ বিশ্বজিৎ হালদারকে গ্রেফতার করে । ঘটনার পর থেকে বেপাত্তা রাজেশ নন্দী ওরফে রাজা ।

এ দিন নির্যাতিতা গৃহবধূ বলেন, ‘‘সেদিন রাজেশের টোটোয় চেপে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম । পথে একটা হোটেলের সামনে টোটো দাঁড় করায় রাজেশ । সেখানে ছিল বিশ্বজিৎ হালদার । সে আমাকে খাওয়াদাওয়া করে যেতে বলে । আমি খেতে চাইনি । সে তখন খাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে । তখন আমাকে খাওয়ানোর জন্য হোটেলের উপরে নিয়ে যায় । সেখানে গিয়ে আমাকে ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে দেয় । তারপর দু’জনে মিলে আমাকে গণধর্ষণ করে ।’’

কাটোয়া, 19 অগস্ট: ডাক্তারের কাছে চিকিৎসা করাতে যাওয়ার সময় এক গৃহবধূকে ফুসলিয়ে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল । স্বাধীনতা দিবসে পূর্ব বর্ধমান কাটোয়ায় এই ঘটনা ঘটেছে । গতকাল ওই গৃহবধূ দু’জনের নামে কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে । পুলিশ তাদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে । সোমবার বিশ্বজিৎ হালদার নামে এক অভিযুক্তকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে তাকে চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত ।

নির্যাতিতা গৃহবধূ কাটোয়া থানায় লিখিত অভিযোগ করে জানান, গত 15 অগস্ট সকালে তিনি ডাক্তার দেখানোর জন্য কাটোয়া যাচ্ছিলেন । তাঁদের গ্রামের বাসিন্দা রাজেশ নন্দী ওরফে রাজার টোটোয় চেপে তিনি যাচ্ছিলেন । যেহেতু রাজা তাঁর পাড়ার বাসিন্দা, সেই সুযোগ নিয়ে তাঁকে কাটোয়ার লেলিন সরণি এলাকায় একটা হোটেলের দোতলায় নিয়ে যায় রাজা । সেখানে তাঁকে ঠান্ডা পানীয়ের সঙ্গে ওষুধ মিশিয়ে তাঁকে অচৈতন্য করা হয় । তারপর রাজেশ ওরফে রাজা ও তাঁর বন্ধু বিশ্বজিৎ হালদার, দু’জনে মিলে তাঁকে গণধর্ষণ করে ।

নির্যাতিতার অভিযোগ, জ্ঞান ফিরলে ঘটনাটি বুঝতে পেরে তিনি তাঁর স্বামীকে ঘটনার কথা জানিয়ে দেওয়ার হুমকি দেন । তখন রাজেশ ও বিশ্বজিৎ তাঁকে হুমকি দিয়ে বলে তাদের কাছে ঘটনার ভিডিয়ো আছে, সেটা ভাইরাল করে দেওয়া হবে । শুধু তাই নয়, বিশ্বজিৎ হালদার তাঁকে ভয় দেখিয়ে নিজের বাড়ি নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে । ওই মহিলা তারপর তাঁর স্বামীকে ফোন করে ঘটনার কথা জানান । তাঁর স্বামী হায়দরাবাদে থাকেন । পরে বিকাল নাগাদ তাঁর দুই দেওর তাঁকে উদ্ধার করে নিয়ে যান ।

সেই ঘটনার তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ বিশ্বজিৎ হালদারকে গ্রেফতার করে । ঘটনার পর থেকে বেপাত্তা রাজেশ নন্দী ওরফে রাজা ।

এ দিন নির্যাতিতা গৃহবধূ বলেন, ‘‘সেদিন রাজেশের টোটোয় চেপে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম । পথে একটা হোটেলের সামনে টোটো দাঁড় করায় রাজেশ । সেখানে ছিল বিশ্বজিৎ হালদার । সে আমাকে খাওয়াদাওয়া করে যেতে বলে । আমি খেতে চাইনি । সে তখন খাওয়ার জন্য পীড়াপীড়ি করতে থাকে । তখন আমাকে খাওয়ানোর জন্য হোটেলের উপরে নিয়ে যায় । সেখানে গিয়ে আমাকে ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে দেয় । তারপর দু’জনে মিলে আমাকে গণধর্ষণ করে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.