কল্যাণী, 30 অক্টোবর: কল্যাণীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে 8 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক প্রতিনিধি দল।
জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে নদিয়ার কল্যাণী-ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের রেলব্রিজের নীচে এক বিবাহিতা তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। বুধবার সকালে ওই তরুণী কল্যাণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ৷ ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে কল্য়াণী থানার পুলিশ।
উল্লেখ্য, দিনকয়েক আগে নদীয়ার কৃষ্ণনগরে এক তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় হয়ে ওঠে জেলা। এখনও অবশ্য পুলিশ তদন্ত নেমে নিশ্চিত করতে পারেনি যে, ওই তরুণীকে খুন করা হয়েছে নাকি তরুণী নিজেই আত্মহত্যা করেছিল ৷ এর মধ্যেই ফের গণধর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল ৷
মঙ্গলবার রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের রেল ব্রিজের নীচে ওই তরুণীকে ধর্ষণ করে কয়েকজন যুবক। অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন এবং পরবর্তীকালে আরও তিনজন এবং দুপুরের দিকে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মোট আট জনকে গ্রেফতার করে কল্যাণী থানার পুলিশ ৷ তাদের দিনভর জিজ্ঞাসা চালানোর পর কল্যাণী মহাকুমা আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে ৷
অন্যদিকে, ঘটনাস্থলে এদিন আসে ফরেন্সিক প্রতিনিধি দল। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা ৷ তিনজনের ফরেন্সিক দল ঘটনাস্থলে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। জানা গিয়েছে, ঘটনাস্থলের দুই জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা চুরি। আরও একটি টিফিন কৌটোও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি ওই তরুণীর ইতিমধ্যেই প্রশাসনের তরফে মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজ করে তদন্ত শুরু করেছে পুলিশ।