ETV Bharat / state

ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব, মন্তব্য বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থীর - Lok Sabha Elections 2024

Lok Sabha Elections 2024: বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী হয়েছে স্থানীয় তৃণমূল নেতা হাজি নুরুল ইসলাম ৷ বিদায়ী সাংসদ নুসরত জাহান থেকে, সন্দেশখালিকাণ্ড সব নিয়ে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিলেন তৃণমূল প্রার্থী ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 5:17 PM IST

Updated : Mar 15, 2024, 7:50 PM IST

ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব,জানালেন তৃণমূল প্রার্থী

বসিরহাট, 15 মার্চ: সন্দেশখালি ইস্যু এখনও টাটকা সাধারণ মানুষের মনে ! সেই আবহে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচারে থেকে এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভূমিপুত্র তথা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি হাজি নুরুল ইসলাম ৷ বিদায়ী সাংসদ নুসরত জাহানের জায়গায় তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ আর এই কেন্দ্রের সন্দেশখালি বিধানসভা এবারের লোকসভায় সবচেয়ে হট-টপিক ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৃণমূল প্রার্থী জানালেন, সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষের থেকে ক্ষমা চেয়ে নেবেন তিনি ৷

তবে, এতটাও কি সহজ হবে হাজি নুরুল ইসলামের নির্বাচনী লড়াই ? সন্দেশখালিকাণ্ডের আবহে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেতার ব‍্যাপারে কতটা আশাবাদীতিনি ? লড়াই কতটা কঠিন ? সন্দেশখালির প্রভাব লোকসভা নির্বাচনে কতটা পড়বে ? কীভাবেই বা তার মোকাবিলা করবেন ? নুসরতের বিরুদ্ধে যে ক্ষোভ-বিক্ষোভ, তা সামাল দিতে পারবেন তিনি ? এসব প্রশ্নের জবাব হাজি নুরুল ইসলাম দিলেন ইটিভি ভারতকে ৷

সাক্ষাৎকারের শুরুতেই সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা জানালেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী ৷ তিনি বলেন, "দলের কোনও ভুল হয়ে থাকলে সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব ৷ মানুষকে বোঝাব ! বলব, আপনারা মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নেবেন না । সন্দেশখালির মানুষের পাশে আমরা ছিলাম, এখনও আছি ৷ ভবিষ্যতেও থাকব ৷"

প্রশ্ন: বসিরহাটের বিদায়ী তারকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে আপনাদের দলেরই একাংশের ক্ষোভ-বিক্ষোভ ছিল ৷ তাঁরা চাইছিলেন এবার এই কেন্দ্র থেকে বহিরাগত কাউকে যেন তৃণমূল প্রার্থী না করা হয় ৷ ভূমিপুত্রকেই বেছে নেওয়া হয় দলীয় প্রার্থী হিসেবে ৷ সেই ক্ষোভ-বিক্ষোভের জেরেই কি দল আপনাকে প্রার্থী হিসেবে বেছে নিল ?

বসিরহাটের মানুষকে ধন‍্যবাদ জানাব ৷ বসিরহাটের মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছে ৷ প্রার্থী হিসেবে আমাকে পেয়ে তাঁরা উচ্ছ্বসিত ৷ তাঁদের উদ্দীপনা দেখে আমি আপ্লুত ৷ দল এখানে আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ৷ দলের সেই মর্যাদা রাখতে চাই আমি ৷ 2009 সালে এখান থেকেই আমি প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হিসেবে জয়ী হয়েছিলাম ৷ সাংসদ হিসেবে তখন বসিরহাটের মানুষের হয়ে কাজ করেছি ৷ তাঁদের পাশে ছিলাম ৷ তাই মানুষ এবার আগে থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছে ৷ কাউকে কিছু বলতে হয়নি ৷ নিজেরাই উদ্যোগ নিয়ে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে ৷

প্রশ্ন: সাংসদ হওয়ার পর থেকে নুসরত জাহানকে ঠিক মতো পায়নি বসিরহাটের মানুষ ৷ এনিয়ে দলের অভ‍্যন্তরেও তাঁকে ঘিরে বারবার প্রশ্ন উঠেছিল ৷ সন্দেশখালিতে এতবড় ঘটনার পরও তারকা সাংসদ সেখানে একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি ৷ তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়েছিল বসিরহাটের বিভিন্ন প্রান্তে ৷ কী বলবেন ?

দেখুন নুসরত জাহান 2019 সালে যখন প্রার্থী হয়েছিলেন, তখন থেকে আমি হাড়োয়া কেন্দ্রের বিধায়ক ৷ সেবারের লোকসভা নির্বাচনে আমার কেন্দ্র থেকে প্রায় 96 হাজার ভোটে এগিয়েছিলেন নুসরত ৷ তাই আমি মনে করি ও এবার প্রার্থী না হলেও, আমার নির্বাচনী প্রচারে নামবে ৷ কথাও দিয়েছে আমাকে ৷ নুসরত একজন তারকা সাংসদ ৷ তাই ওঁর সম্পর্কে আমি কিছু বলব না ৷ তবে মানুষ ভালো-মন্দ বিচার করে ৷ ওঁর সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বজায় থাকবে ৷

প্রশ্ন: নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি আপনার ক্ষেত্রে, কিংবা ভোটে কোনও প্রভাব পড়বে ?

আমি মনে করি এর কোনও প্রভাব পড়বে না ৷ তারকা সাংসদ হওয়ায় ও হয়তো ব‍্যক্তিগত কাজে ব‍্যস্ত থাকায় ঠিকমতো সময় দিতে পারেনি, একথা ঠিক ৷ এনিয়ে মানুষের একটু দুঃখ ছিল ৷ সেই দুঃখ মিটে গিয়েছে আমি তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৷ গতবারের জয়ের মার্জিন ধরে রাখতে পারব বলে আশা করছি ৷

প্রশ্ন: বসিরহাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন ৷ প্রায় 49 শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এখানে ৷ এবারও কি সংখ্যালঘু ভোট আপনার পক্ষেই যাবে ?

এখানে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কোনও বিষয় নেই ৷ আমরা সকলকেই মানুষ বলে মনে করি ৷ তাঁদের পাশে সবসময় থাকি ৷ তাই হিন্দু-মুসলমান সব সম্প্রদায়ের মানুষের সমর্থন পাব ৷ সেই বিশ্বাস রয়েছে আমার এবং তৃণমূল দলের ৷

প্রশ্ন: বসিরহাটের সাতটা বিধানসভার মধ্যে বহুল চর্চিত সন্দেশখালি বিধানসভাও রয়েছে ৷ এই সন্দেশখালিতেই শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানুষের কিন্তু ক্ষোভের শেষ নেই ৷ সেই জায়গায় আপনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন ?

সন্দেশখালির বিষয় নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তা ঠিক নয় ৷ সন্দেশখালির ঘটনা সীমিত কয়েকটি জায়গায় ঘটে থাকতে পারে ৷ তা নিয়ে পিছন থেকে হাওয়া দেওয়া হচ্ছে ৷ কারা হাওয়া দিচ্ছে তা জনগণই বিচার করবে ৷ সন্দেশখালি আমরা পুনরুদ্ধার করার মুখে ৷ যেটুকু সমস্যা রয়েছে, তা আমি সেখানে গিয়ে সমাধান করব ৷ সন্দেশখালি পুনরুদ্ধার করবই আমরা ৷ এটা আমাদের চ্যালেঞ্জ ৷

প্রশ্ন: তাহলে কি আপনি সন্দেশখালিতে প্রচারে যাবেন ?

নিশ্চয়ই ! বিধায়ক সুকুমার মাহাতো এবং দলের পুরনো দিনের সাথীদের নিয়ে সেখানে যাব ৷ কথা বলব মানুষের সঙ্গে, বোঝাব তাঁদের ৷ যদি কোনও ত্রুটি হয়ে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নেব ৷ আমার দৃঢ় বিশ্বাস সন্দেশখালির মানুষ আমাদের পাশে থাকবে ৷ সেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব আমরা ৷ সন্দেশখালির মানুষের পাশে থাকতে চাই ৷ এটাই আমার অঙ্গীকার ৷

প্রশ্ন: একসময় আপনি শেখ শাহজাহানকে তৃণমূল দলে নেওয়ার ব‍্যাপারে আপত্তি জানিয়েছিলেন ৷ সেটাই কি এখন বুমেরাং হয়ে ফিরে আসছে ? (প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন হাজি নুরুল ইসলাম)

আমি কাউকে ছোট করতে চাই না ৷ যার যেটা কাজ সেটা করেছে ৷ আইন আইনের মতো করে চলবে ৷ এনিয়ে নতুন করে কিছু বলার নেই আমার ৷

প্রশ্ন: সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ তাঁরা কি কোনও দাগ কাটতে পারবে এখানে ?

প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ৷ ফলে মানুষ বিচার করবে, তাঁরা আইএসএফ, তৃণমূল নাকি বিজেপিকে সমর্থন করবে ! তবে আমি মনে করি আইএসএফ এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট 1 হাজার 900 বুথ রয়েছে ৷ তার ক'টাতে আইএসএফ, বিজেপি এজেন্ট দিতে পারে দেখুন !

সবমিলিয়ে,বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব‍্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী হাজি নুরুল ইসলাম ৷ তবে, ভোটবাক্সে সন্দেশখালিকাণ্ডের প্রভাব যে ব্যাপকভাবে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:

  1. অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড?
  2. দ্রৌপদী সাক্ষাতে সন্দেশখালির 5 নির্যাতিতা, জমা দিলেন স্মারকলিপি
  3. সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত

ভুল হলে সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাইব,জানালেন তৃণমূল প্রার্থী

বসিরহাট, 15 মার্চ: সন্দেশখালি ইস্যু এখনও টাটকা সাধারণ মানুষের মনে ! সেই আবহে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচারে থেকে এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভূমিপুত্র তথা বসিরহাট সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি হাজি নুরুল ইসলাম ৷ বিদায়ী সাংসদ নুসরত জাহানের জায়গায় তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন ৷ আর এই কেন্দ্রের সন্দেশখালি বিধানসভা এবারের লোকসভায় সবচেয়ে হট-টপিক ৷ ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৃণমূল প্রার্থী জানালেন, সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষের থেকে ক্ষমা চেয়ে নেবেন তিনি ৷

তবে, এতটাও কি সহজ হবে হাজি নুরুল ইসলামের নির্বাচনী লড়াই ? সন্দেশখালিকাণ্ডের আবহে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জেতার ব‍্যাপারে কতটা আশাবাদীতিনি ? লড়াই কতটা কঠিন ? সন্দেশখালির প্রভাব লোকসভা নির্বাচনে কতটা পড়বে ? কীভাবেই বা তার মোকাবিলা করবেন ? নুসরতের বিরুদ্ধে যে ক্ষোভ-বিক্ষোভ, তা সামাল দিতে পারবেন তিনি ? এসব প্রশ্নের জবাব হাজি নুরুল ইসলাম দিলেন ইটিভি ভারতকে ৷

সাক্ষাৎকারের শুরুতেই সন্দেশখালির মানুষের কাছে ক্ষমা চাওয়ার কথা জানালেন বসিরহাট লোকসভার তৃণমূল প্রার্থী ৷ তিনি বলেন, "দলের কোনও ভুল হয়ে থাকলে সন্দেশখালিতে গিয়ে সেখানকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেব ৷ মানুষকে বোঝাব ! বলব, আপনারা মুখ্যমন্ত্রীর উন্নয়ন থেকে মুখ ফিরিয়ে নেবেন না । সন্দেশখালির মানুষের পাশে আমরা ছিলাম, এখনও আছি ৷ ভবিষ্যতেও থাকব ৷"

প্রশ্ন: বসিরহাটের বিদায়ী তারকা সাংসদ নুসরত জাহানের বিরুদ্ধে আপনাদের দলেরই একাংশের ক্ষোভ-বিক্ষোভ ছিল ৷ তাঁরা চাইছিলেন এবার এই কেন্দ্র থেকে বহিরাগত কাউকে যেন তৃণমূল প্রার্থী না করা হয় ৷ ভূমিপুত্রকেই বেছে নেওয়া হয় দলীয় প্রার্থী হিসেবে ৷ সেই ক্ষোভ-বিক্ষোভের জেরেই কি দল আপনাকে প্রার্থী হিসেবে বেছে নিল ?

বসিরহাটের মানুষকে ধন‍্যবাদ জানাব ৷ বসিরহাটের মানুষ তৃণমূলের সঙ্গেই রয়েছে ৷ প্রার্থী হিসেবে আমাকে পেয়ে তাঁরা উচ্ছ্বসিত ৷ তাঁদের উদ্দীপনা দেখে আমি আপ্লুত ৷ দল এখানে আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে ৷ দলের সেই মর্যাদা রাখতে চাই আমি ৷ 2009 সালে এখান থেকেই আমি প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হিসেবে জয়ী হয়েছিলাম ৷ সাংসদ হিসেবে তখন বসিরহাটের মানুষের হয়ে কাজ করেছি ৷ তাঁদের পাশে ছিলাম ৷ তাই মানুষ এবার আগে থেকেই ভোটের ময়দানে নেমে পড়েছে ৷ কাউকে কিছু বলতে হয়নি ৷ নিজেরাই উদ্যোগ নিয়ে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে ৷

প্রশ্ন: সাংসদ হওয়ার পর থেকে নুসরত জাহানকে ঠিক মতো পায়নি বসিরহাটের মানুষ ৷ এনিয়ে দলের অভ‍্যন্তরেও তাঁকে ঘিরে বারবার প্রশ্ন উঠেছিল ৷ সন্দেশখালিতে এতবড় ঘটনার পরও তারকা সাংসদ সেখানে একবারও যাওয়ার প্রয়োজন মনে করেননি ৷ তাঁর বিরুদ্ধে পোস্টারও পড়েছিল বসিরহাটের বিভিন্ন প্রান্তে ৷ কী বলবেন ?

দেখুন নুসরত জাহান 2019 সালে যখন প্রার্থী হয়েছিলেন, তখন থেকে আমি হাড়োয়া কেন্দ্রের বিধায়ক ৷ সেবারের লোকসভা নির্বাচনে আমার কেন্দ্র থেকে প্রায় 96 হাজার ভোটে এগিয়েছিলেন নুসরত ৷ তাই আমি মনে করি ও এবার প্রার্থী না হলেও, আমার নির্বাচনী প্রচারে নামবে ৷ কথাও দিয়েছে আমাকে ৷ নুসরত একজন তারকা সাংসদ ৷ তাই ওঁর সম্পর্কে আমি কিছু বলব না ৷ তবে মানুষ ভালো-মন্দ বিচার করে ৷ ওঁর সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বজায় থাকবে ৷

প্রশ্ন: নুসরতের বিরুদ্ধে ওঠা অভিযোগ কি আপনার ক্ষেত্রে, কিংবা ভোটে কোনও প্রভাব পড়বে ?

আমি মনে করি এর কোনও প্রভাব পড়বে না ৷ তারকা সাংসদ হওয়ায় ও হয়তো ব‍্যক্তিগত কাজে ব‍্যস্ত থাকায় ঠিকমতো সময় দিতে পারেনি, একথা ঠিক ৷ এনিয়ে মানুষের একটু দুঃখ ছিল ৷ সেই দুঃখ মিটে গিয়েছে আমি তৃণমূল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ৷ গতবারের জয়ের মার্জিন ধরে রাখতে পারব বলে আশা করছি ৷

প্রশ্ন: বসিরহাট লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন ৷ প্রায় 49 শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে এখানে ৷ এবারও কি সংখ্যালঘু ভোট আপনার পক্ষেই যাবে ?

এখানে সংখ্যালঘু অথবা সংখ্যাগুরু বলে কোনও বিষয় নেই ৷ আমরা সকলকেই মানুষ বলে মনে করি ৷ তাঁদের পাশে সবসময় থাকি ৷ তাই হিন্দু-মুসলমান সব সম্প্রদায়ের মানুষের সমর্থন পাব ৷ সেই বিশ্বাস রয়েছে আমার এবং তৃণমূল দলের ৷

প্রশ্ন: বসিরহাটের সাতটা বিধানসভার মধ্যে বহুল চর্চিত সন্দেশখালি বিধানসভাও রয়েছে ৷ এই সন্দেশখালিতেই শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মানুষের কিন্তু ক্ষোভের শেষ নেই ৷ সেই জায়গায় আপনি কীভাবে পরিস্থিতি সামাল দেবেন ?

সন্দেশখালির বিষয় নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তা ঠিক নয় ৷ সন্দেশখালির ঘটনা সীমিত কয়েকটি জায়গায় ঘটে থাকতে পারে ৷ তা নিয়ে পিছন থেকে হাওয়া দেওয়া হচ্ছে ৷ কারা হাওয়া দিচ্ছে তা জনগণই বিচার করবে ৷ সন্দেশখালি আমরা পুনরুদ্ধার করার মুখে ৷ যেটুকু সমস্যা রয়েছে, তা আমি সেখানে গিয়ে সমাধান করব ৷ সন্দেশখালি পুনরুদ্ধার করবই আমরা ৷ এটা আমাদের চ্যালেঞ্জ ৷

প্রশ্ন: তাহলে কি আপনি সন্দেশখালিতে প্রচারে যাবেন ?

নিশ্চয়ই ! বিধায়ক সুকুমার মাহাতো এবং দলের পুরনো দিনের সাথীদের নিয়ে সেখানে যাব ৷ কথা বলব মানুষের সঙ্গে, বোঝাব তাঁদের ৷ যদি কোনও ত্রুটি হয়ে থাকে, তার জন্য ক্ষমা চেয়ে নেব ৷ আমার দৃঢ় বিশ্বাস সন্দেশখালির মানুষ আমাদের পাশে থাকবে ৷ সেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব আমরা ৷ সন্দেশখালির মানুষের পাশে থাকতে চাই ৷ এটাই আমার অঙ্গীকার ৷

প্রশ্ন: একসময় আপনি শেখ শাহজাহানকে তৃণমূল দলে নেওয়ার ব‍্যাপারে আপত্তি জানিয়েছিলেন ৷ সেটাই কি এখন বুমেরাং হয়ে ফিরে আসছে ? (প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন হাজি নুরুল ইসলাম)

আমি কাউকে ছোট করতে চাই না ৷ যার যেটা কাজ সেটা করেছে ৷ আইন আইনের মতো করে চলবে ৷ এনিয়ে নতুন করে কিছু বলার নেই আমার ৷

প্রশ্ন: সংখ্যালঘু অধ্যুষিত বসিরহাট কেন্দ্রে আইএসএফ প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ তাঁরা কি কোনও দাগ কাটতে পারবে এখানে ?

প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ৷ ফলে মানুষ বিচার করবে, তাঁরা আইএসএফ, তৃণমূল নাকি বিজেপিকে সমর্থন করবে ! তবে আমি মনে করি আইএসএফ এখানে কোনও প্রভাব ফেলতে পারবে না ৷ বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট 1 হাজার 900 বুথ রয়েছে ৷ তার ক'টাতে আইএসএফ, বিজেপি এজেন্ট দিতে পারে দেখুন !

সবমিলিয়ে,বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ের ব‍্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী হাজি নুরুল ইসলাম ৷ তবে, ভোটবাক্সে সন্দেশখালিকাণ্ডের প্রভাব যে ব্যাপকভাবে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না ৷

আরও পড়ুন:

  1. অসিত মালকে ব্যর্থ সাংসদ তকমা বোলপুরবাসীর, কী বলছে রিপোর্ট কার্ড?
  2. দ্রৌপদী সাক্ষাতে সন্দেশখালির 5 নির্যাতিতা, জমা দিলেন স্মারকলিপি
  3. সাংসদের দেখা না-পাওয়ায় ক্ষোভ সন্দেশখালিতে, সোশাল মিডিয়ায় সাফাই গাইলেন নুসরত
Last Updated : Mar 15, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.