ETV Bharat / state

কেন সন্দেশখালিতে রোবট নামাল এনএসজি? রইল বিস্তারিত বিশ্লেষণ - Sandeshkhali Case - SANDESHKHALI CASE

Explosive Ordinance Disposal Robot: শুক্রবার সন্দেশখালি থেকে বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সিবিআই । বোমা উদ্ধার করতে রোবট ব্যবহার করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ৷ কিন্তু কী এই রোবট? কীভাবে পরিচালিত হয় এই রোবট?

Explosive Ordinance Disposal Robot
বোমা নিষ্ক্রিয়কারী রোবট
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 10:59 PM IST

কলকাতা, 26 এপ্রিল: শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই ৷ শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই। শুক্রবারের এই উদ্ধারকাজে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট ব্যবহার করেছে এনএসজি ৷ কোথাও অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক মজুত থাকলে তা নিষ্ক্রিয় করতে কিংবা উদ্ধার করতে ব্যবহার করা হয় এই রোবটকে ৷

কিন্তু কী এই রোবট?

ইজরায়েল থেকে আনা হয়েছে বিশেষ এই রোবটটি ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সূত্রে খবর, বিশেষ কোনও অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রোবট পরিচালিত বম্ব ডিসপোজাল মেশিন বা যন্ত্রটিকে । অত্যন্ত ক্ষমতাসীল এবং উন্নতমানের এই যন্ত্রকে পরিচালনা করা হয় একটি রিমোট কন্ট্রোলের দ্বারা । প্রায় 600 মিটার দূর থেকে কন্ট্রোল করা যায় এই রোবটকে । এই রোবটে রয়েছে হাই কোয়ালিটির ক্যামেরা । এই ক্যামেরার সার্ভার থেকে ছবি সরাসরি এসে পৌঁছে যায় ল্যাপটপে ।

কীভাবে পরিচালিত করা হয় এই রোবটকে?

সঠিক কোথায় বিস্ফোরক পদার্থটি মজুদ রয়েছে? তা প্রথমে খুঁজে বের করে রোবটে লাগান ক্যামেরা ৷ এরপর ল্যাপটপে সেই ছবি দেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বিস্ফোরক পদার্থটিকে বের করে আনা হয় ৷ এই বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, " এখনই শিহরিত হবেন না। কারণ আরও অনেক কিছু বাকি রয়েছে । বাংলা বারুদের স্তুপের উপর বসে রয়েছে । এখনও যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে সন্ত্রাস আমাদের দুয়ারে পৌঁছবে ৷"

শুক্রবার উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালির সড়বেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান 'ঘনিষ্ঠ' হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা । জানা গিয়েছে, রাস্তা থেকে প্রায় 200 মিটার ভিতরে সেই বাড়ি । সেখানে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে । সেই রাস্তা আটকে দিয়েছে সিআরপিএফ । সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা, বারুদ উদ্ধার হয়েছে । সেই বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

কলকাতা, 26 এপ্রিল: শেখ শাহজাহানের ডেরা থেকে বিপুল অস্ত্রের হদিশ পেল সিবিআই ৷ শুক্রবার সকাল থেকেই সন্দেশখালির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেই তল্লাশির সময় বিদেশি পিস্তল এবং রিভলভার-সহ প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানাল সিবিআই। শুক্রবারের এই উদ্ধারকাজে এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল রোবট ব্যবহার করেছে এনএসজি ৷ কোথাও অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক মজুত থাকলে তা নিষ্ক্রিয় করতে কিংবা উদ্ধার করতে ব্যবহার করা হয় এই রোবটকে ৷

কিন্তু কী এই রোবট?

ইজরায়েল থেকে আনা হয়েছে বিশেষ এই রোবটটি ৷ ন্যাশনাল সিকিউরিটি গার্ড সূত্রে খবর, বিশেষ কোনও অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রোবট পরিচালিত বম্ব ডিসপোজাল মেশিন বা যন্ত্রটিকে । অত্যন্ত ক্ষমতাসীল এবং উন্নতমানের এই যন্ত্রকে পরিচালনা করা হয় একটি রিমোট কন্ট্রোলের দ্বারা । প্রায় 600 মিটার দূর থেকে কন্ট্রোল করা যায় এই রোবটকে । এই রোবটে রয়েছে হাই কোয়ালিটির ক্যামেরা । এই ক্যামেরার সার্ভার থেকে ছবি সরাসরি এসে পৌঁছে যায় ল্যাপটপে ।

কীভাবে পরিচালিত করা হয় এই রোবটকে?

সঠিক কোথায় বিস্ফোরক পদার্থটি মজুদ রয়েছে? তা প্রথমে খুঁজে বের করে রোবটে লাগান ক্যামেরা ৷ এরপর ল্যাপটপে সেই ছবি দেখে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেই বিস্ফোরক পদার্থটিকে বের করে আনা হয় ৷ এই বিষয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের প্রাক্তন কর্তা দীপাঞ্জন চক্রবর্তী ইটিভি ভারতকে বলেন, " এখনই শিহরিত হবেন না। কারণ আরও অনেক কিছু বাকি রয়েছে । বাংলা বারুদের স্তুপের উপর বসে রয়েছে । এখনও যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে সন্ত্রাস আমাদের দুয়ারে পৌঁছবে ৷"

শুক্রবার উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালির সড়বেড়িয়ার মল্লিকপুরে শাহজাহান 'ঘনিষ্ঠ' হাফিজুল খাঁয়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা । জানা গিয়েছে, রাস্তা থেকে প্রায় 200 মিটার ভিতরে সেই বাড়ি । সেখানে যাওয়ার একটি সরু ইট পাতা রাস্তা রয়েছে । সেই রাস্তা আটকে দিয়েছে সিআরপিএফ । সিবিআই সূত্রে খবর, বাড়িটি থেকে প্রচুর অস্ত্র-বোমা, বারুদ উদ্ধার হয়েছে । সেই বাড়ির মাটি খুঁড়েই প্রচুর বিদেশি বন্দুক মিলেছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.