ETV Bharat / state

ফের বেসুরো সুখেন্দুশেখর, মহামিছিলের দিনেই কেন মনে করালেন বাস্তিল দুর্গ পতনের ইতিহাস ? - Sukhendu Sekhar Roy - SUKHENDU SEKHAR ROY

Sukhendu Sekhar Roy: ফের বেসুরো সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে মহামিছিলের দিনেই ইঙ্গিতবাহী একটি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷ সেই পোস্টে তিনি মনে করিয়ে দিয়েছেন বাস্তিল দুর্গ পতনের ইতিহাস ৷ তিনি কীসের তুলনা টানতে চাইলেন তাঁর পোস্টে ? এই প্রশ্নে তোলপাড় রাজনীতি ৷

ETV BHARAT
ফের বেসুরো সুখেন্দুশেখর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2024, 5:40 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর বারবার বেসুরে গেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় । তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে ৷ আবারও রাজ্যের শাসকদলের শীর্ষ নেতার গলায় অন্য সুর ৷ তাও আবার নাগরিক সমাজের মহামিছিলের দিনে ৷ সামাজিক মাধ্যমে তাঁর ইঙ্গিতবাহী বার্তা তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে ৷

ঠিক কী লিখেছেন সুখেন্দুশেখর রায় ?

জুলাই মাসের অবসানে রবিবার ইতিহাসের এক বাস্তব তথ্য নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন সুখেন্দুশেখর রায় ৷

তিনি বাস্তিল দুর্গের একটি ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "1789 সালের জুলাই মাস..বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ । জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের ।"

হঠাৎ এমন পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ? আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে নাগরিক সমাজের মহামিছিলের দিনেই হঠাৎ কেন তাঁর এমন পোস্ট ? এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জুলাই মাসের ফরাসি বিপ্লবের কথা হঠাৎ মনে করানোর পেছনে বিশেষ কারণ থাকতে পারে তৃণমূল সাংসদের ৷ তবে কি আরজি কর-কাণ্ড নিয়ে জনতার যে রোষ তাতেই বাস্তিল দুর্গের মতো ভেঙে পড়তে পারে তৃণমূলের সাম্রাজ্য ! এমনই ইঙ্গিত টানলেন বিচক্ষণ রাজনীতিবিদ ? এই প্রশ্নেই জোর চর্চা চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ৷

রবিবার আরজি কর-কাণ্ড নিয়ে কলকাতা পথে নেমেছে মহামিছিল । সেই মিছিলে হাঁটেন বহু বিশিষ্টজনেরাও । তার ঠিক আগেই এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ আরজি কর-কাণ্ড নিয়ে যখন রাজ্য বেশ অস্বস্তিতে, তখন সেই অস্বস্তি বারবার বাড়িয়েছেন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ।

    /widgets.js" charset="utf-8">

গত 14 অগস্ট মাঝরাতে মেয়েদের রাতদখলের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন তিনি । তিনি জানিয়েছিলেন, তিনি মেয়ের বাবা, নাতনির দাদু, তাই এই প্রতিবাদে সামিল হওয়া জরুরি । ওইদিন সন্ধ্যায় যোধপুর পার্কে ধরনা অবস্থানেও বসেছিলেন তিনি । শুধু তাই নয়, সিবিআইয়ের কাছে তিনি দাবি জানিয়েছিলেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য । এছাড়াও কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও প্রশ্ন তুলেছিলেন সুখেন্দুশেখর রায় ৷ তিনিই এবার এক্স হ্যান্ডেলে মনে করালেন বাস্তিল দুর্গ পতনের ইতিহাস ।

উল্লেখ্য, ইউরোপের মধ্যযুগের শোষণের প্রতীক ছিল বাস্তিল দুর্গ । মানুষের উপর অত্যাচার, শোষণের জেরে গণ জাগরণ হয়েছিল প্যারিসে । প্যারিসে আন্দোলনরত জনতার রোষে 1789 সালের 14 জুলাই ভেঙে ফেলা হয়েছিল দম্ভ, শোষণ আর অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গকে । জয় হয়েছিল জনতার । সেখান থেকেই শুরু ফরাসি বিপ্লবের । রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহাসিক বাস্তিল দুর্গ ভাঙার গণ অভ্যুত্থানের ইতিহাস মনে করিয়ে দিয়ে সুখেন্দুশেখর রায় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত টেনেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

যদিও এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর রায়ের সমালোচনা করেছেন অনেকেই । অনেকেই বলেছেন, তিনি নিজে রাজ্যসভার সাংসদের পদ থেকে আগে পদত্যাগ করুন, তারপর বিপ্লবী সাজুন । কেউ কেউ আবার বলেছেন হয়তো বা সুখেন্দুশেখর রায় আগামী দিনে বিজেপিতেও যোগদান করতে পারেন, তাই তাঁর এমন ধরনের বৈপ্লবিক আচরণ । যদিও বিষয়টি নিয়ে সুখেন্দুশেখর রায় আলাদা করে কিছু জানাতে চাননি ।

কলকাতা, 1 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের পর বারবার বেসুরে গেয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় । তাঁর মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে দলকে ৷ আবারও রাজ্যের শাসকদলের শীর্ষ নেতার গলায় অন্য সুর ৷ তাও আবার নাগরিক সমাজের মহামিছিলের দিনে ৷ সামাজিক মাধ্যমে তাঁর ইঙ্গিতবাহী বার্তা তোলপাড় ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে ৷

ঠিক কী লিখেছেন সুখেন্দুশেখর রায় ?

জুলাই মাসের অবসানে রবিবার ইতিহাসের এক বাস্তব তথ্য নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরেছেন সুখেন্দুশেখর রায় ৷

তিনি বাস্তিল দুর্গের একটি ছবি তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "1789 সালের জুলাই মাস..বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ । জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের ।"

হঠাৎ এমন পোস্ট করে কীসের ইঙ্গিত দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ? আরজি কর-কাণ্ডের সুবিচারের দাবিতে নাগরিক সমাজের মহামিছিলের দিনেই হঠাৎ কেন তাঁর এমন পোস্ট ? এই নিয়েই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে । রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জুলাই মাসের ফরাসি বিপ্লবের কথা হঠাৎ মনে করানোর পেছনে বিশেষ কারণ থাকতে পারে তৃণমূল সাংসদের ৷ তবে কি আরজি কর-কাণ্ড নিয়ে জনতার যে রোষ তাতেই বাস্তিল দুর্গের মতো ভেঙে পড়তে পারে তৃণমূলের সাম্রাজ্য ! এমনই ইঙ্গিত টানলেন বিচক্ষণ রাজনীতিবিদ ? এই প্রশ্নেই জোর চর্চা চলছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে ৷

রবিবার আরজি কর-কাণ্ড নিয়ে কলকাতা পথে নেমেছে মহামিছিল । সেই মিছিলে হাঁটেন বহু বিশিষ্টজনেরাও । তার ঠিক আগেই এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ আরজি কর-কাণ্ড নিয়ে যখন রাজ্য বেশ অস্বস্তিতে, তখন সেই অস্বস্তি বারবার বাড়িয়েছেন তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ।

    /widgets.js" charset="utf-8">

গত 14 অগস্ট মাঝরাতে মেয়েদের রাতদখলের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন তিনি । তিনি জানিয়েছিলেন, তিনি মেয়ের বাবা, নাতনির দাদু, তাই এই প্রতিবাদে সামিল হওয়া জরুরি । ওইদিন সন্ধ্যায় যোধপুর পার্কে ধরনা অবস্থানেও বসেছিলেন তিনি । শুধু তাই নয়, সিবিআইয়ের কাছে তিনি দাবি জানিয়েছিলেন, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য । এছাড়াও কলকাতা পুলিশের ডগ স্কোয়াড নিয়েও প্রশ্ন তুলেছিলেন সুখেন্দুশেখর রায় ৷ তিনিই এবার এক্স হ্যান্ডেলে মনে করালেন বাস্তিল দুর্গ পতনের ইতিহাস ।

উল্লেখ্য, ইউরোপের মধ্যযুগের শোষণের প্রতীক ছিল বাস্তিল দুর্গ । মানুষের উপর অত্যাচার, শোষণের জেরে গণ জাগরণ হয়েছিল প্যারিসে । প্যারিসে আন্দোলনরত জনতার রোষে 1789 সালের 14 জুলাই ভেঙে ফেলা হয়েছিল দম্ভ, শোষণ আর অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গকে । জয় হয়েছিল জনতার । সেখান থেকেই শুরু ফরাসি বিপ্লবের । রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সেই ঐতিহাসিক বাস্তিল দুর্গ ভাঙার গণ অভ্যুত্থানের ইতিহাস মনে করিয়ে দিয়ে সুখেন্দুশেখর রায় তাৎপর্যপূর্ণ ইঙ্গিত টেনেছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

যদিও এক্স হ্যান্ডেলে সুখেন্দুশেখর রায়ের সমালোচনা করেছেন অনেকেই । অনেকেই বলেছেন, তিনি নিজে রাজ্যসভার সাংসদের পদ থেকে আগে পদত্যাগ করুন, তারপর বিপ্লবী সাজুন । কেউ কেউ আবার বলেছেন হয়তো বা সুখেন্দুশেখর রায় আগামী দিনে বিজেপিতেও যোগদান করতে পারেন, তাই তাঁর এমন ধরনের বৈপ্লবিক আচরণ । যদিও বিষয়টি নিয়ে সুখেন্দুশেখর রায় আলাদা করে কিছু জানাতে চাননি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.