ETV Bharat / state

প্রচণ্ড গরম থেকে মুক্তি ! শনিবার সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস - Bengal Weather Update

Bengal Weather Forecast: আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার দিকে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ।

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 5:55 PM IST

Weather Forecast
আবহাওয়ার পূর্বাভাস (ফাইল চিত্র)

কলকাতা, 4 মে: প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর ৷ বিগত 44 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের তাপমাত্রা ৷ আর গত মাসের শেষ দিনের হিসেব কষলে দেখা যাবে সেদিনের তাপমাত্রা ভেঙেছিল 70 বছরের তাপমাত্রা। তবে এবার খানিক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলায় ৷ আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার অর্থাৎ আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার দিকে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ।

আজ এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে । হাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলের নীচু স্তরে অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রবল ভাবে জলীয় বাষ্পপূর্ন বাতাসের প্রবেশের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন ।

প্রচণ্ড গরমে দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, তখন মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আনন্দ উপভোগ করেছেন উত্তরবঙ্গের মানুষ ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৷ রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে । এদিকে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি ।

আরও পড়ুন:

কলকাতা, 4 মে: প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর ৷ বিগত 44 বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের তাপমাত্রা ৷ আর গত মাসের শেষ দিনের হিসেব কষলে দেখা যাবে সেদিনের তাপমাত্রা ভেঙেছিল 70 বছরের তাপমাত্রা। তবে এবার খানিক স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কয়েক ঘণ্টার মধ্যে ঝড় বৃষ্টি হতে চলেছে বাংলায় ৷ আবহাওয়ার পূর্বাভাস বলছে, শনিবার অর্থাৎ আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সন্ধ্যার দিকে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে ।

আজ এবং আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত এই সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে । হাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলের নীচু স্তরে অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রবল ভাবে জলীয় বাষ্পপূর্ন বাতাসের প্রবেশের ফলেই আবহাওয়ার এই পরিবর্তন ।

প্রচণ্ড গরমে দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ যখন ওষ্ঠাগত, তখন মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির আনন্দ উপভোগ করেছেন উত্তরবঙ্গের মানুষ ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রায় একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলায় ৷ রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঝোড়ো হাওয়াও থাকবে । এদিকে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 3.8 ডিগ্রি বেশি ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.