কলকাতা, 12 জুন: দক্ষিণবঙ্গের অনেক আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষার ৷ এবার এই বৃষ্টি ক্রমে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে উত্তরবঙ্গবাসীর ৷ অন্তত আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে সে রকমই আঁচ পাওয়া গেল ৷
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার অতিভারী বৃষ্টির কবলে পড়তে চলেছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার । উপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পং ছাড়া বাকি এই তিনটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । বৃহস্পতিবার পর্যন্ত 300 মিলিমিটার বৃষ্টির শঙ্কা রয়েছে । সেইসঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী 14 জুন পর্যন্ত অতিভারী বৃষ্টির কমলা সতর্কতাও রয়েছে । সব মিলিয়ে বর্ষার বৃষ্টিতে উত্তরবঙ্গ বিশেষ করে উপরের পাঁচটি জেলার মানুষ চিন্তায় পড়েছেন ৷
এদিকে বিপরীত ছবি দক্ষিণবঙ্গে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত আজ, বুধবার বিকেল থেকে আবহাওয়া পরিবর্তনের কথা জানালেও তা কখনই বর্ষার আগমনী বার্তা নয় । বরং গরমের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে আরও তিনদিন তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিনের তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 85 শতাংশ এবং সর্বনিম্ন 63 শতাংশ । দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মাঝে মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা গরমে রাশ টানার পক্ষে যথেষ্ট নয় । রবিবার এবং সোমবার প্রাক বর্ষা আগমন ঘটতে পারে বলে জানান হয়েছে । তবে সে বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না আলিপুর । আজ, বুধবার দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া ও হুগলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । কোথাও আবার তীব্র তাপপ্রবাহেরও সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ।
বৃহস্পতিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে । শুক্রবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রার দৌড়ে প্রথম পাঁচে রয়েছে পুরুলিয়া (তাপমাত্রা 44.3 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি), কলাইকুণ্ডা (তাপমাত্রা 43.5 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 8 ডিগ্রি বেশি), বাঁকুড়া (তাপমাত্রা 41.1 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি), পানাগড় (তাপমাত্রা 41 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বেশি), বালুরঘাট (তাপমাত্রা 40.5 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি) । পাশাপাশি, আজ এবং আগামীকাল হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।