কলকাতা, 7 অগস্ট: রাজ্যে সক্রিয় বৃষ্টি পরিস্থিতি। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে ফের বাংলায়। এই অক্ষরেখা পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ ফলে বঙ্গে গাঙ্গেয় ও হিমালয়ের পার্বত্য অঞ্চলে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷
পূর্ব থেকে পশ্চিমে যে অক্ষরেখা রয়েছে ৷ যেটি রাজস্থানের নিম্নচাপের উপর দিয়ে বিহার পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত অসামের উপর অবস্থান করেছে ৷ এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনটাই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, " ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায়। সপ্তাহ জুড়েই উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে ৷"
আজ দিনের আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা সম্ভবত 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে ৷ পার্বত্য জেলায় ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে। ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷
মঙ্গলবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ এবং সর্বনিম্ন 82 শতাংশ। গত 24 ঘণ্টায় রাজ্যে বৃষ্টিপাতের পরিমাণ 6.5 মিলিমিটার।