ETV Bharat / state

দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস, রাজ্যে ফিরবে ঠান্ডার আমেজ ? - Winter

West Bengal Weather Update: শীত বিদায়ের পালা ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকছে ৷ এই সপ্তাহে রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে, জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
শীত বিদায়ের পালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 6:40 AM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সকাল থেকেই আকাশে মেঘের ছায়া ৷ গত কয়েকদিনে ভোর কুয়াশাচ্ছন্ন হলেও সকাল পেরিয়ে বেলায় সূর্যের তাপ বেশ ভালোভাবে গায়ে বিঁধেছে ৷ মঙ্গলবার সারাদিনটা অন্য দিনের তুলনায় ভিন্ন ছিল ৷ রোদের তাপ কার্যত গায়ে লাগেনি ৷ হাওয়া অফিস অবশ্য মেঘলা দিনকে বৃষ্টির পূর্বাভাস বলতে রাজি নয় ৷

দক্ষিণবঙ্গের আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে ৷ রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার ইঙ্গিত রয়েছে পূর্বাভাসে ৷ ফলসরূপ সপ্তাহের শেষদিকে ঠান্ডার আমেজ গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আরও দু'দিন ৷

কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মোটের উপর উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে ৷ ফলে ঠান্ডার আমেজ উত্তরবঙ্গেও গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি ছিল ৷

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ সর্বনিম্ন 61 শতাংশ ৷ আজ বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ ঠান্ডার আমেজ আগামী দু'দিন অনুভূত হলেও তা শীতের প্রত্যাবর্তন নয়, বরং বিদায়ের জোরালো ইঙ্গিত ৷

আরও পড়ুন:

  1. লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও
  2. 'পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিদ্যুৎ বিল মিটিয়েছে রাজ্য', সীতারামনকে চিঠি শুভেন্দুর
  3. অধিনায়ককে সঙ্গী করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুললেন সচিন, ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান!

কলকাতা, 7 ফেব্রুয়ারি: সকাল থেকেই আকাশে মেঘের ছায়া ৷ গত কয়েকদিনে ভোর কুয়াশাচ্ছন্ন হলেও সকাল পেরিয়ে বেলায় সূর্যের তাপ বেশ ভালোভাবে গায়ে বিঁধেছে ৷ মঙ্গলবার সারাদিনটা অন্য দিনের তুলনায় ভিন্ন ছিল ৷ রোদের তাপ কার্যত গায়ে লাগেনি ৷ হাওয়া অফিস অবশ্য মেঘলা দিনকে বৃষ্টির পূর্বাভাস বলতে রাজি নয় ৷

দক্ষিণবঙ্গের আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে ৷ রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার ইঙ্গিত রয়েছে পূর্বাভাসে ৷ ফলসরূপ সপ্তাহের শেষদিকে ঠান্ডার আমেজ গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আরও দু'দিন ৷

কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মোটের উপর উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে ৷ ফলে ঠান্ডার আমেজ উত্তরবঙ্গেও গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি ছিল ৷

বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ সর্বনিম্ন 61 শতাংশ ৷ আজ বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ ঠান্ডার আমেজ আগামী দু'দিন অনুভূত হলেও তা শীতের প্রত্যাবর্তন নয়, বরং বিদায়ের জোরালো ইঙ্গিত ৷

আরও পড়ুন:

  1. লিভ-ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, নির্দেশ না মানলে হতে পারে কারাবাসও
  2. 'পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় বিদ্যুৎ বিল মিটিয়েছে রাজ্য', সীতারামনকে চিঠি শুভেন্দুর
  3. অধিনায়ককে সঙ্গী করে ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুললেন সচিন, ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান!
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.