কলকাতা, 7 ফেব্রুয়ারি: সকাল থেকেই আকাশে মেঘের ছায়া ৷ গত কয়েকদিনে ভোর কুয়াশাচ্ছন্ন হলেও সকাল পেরিয়ে বেলায় সূর্যের তাপ বেশ ভালোভাবে গায়ে বিঁধেছে ৷ মঙ্গলবার সারাদিনটা অন্য দিনের তুলনায় ভিন্ন ছিল ৷ রোদের তাপ কার্যত গায়ে লাগেনি ৷ হাওয়া অফিস অবশ্য মেঘলা দিনকে বৃষ্টির পূর্বাভাস বলতে রাজি নয় ৷
দক্ষিণবঙ্গের আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে শুষ্ক আবহাওয়ার কথা বলা হয়েছে ৷ রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামার ইঙ্গিত রয়েছে পূর্বাভাসে ৷ ফলসরূপ সপ্তাহের শেষদিকে ঠান্ডার আমেজ গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ উত্তরবঙ্গে দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস রয়েছে আরও দু'দিন ৷
কালিম্পংয়ে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মোটের উপর উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি নামবে ৷ ফলে ঠান্ডার আমেজ উত্তরবঙ্গেও গত কয়েকদিনের তুলনায় বেশি অনুভূত হবে ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ গত কয়েকদিনের তুলনায় মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি ছিল ৷
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ সর্বনিম্ন 61 শতাংশ ৷ আজ বুধবার ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ ঠান্ডার আমেজ আগামী দু'দিন অনুভূত হলেও তা শীতের প্রত্যাবর্তন নয়, বরং বিদায়ের জোরালো ইঙ্গিত ৷
আরও পড়ুন: