ETV Bharat / state

সপ্তাহের শেষে পারদ নামলেও শীত প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই

West Bengal Weather: বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ৷ তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেড়ে গিয়েছে ৷ বাতাসে এবার শীত বিদায়ের ঘণ্টা ৷

ETV Bharat
শীত বিদায়ের পালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 6:48 AM IST

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 6 ফেব্রুয়ারি: রোদের তাপ এবার যথেষ্ট গায়ে লাগছে ৷ বিদায়ী মাঘ মাসের আবহ যেন গ্রীষ্মের আগমনী ৷ হঠাৎ এই ভোলবদলে শীতের বিদায়ে কার্যত সিলমোহর পড়তে চলেছে ৷ চলতি সপ্তাহের শেষ দিকে ফের কিছুটা পারদ নামবে ৷ তবে তা শীতের প্রত্যাশিত কামড় ফেরাবে না ৷ হালকা ঠান্ডার আমেজ থাকবে ৷ তবে সেই অনুভূতি এতই কম যে গরমের অস্বস্তি বেশি মনে হবে ৷

আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে ৷ এর ফলে গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ মঙ্গলবার কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকবে ৷"

তবে আগামী 11 তারিখ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহবিদ ৷ রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে ৷ এমনটাই থাকবে আগামী ক'দিন, কমবে না ৷

9 তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ৷ তবে তা সাময়িক ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 36 শতাংশ ৷

আগামী কয়েকদিন কলকাতার রাতের তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ 9 তারিখ থেকে সাময়িকভাবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে । আগামী দু-তিন দিন ভোরে কুয়াশার দাপট থাকবে ৷ আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সব মিলিয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ 8-9 তারিখের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে পারে ৷ বর্তমানে বঙ্গজুড়ে যে তাপমাত্রা দেখা যাচ্ছে, তা স্বাভাবিক নয় বলে জানালেন আবহবিদ ৷ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশের ফলেই রাজ্যের তাপমাত্রা বাড়ছে ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ তবে ভোরে কুয়াশা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. মঙ্গলে রাশি মিলিয়ে দেখে নিন শুভ যোগ ও ভাগ্যফল
  2. দিল্লি যাচ্ছেন না মমতা, 'এক দেশ, এক নির্বাচনের' বৈঠকে থাকবেন কল্যাণ-সুদীপ
  3. 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে জানালেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 6 ফেব্রুয়ারি: রোদের তাপ এবার যথেষ্ট গায়ে লাগছে ৷ বিদায়ী মাঘ মাসের আবহ যেন গ্রীষ্মের আগমনী ৷ হঠাৎ এই ভোলবদলে শীতের বিদায়ে কার্যত সিলমোহর পড়তে চলেছে ৷ চলতি সপ্তাহের শেষ দিকে ফের কিছুটা পারদ নামবে ৷ তবে তা শীতের প্রত্যাশিত কামড় ফেরাবে না ৷ হালকা ঠান্ডার আমেজ থাকবে ৷ তবে সেই অনুভূতি এতই কম যে গরমের অস্বস্তি বেশি মনে হবে ৷

আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে ৷ এর ফলে গত 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ মঙ্গলবার কয়েকটি জায়গায় মেঘলা আকাশ থাকবে ৷"

তবে আগামী 11 তারিখ পর্যন্ত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহবিদ ৷ রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে ৷ এমনটাই থাকবে আগামী ক'দিন, কমবে না ৷

9 তারিখ থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ৷ তবে তা সাময়িক ৷ সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 36 শতাংশ ৷

আগামী কয়েকদিন কলকাতার রাতের তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ 9 তারিখ থেকে সাময়িকভাবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আছে । আগামী দু-তিন দিন ভোরে কুয়াশার দাপট থাকবে ৷ আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সব মিলিয়ে 11 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছেন আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় ৷ 8-9 তারিখের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে পারে ৷ বর্তমানে বঙ্গজুড়ে যে তাপমাত্রা দেখা যাচ্ছে, তা স্বাভাবিক নয় বলে জানালেন আবহবিদ ৷ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশের ফলেই রাজ্যের তাপমাত্রা বাড়ছে ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ তবে ভোরে কুয়াশা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. মঙ্গলে রাশি মিলিয়ে দেখে নিন শুভ যোগ ও ভাগ্যফল
  2. দিল্লি যাচ্ছেন না মমতা, 'এক দেশ, এক নির্বাচনের' বৈঠকে থাকবেন কল্যাণ-সুদীপ
  3. 370-এর বেশি আসনে জিতবে বিজেপি, লোকসভায় আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী মোদি

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.