ETV Bharat / state

দুর্গাপুজোর মতো কালীপুজোতেও বৃষ্টির কাঁটা ? জানুন কী বলছে হাওয়া অফিস - WB WEATHER FORECAST

আলিপুর আবহাওয়া দফতরের মতে, বাতাসে জলীয় বাষ্প রয়েছে ৷ বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর ৷ কতদিন এই বৃষ্টি চলবে ?

WB WEATHER FORECAST
দুর্গা পুজোর মতো কালী পুজোতেও বৃষ্টি ? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2024, 7:34 AM IST

কলকাতা, 29 অক্টোবর: প্রবল ঘূর্ণিঝড় দানা সম্প্রতি আছড়ে পড়ে ওড়িশার উপকূলে ৷ বাংলার উপকূলবর্তী অঞ্চলে তার প্রভাব পড়ে যথেষ্ট ৷ যদিও সমুদ্রে ঘূর্ণিঝড় পরবর্তী কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে ৷ সেই কারণে, বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর ৷

আগামী কয়েকদিন অর্থাৎ, কালীপুজোর সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলের উপরিস্তরে শীতল বায়ুর মেঘ তৈরি হয়ে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তবে ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে আবহাওয়া শুষ্কই থাকবে ৷ মূলত, স্থানীয়ভাবে সৃষ্ট মেঘের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার অর্থাৎ, কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বুধবার ও বৃহস্পতিবার সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ শুক্রবারও উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস ৷

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 66 শতাংশ ৷

পড়ুন: নিম্নচাপের চাপে বাংলা ! ঘূর্ণিঝড়ের পরেও বৃষ্টি অব্যাহত দুই বঙ্গে

কলকাতা, 29 অক্টোবর: প্রবল ঘূর্ণিঝড় দানা সম্প্রতি আছড়ে পড়ে ওড়িশার উপকূলে ৷ বাংলার উপকূলবর্তী অঞ্চলে তার প্রভাব পড়ে যথেষ্ট ৷ যদিও সমুদ্রে ঘূর্ণিঝড় পরবর্তী কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই ৷ তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে ৷ সেই কারণে, বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই বঙ্গবাসীর ৷

আগামী কয়েকদিন অর্থাৎ, কালীপুজোর সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বায়ুমণ্ডলের উপরিস্তরে শীতল বায়ুর মেঘ তৈরি হয়ে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে । তবে ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস:

মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ তবে আবহাওয়া শুষ্কই থাকবে ৷ মূলত, স্থানীয়ভাবে সৃষ্ট মেঘের কারণেই এই বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ৷ বৃহস্পতিবার অর্থাৎ, কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বুধবার ও বৃহস্পতিবার সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ শুক্রবারও উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস ৷

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা ৷ কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি সেলসিয়াস বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি সেলসিয়াস বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ ও সর্বনিম্ন 66 শতাংশ ৷

পড়ুন: নিম্নচাপের চাপে বাংলা ! ঘূর্ণিঝড়ের পরেও বৃষ্টি অব্যাহত দুই বঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.