কলকাতা, 7 ডিসেম্বর: পারদ নামল ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। সকাল থেকে ঠান্ডা হাওয়া, যা দিনভর চলেছে। অগ্রহায়ন শেষ হয়ে ক্যালেন্ডারের পৌষে পা দেওয়ার আর কয়েকদিন বাকি । হেমন্ত পেরিয়ে হাওয়ায় শীতের ঝলকানি।
আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি ছুঁয়ে ফেলবে। যদি তাই হয়, তাহলে শনিবারই হবে মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে পারদ বেশ কিছুটা নেমে যাবে। তবে তা স্থায়ী হবে না। দুদিন পর থেকেই পারদ আবারও চড়তে শুরু করবে।
উত্তরবঙ্গে অগ্রহায়নের শেষে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সিকিমের ওপর মূলত বৃষ্টি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনি থেকে সোমবারের মধ্যে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনাও। দার্জিলিং ছাড়াও উত্তরবঙ্গের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে তুষারপাত হতে পারে । আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। আগামী সোমবার পর্যন্ত থাকবে এই সম্ভাবনা। রবি ও সোমবারে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-- এই পাঁচ জেলাতে ।
দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। গরম হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার শীতল হওয়ার সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়েই তাপমাত্রা পরিবর্তন হওয়ার পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফে।
শুক্র ও শনিবার অর্থাৎ গতকাল এবং আজ দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। আগামিকাল রবিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। দুদিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। ফলে জমিয়ে শীতের অপেক্ষা রয়েই যাচ্ছে।
উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করেছে। তাই হাওয়া অফিস মনে করছে, বঙ্গে শীত আগামী সপ্তাহের আগে পড়ার সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতা এবং প্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ । আজ শনিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । এদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি সেলসিয়াস এবং 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।