বিষ্ণুপুরে জিতলেন সৌমিত্র খাঁ ৷
সরাসরি: লক্ষ্মীর ভাণ্ডারে ভর করে বঙ্গে সবুজ-ঝড়, মমতা-অভিষেক যুগলবন্দিতে ধুয়ে সাফ বিরোধীরা - Lok Sabha Election Results 2024
Published : Jun 4, 2024, 7:17 AM IST
|Updated : Jun 4, 2024, 10:54 PM IST
LIVE FEED
বালুরঘাট আসনে জিতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার...
পুরুলিয়া আসনে জিতলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো...
জলপাইগুড়িতে জিতলেন জয়ন্ত কুমার রায়...
বনগাঁয় জিতলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷
- রানাঘাটে জিতলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ হারলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী...
- বাঁকুড়ায় হেরে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷
রায়গঞ্জে জিতলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল ৷ হারালেন প্রাক্তন ‘বিজেপি’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ৷
আলিপুরদুয়ার রইল বিজেপির দখলেই ৷ জিতলেন মনোজ টিগ্গা...
গড় হাতছাড়া অর্জুনের ৷ ব্যারাকপুর ছিনিয়ে নিলেন তৃণমূলের পার্থ ভৌমিক...
কাঁথিতে বাবার ছেড়ে যাওয়া আসনে জিতলেন সৌমেন্দু অধিকারী...
- হুগলি থেকে জিতলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়...
- ভগবানগোলা উপ-নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগমকে হারিয়েছেন 15 হাজার 615 ভোটে ৷
- যাদবপুর আসন থেকে জিতলেন তৃণমূলের সায়নী ঘোষ ...
- কোচবিহারে হেরে গেলেন অমিত শাহর ডেপুটি ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হারলেন তৃণমূলের জগদীস বাসুনিয়ার কাছে ৷
- বোলপুর আসনে জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল ৷
- ইন্দ্রপতন বললেও কম বলা হয় ৷ বহরমপুরে হারলেন ‘বেতাজ বাদশা’ অধীর রঞ্জন চৌধুরী ৷ টানা পাঁচবারের সাংসদ হারলেন রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে ৷
- কৃষ্ণনগর আসনে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র...
আসানসোল থেকে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা...
- দার্জিলিং থেকে জয়ী বিজেপির রাজু বিস্তা...
- জয়ের পথে শত্রুঘ্ন সিনহা, পার্থ ভৌমিক...
- কলকাতা উত্তরে 18 হাজার ভোটে পিছিয়ে বিজেপি'র তাপস রায় ৷ জানালেন, আশানুরূপ ফল হয়নি ৷
- ডায়মন্ড হারবারে গতবারের তুলনায় জয়ের ব্য়বধান দ্বিগুণ করে নেওয়ার পথে 'তৃণমূল সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত সাড়ে 6 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তিনি ৷
- কেশপুরে ভোট লুটের অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷
- বেলা বাড়তেই স্পষ্ট হচ্ছে ট্রেন্ড ৷ দিকে দিকে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ৷ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় জয়োল্লাস ৷
- 5 লক্ষ 04 হাজার ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গতবারের মার্জিনও (3,20,594 ভোট) টপকে গেলেন ‘তৃণমূল সেনাপতি’ ৷
- বহরমপুরে 1500 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা ৷ দ্বিতীয়স্থানে তৃণমূলের ইউসুফ পাঠান ৷ তিন নম্বরে নেমে গেলেন অধীর রঞ্জন চৌধুরী ৷
- 2 লক্ষের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- 28 হাজার 372 ভোটে এগিয়ে কীর্তি আজাদ । প্রথম নির্বাচনে পরাজয়ের মুখ দেখবেন দিলীপ ঘোষ ?
- হুগলি লোকসভায় পিছিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়...
- অভিজিতকে টপকে গেলেন দেবাংশু ৷ তমলুকে এগিয়ে তৃণমূল প্রার্থী...
- 54 হাজার ভোটে পিছিয়ে পড়লেন মহম্মদ সেলিম...
- ভগবানগোলা উপ-নির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার...
- দমদম আসনে 2,176 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়...
- প্রায় 22 হাজার ভোটে পিছিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম...
- ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রায় 31 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
যাদবপুরে 45 হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ...
- বহরমপুরে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান ৷ শেষের পথে অধীর-যুগ ?
- দেড় লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ডায়মন্ড হারবারে গো-হারা বিজেপি ?
- চতুর্থ রাউন্ডের শেষ ফের পিছলেন বিজেপি প্রার্থী ৷ সাড়ে 7 হাজার ভোটে এগিয়ে গেলেন মহুয়া মৈত্র ৷
- তৃতীয় রাউন্ড শেষে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় 682 ভোটে এগিয়ে রয়েছেন । তাঁর প্রাপ্য ভোট 34 হাজার 428 ৷
- অন্যদিকে মহুয়া মৈত্রের প্রাপ্য ভোট 33 হাজার 746 ৷
- সিপিআইএম প্রার্থী এসএম সাদির প্রাপ্য ভোট 14 হাজার 481 ৷
- 28 হাজার ভোটে এগিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে এগিয়ে হাজি নুরুল ইসলাম ৷ গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র...
- 20 হাজার ভোটে এগিয়ে সায়নী ঘোষ ৷
- প্রায় এক লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- মালদা উত্তর আসনে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷
- জঙ্গিপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ৷
- বাঁকুড়ায় পিছিয়ে পড়লেন সুভাষ সরকার ৷ এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী...
- 9 হাজার ভোটে পিছিয়ে অর্জুন সিং ৷
- সাড়ে 10 হাজার ভোটে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷
- বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে পিছনে ফেলে প্রায় 26 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন হাজি নুরুল ইসলাম ৷ সূত্রের খবর, হটস্পট সন্দেশখালি বিধানসভা থেকেও এগিয়ে রয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ।
- ব্যারাকপুর কেন্দ্রে দশ হাজারেরও বেশি ভোট এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
- ঝাড়গ্রাম আসনে পিছিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন...
- বারাসতে 17 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার...
- বরানগর উপ-নির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ...
গণনার সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...
দেশ ও রাজ্যভিত্তিক আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে...
https://www.etvbharat.com/en/!elections/election-2024?section=magic-mark
- বীরভূমে 700 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়...
- প্রথম রাউন্ড গণনার শেষে সাড়ে 6 হাজার ভোটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
- কোচবিহারে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক...
- মালদা দক্ষিণে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, পিছিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী......
- মালদা দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী...
বিষ্ণুপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল...
- পিছিয়ে অর্জুন সিং ৷ ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
- মুর্শিদাবাদে পিছিয়ে পড়লেন মহম্মদ সেলিম ৷ এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান...
- আরামবাগে এগিয়ে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার...
- বর্ধমান দুর্গাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ...
- বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল...
বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার...
- মালদা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়...
- আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা...
গণনার সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...
দেশ ও রাজ্যভিত্তিক আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে...
- কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী...
- আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া...
- জঙ্গিপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন...
- রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার...
- পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো...
- মথুরাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত...
- ব্যারাকপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং...
- বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম...
- বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর...
- বহরমপুরে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী...
- মুর্শিদাবাদে এগিয়ে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম...
- এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার...
- বাঁকুড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার...
- ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব)...
- তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়...
- যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ...
কাউন্টিং সেন্টারে অব্যবস্থা, বিরক্ত দিলীপ
- কাউন্টিং সেন্টারে চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিরক্তি প্রকাশ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি বিল্ডিংয়ে ।
দিলীপ ঘোষ বলেন, ‘‘সকাল ছ’টা বেজে গেলেও কাজ শুরু হয়নি । কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক-আপ লাগবে সেটাই ঠিক করে উঠতে পারেনি । সকাল বেলা হঠাৎ করে সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমি দাঁড়িয়ে দেখছি সব । আমার সব এজেন্টরা আসছে । রেজাল্ট বের হোক, তারপর বাকি কথা বলব ।’’
ভোট গণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে...
- ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ । গুরুতর আহত 5 । এর মধ্যে রয়েছেন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন ।
- পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে । আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসে । অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে ।
বঙ্গে ভোটের ভাগ্য...
- বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷ শেষ মুহূর্তে ‘একলা চলা’র নীতি নেওয়া তৃণমূল মরিয়া একাধিক দুর্নীতি, অভিযোগের হার্ডলস পেরিয়ে রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ৷ একাধিক আসনে ‘ফ্যাক্টর’ হতে পারে বাম-কংগ্রেসের আসন সমঝোতাও ৷
LIVE FEED
বিষ্ণুপুরে জিতলেন সৌমিত্র খাঁ ৷
বালুরঘাট আসনে জিতলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার...
পুরুলিয়া আসনে জিতলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো...
জলপাইগুড়িতে জিতলেন জয়ন্ত কুমার রায়...
বনগাঁয় জিতলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ৷
- রানাঘাটে জিতলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ৷ হারলেন তৃণমূলের মুকুটমণি অধিকারী...
- বাঁকুড়ায় হেরে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷
রায়গঞ্জে জিতলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল ৷ হারালেন প্রাক্তন ‘বিজেপি’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ৷
আলিপুরদুয়ার রইল বিজেপির দখলেই ৷ জিতলেন মনোজ টিগ্গা...
গড় হাতছাড়া অর্জুনের ৷ ব্যারাকপুর ছিনিয়ে নিলেন তৃণমূলের পার্থ ভৌমিক...
কাঁথিতে বাবার ছেড়ে যাওয়া আসনে জিতলেন সৌমেন্দু অধিকারী...
- হুগলি থেকে জিতলেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়...
- ভগবানগোলা উপ-নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের অঞ্জু বেগমকে হারিয়েছেন 15 হাজার 615 ভোটে ৷
- যাদবপুর আসন থেকে জিতলেন তৃণমূলের সায়নী ঘোষ ...
- কোচবিহারে হেরে গেলেন অমিত শাহর ডেপুটি ৷ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক হারলেন তৃণমূলের জগদীস বাসুনিয়ার কাছে ৷
- বোলপুর আসনে জয়ী তৃণমূল প্রার্থী অসিত মাল ৷
- ইন্দ্রপতন বললেও কম বলা হয় ৷ বহরমপুরে হারলেন ‘বেতাজ বাদশা’ অধীর রঞ্জন চৌধুরী ৷ টানা পাঁচবারের সাংসদ হারলেন রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠানের কাছে ৷
- কৃষ্ণনগর আসনে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র...
আসানসোল থেকে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা...
- দার্জিলিং থেকে জয়ী বিজেপির রাজু বিস্তা...
- জয়ের পথে শত্রুঘ্ন সিনহা, পার্থ ভৌমিক...
- কলকাতা উত্তরে 18 হাজার ভোটে পিছিয়ে বিজেপি'র তাপস রায় ৷ জানালেন, আশানুরূপ ফল হয়নি ৷
- ডায়মন্ড হারবারে গতবারের তুলনায় জয়ের ব্য়বধান দ্বিগুণ করে নেওয়ার পথে 'তৃণমূল সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আপাতত সাড়ে 6 লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তিনি ৷
- কেশপুরে ভোট লুটের অভিযোগ তুলে সরব বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷
- বেলা বাড়তেই স্পষ্ট হচ্ছে ট্রেন্ড ৷ দিকে দিকে তৃণমূল কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ৷ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এলাকায় জয়োল্লাস ৷
- 5 লক্ষ 04 হাজার ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ গতবারের মার্জিনও (3,20,594 ভোট) টপকে গেলেন ‘তৃণমূল সেনাপতি’ ৷
- বহরমপুরে 1500 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা ৷ দ্বিতীয়স্থানে তৃণমূলের ইউসুফ পাঠান ৷ তিন নম্বরে নেমে গেলেন অধীর রঞ্জন চৌধুরী ৷
- 2 লক্ষের বেশি ভোটে এগিয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- 28 হাজার 372 ভোটে এগিয়ে কীর্তি আজাদ । প্রথম নির্বাচনে পরাজয়ের মুখ দেখবেন দিলীপ ঘোষ ?
- হুগলি লোকসভায় পিছিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়...
- অভিজিতকে টপকে গেলেন দেবাংশু ৷ তমলুকে এগিয়ে তৃণমূল প্রার্থী...
- 54 হাজার ভোটে পিছিয়ে পড়লেন মহম্মদ সেলিম...
- ভগবানগোলা উপ-নির্বাচনে এগিয়ে তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার...
- দমদম আসনে 2,176 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সৌগত রায়...
- প্রায় 22 হাজার ভোটে পিছিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম...
- ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে প্রায় 31 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
যাদবপুরে 45 হাজার ভোটে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ...
- বহরমপুরে এগিয়ে তৃণমূলের ইউসুফ পাঠান ৷ শেষের পথে অধীর-যুগ ?
- দেড় লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ডায়মন্ড হারবারে গো-হারা বিজেপি ?
- চতুর্থ রাউন্ডের শেষ ফের পিছলেন বিজেপি প্রার্থী ৷ সাড়ে 7 হাজার ভোটে এগিয়ে গেলেন মহুয়া মৈত্র ৷
- তৃতীয় রাউন্ড শেষে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় 682 ভোটে এগিয়ে রয়েছেন । তাঁর প্রাপ্য ভোট 34 হাজার 428 ৷
- অন্যদিকে মহুয়া মৈত্রের প্রাপ্য ভোট 33 হাজার 746 ৷
- সিপিআইএম প্রার্থী এসএম সাদির প্রাপ্য ভোট 14 হাজার 481 ৷
- 28 হাজার ভোটে এগিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে এগিয়ে হাজি নুরুল ইসলাম ৷ গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র...
- 20 হাজার ভোটে এগিয়ে সায়নী ঘোষ ৷
- প্রায় এক লক্ষ ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- মালদা উত্তর আসনে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ৷
- জঙ্গিপুরে এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান ৷
- বাঁকুড়ায় পিছিয়ে পড়লেন সুভাষ সরকার ৷ এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী...
- 9 হাজার ভোটে পিছিয়ে অর্জুন সিং ৷
- সাড়ে 10 হাজার ভোটে পিছিয়ে পড়লেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷
- বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্রকে পিছনে ফেলে প্রায় 26 হাজার ভোটে এগিয়ে গিয়েছেন হাজি নুরুল ইসলাম ৷ সূত্রের খবর, হটস্পট সন্দেশখালি বিধানসভা থেকেও এগিয়ে রয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী ।
- ব্যারাকপুর কেন্দ্রে দশ হাজারেরও বেশি ভোট এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
- ঝাড়গ্রাম আসনে পিছিয়ে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন...
- বারাসতে 17 হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার...
- বরানগর উপ-নির্বাচনে এগিয়ে বিজেপি প্রার্থী সজল ঘোষ...
গণনার সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...
দেশ ও রাজ্যভিত্তিক আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে...
https://www.etvbharat.com/en/!elections/election-2024?section=magic-mark
- বীরভূমে 700 ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়...
- প্রথম রাউন্ড গণনার শেষে সাড়ে 6 হাজার ভোটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷
- কোচবিহারে পিছিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক...
- মালদা দক্ষিণে এগিয়ে গেলেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, পিছিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী......
- মালদা দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী...
বিষ্ণুপুরে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, পিছিয়ে পড়লেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল...
- পিছিয়ে অর্জুন সিং ৷ ব্যারাকপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক...
- মুর্শিদাবাদে পিছিয়ে পড়লেন মহম্মদ সেলিম ৷ এগিয়ে তৃণমূল প্রার্থী আবু তাহের খান...
- আরামবাগে এগিয়ে বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার...
- বর্ধমান দুর্গাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ...
- বিষ্ণুপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল...
বর্ধমান পূর্বে এগিয়ে তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকার...
- মালদা উত্তরে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়...
- আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা...
গণনার সমস্ত আপডেট সরাসরি পান ইটিভি ভারতে...
দেশ ও রাজ্যভিত্তিক আপডেট পেতে ক্লিক করুন এই লিঙ্কে...
- কাঁথিতে এগিয়ে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী...
- আসানসোলে এগিয়ে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া...
- জঙ্গিপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন...
- রানাঘাটে এগিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার...
- পুরুলিয়ায় এগিয়ে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো...
- মথুরাপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত...
- ব্যারাকপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং...
- বসিরহাটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম...
- বনগাঁয় এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর...
- বহরমপুরে এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী...
- মুর্শিদাবাদে এগিয়ে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম...
- এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার...
- বাঁকুড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী সুভাষ সরকার...
- ডায়মন্ড হারবারে এগিয়ে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়...
- ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (দেব)...
- তমলুকে এগিয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়...
- যাদবপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ...
কাউন্টিং সেন্টারে অব্যবস্থা, বিরক্ত দিলীপ
- কাউন্টিং সেন্টারে চরম অব্যবস্থার অভিযোগ তুলে বিরক্তি প্রকাশ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ । মঙ্গলবার সকালেই তিনি পৌঁছে যান বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কাউন্টিং সেন্টার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইউআইটি বিল্ডিংয়ে ।
দিলীপ ঘোষ বলেন, ‘‘সকাল ছ’টা বেজে গেলেও কাজ শুরু হয়নি । কোথায় টেবিল লাগবে, কোথায় রেজিস্ট্রি হবে, কোথায় চেক-আপ লাগবে সেটাই ঠিক করে উঠতে পারেনি । সকাল বেলা হঠাৎ করে সিস্টেম চেঞ্জ হচ্ছে। আমি দাঁড়িয়ে দেখছি সব । আমার সব এজেন্টরা আসছে । রেজাল্ট বের হোক, তারপর বাকি কথা বলব ।’’
ভোট গণনার আগের রাতে বিস্ফোরণ ভাঙড়ে...
- ভাঙড় 2 নম্বর ব্লকের উত্তর কাশিপুর থানার অন্তর্গত চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুর এলাকায় বিস্ফোরণ । গুরুতর আহত 5 । এর মধ্যে রয়েছেন আইএসএফের পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন ।
- পুলিশ সূত্রে খবর, পানাপুকুর এলাকায় বোমা বানানোর সময়ে বোমা তৈরির সামগ্রীতে বিস্ফোরণ ঘটে । আহতদের উদ্ধার করে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে আসে । অবস্থার অবনতি হওয়ায় পাঁচজনকেই কলকাতার পিজি হাসপাতালে রেফার করা হয়েছে ।
বঙ্গে ভোটের ভাগ্য...
- বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গের পাশাপাশি বাকি আসনেও নজর দিয়েছে বিজেপি ৷ শেষ মুহূর্তে ‘একলা চলা’র নীতি নেওয়া তৃণমূল মরিয়া একাধিক দুর্নীতি, অভিযোগের হার্ডলস পেরিয়ে রাজ্যে নিজেদের আধিপত্য বজায় রাখতে ৷ একাধিক আসনে ‘ফ্যাক্টর’ হতে পারে বাম-কংগ্রেসের আসন সমঝোতাও ৷