কলকাতা, 31 অগস্ট: শনিবার থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু করলেন জুনিয়র চিকিৎসকরা। 31 অগষ্ট সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাবে ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'অভয়া টেলিমেডিসিন ক্লিনিক'। আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি এই টেলিমেডিসিন পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। এছাড়াও একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷
টেলিমেডিসিন পরিষেবা পাওয়ার জন্য 4টি ফোন নম্বর দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে ৷ এই নম্বর গুলিতে Whatsapp করে নিজের শারীরিক সমস্যার কথা জানিয়ে ওষুধ নিতে পারবেন আমজনতা। এই চারটে নম্বর হল, 8777565251, 8777569399, 8777579517, 6290326079। আজ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত পাওয়া যাবে এই পরিষেবা ৷ এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের তরফে স্পষ্ট করা হয়েছে, তাঁদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ৷
তবে, শুধু টেলিমেডিসিন পরিষেবা নয়, পাশাপশি আরও বেশ কিছু কর্মসূচি নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ আগামী রবিবার সারা রাজ্যের মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকাগুলিতে এটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করছেন জুনিয়র চিকিৎসকরা। যার নাম 'অভয়া ক্লিনিক'। সেটাও চলবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ৷ অন্যদিকে, 2 সেপ্টেম্বর পুলিশ কমিশনর বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা ৷ তার সঙ্গে বুধবার তাঁরা একটি সার্বিকভাবে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন ৷ রাত 9টা থেকে 10টা পর্যন্ত এই কর্মসূচি চলবে ৷ ওইদিন ঘরের আলো বন্ধ করে মোমবাতি বা প্রদীপ নিতে বাড়ির বাইরে মানববন্ধন করার আহ্বান জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
প্রসঙ্গত, পাঁচ দফা দাবি নিয়ে 22 দিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। তাঁদের আন্দোলনের প্রথম দাবি, চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ন্যায়বিচার ৷ তাঁদের আরও দু'টি প্রধান দাবি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। আগামী 5 সেপ্টেম্বর আরজি কর মামলায় ফের শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ৷ ওইদিন শীর্ষ আদালত কী বলে, সেদিকও নজর রাখবেন জুনিয়র চিকিৎসকরা। প্রজেক্টর লাগিয়ে আগের দু'দিনের মত আন্দোলন মঞ্চে বসেই শুনানি শুনবেন জুনিয়র চিকিৎসকরা।