ETV Bharat / state

আমাদের কেন নটোরিয়াস ক্রিমিনাল বলা হল? পালটা প্রশ্ন তুলল ডাক্তারদের নয়া সংগঠন - JUNIOR DOCTORS ALLEGATIONS

অনিকেত মাহাতো এবং রিয়া বেরাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের ৷ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বৈধতা নিয়েও প্রশ্ন তুলল তারা ৷

West Bengal Junior Doctors Association
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2024, 5:02 PM IST

Updated : Oct 26, 2024, 7:25 PM IST

কলকাতা, 26 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে লাইভ স্ট্রিমিংয়ে থ্রেট কালচারে অভিযুক্তদের নটোরিয়াস ক্রিমিনাল বলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো ৷ কিসের ভিত্তিতে ওইসব জুনিয়র চিকিৎসকদের নটোরিয়াস ক্রিমিনাল বলা হল ? সেই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীশ চক্রবর্তীর কথায়, "মুখ্যমন্ত্রীর সামনে আমাদের অনিকেত মাহাতো নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন । আমাদের ম্যালাইন (অসম্মান) করা হয় । অভয়া দিদির নামে 4 কোটি 75 লক্ষের বেশি টাকা তোলা হয়েছে । রিয়া নিজে পোস্টমর্টেম রিপোর্টে সাক্ষর করেছিলেন । তাঁর অ্যাকাউন্টে অভয়া দিদির নামে 28 লক্ষ টাকা ঢুকেছে ৷ তাঁরা যেটা করছেন সেটা কি নটোরিয়াস ক্রিমিনালের কাজ না?"

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)

প্রসঙ্গত, অনিকেত মাহাতো ও রিয়া বেরাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে পালটা নয়া সংগঠন গড়েছেন আরজি কর হাসপাতাল-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা ৷ সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ তাদের তরফে এ দিন সাংবাদিক বৈঠক করা হয় ৷

সেই সাংবাদিক বৈঠক থেকে পালটা আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এবং রিয়া বেরাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছে জুনিয়র চিকিৎসকদের এই নয়া সংগঠন । জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট তিনি, এই বলে রিয়া বেরা সই করেছিলেন তাতে । সেই রিয়া বেরা নির্যাতিতার বিচার চেয়ে বেআইনিভাবে টাকা তুলছেন ।

আরজি কর-কাণ্ডের পর দু'টি সংগঠনে বিভক্ত হয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ৷ আগেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামে সংগঠন ছিল ৷ যার সদস্য অনিকেত মাহাতোরা ৷ পাশাপাশি জুনিয়র ডক্টরস ফ্রন্টের ছাতার তলায় আরজি করে তৈরি হয় নয়া সংগঠন ৷ যার নাম রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ যার সভাপতি অনিকেত মাহাতো এবং সদস্য রিয়া বেরা ৷ এই সংগঠন আগেই অনান্য হাসপাতালে ছিল ৷ তবে আরজি করে আন্দোলনের সময় তৈরি হয় ৷ কিন্তু রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বৈধতা নিয়েই এবার প্রশ্ন তুললেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন ৷

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীশ চক্রবর্তী বলেন, "আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন প্রথমে আমরাই শুরু করেছিলাম । তবে কখনও আমরা স্বাস্থ্য সেবা বন্ধ করে আন্দোলন চালাতে চাইনি । তাই আমাদের উপর তখন থ্রেট কালচারের অভিযোগ করা হয় । কলেজের কমিটি আমাদের কোনও কথা না শুনেই হাসপাতালে আসা বন্ধ করে দেয় ।"

এই সংগঠনের জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, "আমাদের সঙ্গে কেন এমন করা‌ হল । আমাদেরকে শুধু থ্রেট কালচার না টেরেরাইসও (ভয় দেখানো) করা হয়েছে । আমরা এই লড়াই চালাব ।" এর সঙ্গে এই অ্যাসোসিয়েশন শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের ডাকা গণ কনভেনশন নিয়েও প্রশ্ন তোলে । সদস্যরা বলেন, "আজকের কনভেনশনে কতজন চিকিৎসক আছেন সেটা গুনে বলা যাবে । আগামিদিনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাসোসিয়েশনের তরফেও একটি কনভেনশন ডাকা হবে ।"

কলকাতা, 26 অক্টোবর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে বসে লাইভ স্ট্রিমিংয়ে থ্রেট কালচারে অভিযুক্তদের নটোরিয়াস ক্রিমিনাল বলেছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো ৷ কিসের ভিত্তিতে ওইসব জুনিয়র চিকিৎসকদের নটোরিয়াস ক্রিমিনাল বলা হল ? সেই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন তুললেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা ৷

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীশ চক্রবর্তীর কথায়, "মুখ্যমন্ত্রীর সামনে আমাদের অনিকেত মাহাতো নটোরিয়াস ক্রিমিনাল বলেছেন । আমাদের ম্যালাইন (অসম্মান) করা হয় । অভয়া দিদির নামে 4 কোটি 75 লক্ষের বেশি টাকা তোলা হয়েছে । রিয়া নিজে পোস্টমর্টেম রিপোর্টে সাক্ষর করেছিলেন । তাঁর অ্যাকাউন্টে অভয়া দিদির নামে 28 লক্ষ টাকা ঢুকেছে ৷ তাঁরা যেটা করছেন সেটা কি নটোরিয়াস ক্রিমিনালের কাজ না?"

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)

প্রসঙ্গত, অনিকেত মাহাতো ও রিয়া বেরাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে পালটা নয়া সংগঠন গড়েছেন আরজি কর হাসপাতাল-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে থ্রেট কালচারে অভিযুক্ত জুনিয়র চিকিৎসকেরা ৷ সেই সংগঠনের নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ তাদের তরফে এ দিন সাংবাদিক বৈঠক করা হয় ৷

সেই সাংবাদিক বৈঠক থেকে পালটা আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো এবং রিয়া বেরাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছে জুনিয়র চিকিৎসকদের এই নয়া সংগঠন । জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিযোগ, আরজি করে নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট তিনি, এই বলে রিয়া বেরা সই করেছিলেন তাতে । সেই রিয়া বেরা নির্যাতিতার বিচার চেয়ে বেআইনিভাবে টাকা তুলছেন ।

আরজি কর-কাণ্ডের পর দু'টি সংগঠনে বিভক্ত হয়ে গিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা ৷ আগেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নামে সংগঠন ছিল ৷ যার সদস্য অনিকেত মাহাতোরা ৷ পাশাপাশি জুনিয়র ডক্টরস ফ্রন্টের ছাতার তলায় আরজি করে তৈরি হয় নয়া সংগঠন ৷ যার নাম রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ যার সভাপতি অনিকেত মাহাতো এবং সদস্য রিয়া বেরা ৷ এই সংগঠন আগেই অনান্য হাসপাতালে ছিল ৷ তবে আরজি করে আন্দোলনের সময় তৈরি হয় ৷ কিন্তু রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের বৈধতা নিয়েই এবার প্রশ্ন তুললেন থ্রেট কালচারে অভিযুক্তদের সংগঠন ৷

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্য শ্রীশ চক্রবর্তী বলেন, "আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে আন্দোলন প্রথমে আমরাই শুরু করেছিলাম । তবে কখনও আমরা স্বাস্থ্য সেবা বন্ধ করে আন্দোলন চালাতে চাইনি । তাই আমাদের উপর তখন থ্রেট কালচারের অভিযোগ করা হয় । কলেজের কমিটি আমাদের কোনও কথা না শুনেই হাসপাতালে আসা বন্ধ করে দেয় ।"

এই সংগঠনের জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, "আমাদের সঙ্গে কেন এমন করা‌ হল । আমাদেরকে শুধু থ্রেট কালচার না টেরেরাইসও (ভয় দেখানো) করা হয়েছে । আমরা এই লড়াই চালাব ।" এর সঙ্গে এই অ্যাসোসিয়েশন শনিবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের ডাকা গণ কনভেনশন নিয়েও প্রশ্ন তোলে । সদস্যরা বলেন, "আজকের কনভেনশনে কতজন চিকিৎসক আছেন সেটা গুনে বলা যাবে । আগামিদিনে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র অ্যাসোসিয়েশনের তরফেও একটি কনভেনশন ডাকা হবে ।"

Last Updated : Oct 26, 2024, 7:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.