ETV Bharat / state

সামনের বছর রাজ্যে কবে জয়েন্ট পরীক্ষা ? দিন ঘোষণা বোর্ডের - WBJEE EXAM 2025 DATE

সামনের বছর রাজ্যে কবে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ? শুক্রবার তার দিন ঘোষণা করল বোর্ড ৷

ETV BHARAT
সামনের বছরের জয়েন্ট পরীক্ষার দিন ঘোষণা হল (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2024, 4:22 PM IST

Updated : Dec 13, 2024, 4:54 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: ঘোষণা করা হল রাজ্যে সামনের বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ । 2025 সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষা হতে চলেছে 27 এপ্রিল । উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস সাতদিন পর হবে সে বছরের রাজ্য জয়েন্ট পরীক্ষা । শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর ।

পাশাপাশি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেই আগামী দিনে সমস্ত তথ্য দেওয়া হবে । সেখান থেকেই পড়ুয়ারা পরীক্ষার সম্পর্কে বিশদে জানতে পারবেন । উল্লেখ্য, রাজ্যে এই পরীক্ষা নেওয়া হয় মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং স্থাপত্যবিদ্যার বিষয়ে পড়াশোনায় ভর্তির ক্ষেত্রে ।

ETV BHARAT
বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3 মার্চ থেকে, যা শেষ হবে 18 মার্চ । হিসেব মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । অন্যদিকে, দিল্লির দুটো বোর্ডের পরীক্ষাও শেষ হয়ে যাবে 18 মার্চ । ফলে পড়ুয়ারা জয়েন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী বছর বেশ অনেকটাই সময় হাতে পাবে । তবে জয়েন্টের ফর্ম ফিলাপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাস থেকে । সেই বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট পেজে ।

প্রসঙ্গত, গতবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 28 এপ্রিল । ফলপ্রকাশ হয়েছিল পরীক্ষার ঠিক দু'মাসের মাথায়, 6 জুন । 2024 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রেজিস্ট্রেশন করিয়েছিল 1 লক্ষ 42 হাজার 692 জন । পরীক্ষায় উপস্থিত ছিল 1 লক্ষ 13 হাজার 492 জন । তার মধ্যে 79,025 জন ছাত্র এবং 34,467 জন ছাত্রী । অন্যদিকে, পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা 1 লক্ষ 12 হাজার 963 । এর মধ্যে ছাত্রের সংখ্যা 78 হাজার 621 জন এবং ছাত্রীর সংখ্যা 34 হাজার 342 জন ।

বাংলা ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যের পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল । আন্দামান নিকোবর থেকে 12 জন, দাদরা নগর হাভেলি থেকে 6 জন, জম্মু-কাশ্মীর থেকে 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন, মিজোরাম থেকে 3 জন, গোয়া থেকে 7 জন এবং দমন ও দিউ থেকে 5 জনের নাম পরীক্ষায় রেজিস্টার করা হয়েছিল ।

কলকাতা, 13 ডিসেম্বর: ঘোষণা করা হল রাজ্যে সামনের বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ । 2025 সালে রাজ্যে জয়েন্ট পরীক্ষা হতে চলেছে 27 এপ্রিল । উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় এক মাস সাতদিন পর হবে সে বছরের রাজ্য জয়েন্ট পরীক্ষা । শুক্রবার প্রেস বিবৃতি দিয়ে একথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর ।

পাশাপাশি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানেই আগামী দিনে সমস্ত তথ্য দেওয়া হবে । সেখান থেকেই পড়ুয়ারা পরীক্ষার সম্পর্কে বিশদে জানতে পারবেন । উল্লেখ্য, রাজ্যে এই পরীক্ষা নেওয়া হয় মূলত ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং স্থাপত্যবিদ্যার বিষয়ে পড়াশোনায় ভর্তির ক্ষেত্রে ।

ETV BHARAT
বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি (নিজস্ব চিত্র)

সামনের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে 3 মার্চ থেকে, যা শেষ হবে 18 মার্চ । হিসেব মতো উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । অন্যদিকে, দিল্লির দুটো বোর্ডের পরীক্ষাও শেষ হয়ে যাবে 18 মার্চ । ফলে পড়ুয়ারা জয়েন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য আগামী বছর বেশ অনেকটাই সময় হাতে পাবে । তবে জয়েন্টের ফর্ম ফিলাপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া শুরু হবে জানুয়ারি মাস থেকে । সেই বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখতে হবে ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট পেজে ।

প্রসঙ্গত, গতবছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল 28 এপ্রিল । ফলপ্রকাশ হয়েছিল পরীক্ষার ঠিক দু'মাসের মাথায়, 6 জুন । 2024 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় রেজিস্ট্রেশন করিয়েছিল 1 লক্ষ 42 হাজার 692 জন । পরীক্ষায় উপস্থিত ছিল 1 লক্ষ 13 হাজার 492 জন । তার মধ্যে 79,025 জন ছাত্র এবং 34,467 জন ছাত্রী । অন্যদিকে, পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা 1 লক্ষ 12 হাজার 963 । এর মধ্যে ছাত্রের সংখ্যা 78 হাজার 621 জন এবং ছাত্রীর সংখ্যা 34 হাজার 342 জন ।

বাংলা ছাড়াও আরও বেশ কয়েকটি রাজ্যের পড়ুয়ারা এই পরীক্ষায় অংশ নিয়েছিল । আন্দামান নিকোবর থেকে 12 জন, দাদরা নগর হাভেলি থেকে 6 জন, জম্মু-কাশ্মীর থেকে 38 জন, লাদাখ থেকে 2 জন, মেঘালয় থেকে 24 জন, মিজোরাম থেকে 3 জন, গোয়া থেকে 7 জন এবং দমন ও দিউ থেকে 5 জনের নাম পরীক্ষায় রেজিস্টার করা হয়েছিল ।

Last Updated : Dec 13, 2024, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.