ETV Bharat / state

2023-24 অর্থবর্ষে মনরেগায় রাজ্যের প্রাপ্তি শূন্য, রাজ্যসভায় জানাল কেন্দ্র - MGNREGA - MGNREGA

TMC on Report Over MGNREGA: 2023-24 অর্থবর্ষে মনরেগাতে কোনও টাকা পায়নি পশ্চিমবঙ্গ সরকার ৷ রাজ্যসভায় কেন্দ্রের প্রকাশিত নথিতে এমনটাই উল্লেখ করা হয়েছে ৷ আর তার পরেই বিজেপির বিরুদ্ধে আরও একবার সরব হল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷

Centre on MGNREGA
2023-24 অর্থবর্ষে মনরেগায় রাজ্যের প্রাপ্তি শূন্য ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 4:20 PM IST

কলকাতা, 4 অগস্ট: সময়টা 2021 সালের বিধানসভা নির্বাচনের পরপর ৷ সেই থেকে মনরেগা বা 100 দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির সঙ্গে রাজনৈতিক দ্বৈরথ চলছে রাজ্য সরকারের ৷ এমনকী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও বারবার বলে এসেছে রাজ্যকে একশদিনের কাজের প্রকল্পে বঞ্চিত করছে কেন্দ্র ৷ এবার কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেখা গেল গত অর্থবর্ষে মনরেগায় পশ্চিমবঙ্গের প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷

26 জুলাই রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে 2022-23 ও 2023-24 অর্থবর্ষে রাজ্যকে কাঙ্ক্ষিত অর্থ দেওয়া হয়নি ৷ 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র 1 হাজার 618 কোটি টাকা ৷ পরের বছর, অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যকে দেওয়া অর্থের পরিমাণ শূন্য ৷ এই তথ্য সামনে আসার পরই কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে নতুন করে সুর চড়াল তৃণমূল ৷

Centre on MGNREGA
রাজ্যসভায় কেন্দ্রের প্রকাশিত মনরেগার নথি ৷ (ইটিভি ভারত)

তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন সোশাল মিডিয়ায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, "শেষ পর্যন্ত কেন্দ্রের মোদি সরকার সংসদে মেনে নিল রাজ্যকে মানরেগা তথা 100 দিনের কাজের প্রকল্পে একটি টাকাও দেওয়া হয়নি ৷ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক ৷ 2021 সালে বাংলায় নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা বাংলাকে কত টাকা দিয়েছে সেটা জানাক ! " ডেরেক অভিযোগ করেছেন, অভিষেকের দাবি মেনে এখনও কেন্দ্রীয় সরকার রাজ্যকে একুশের পরে কত টাকা দিয়েছে, তা নিয়ে কোনও শ্বেতপত্র প্রকাশ করেনি ৷ তবে, রাজ্যসভায় দেওয়া কেন্দ্রীয় সরকারের হিসেবে পরিষ্কার, যে তৃণমূলের দাবি সত্যি ৷

কলকাতা, 4 অগস্ট: সময়টা 2021 সালের বিধানসভা নির্বাচনের পরপর ৷ সেই থেকে মনরেগা বা 100 দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্রীয় সরকার তথা বিজেপির সঙ্গে রাজনৈতিক দ্বৈরথ চলছে রাজ্য সরকারের ৷ এমনকী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও বারবার বলে এসেছে রাজ্যকে একশদিনের কাজের প্রকল্পে বঞ্চিত করছে কেন্দ্র ৷ এবার কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেখা গেল গত অর্থবর্ষে মনরেগায় পশ্চিমবঙ্গের প্রাপ্তির ভাঁড়ার শূন্য ৷

26 জুলাই রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে 2022-23 ও 2023-24 অর্থবর্ষে রাজ্যকে কাঙ্ক্ষিত অর্থ দেওয়া হয়নি ৷ 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ পেয়েছে মাত্র 1 হাজার 618 কোটি টাকা ৷ পরের বছর, অর্থাৎ 2023-24 অর্থবর্ষে রাজ্যকে দেওয়া অর্থের পরিমাণ শূন্য ৷ এই তথ্য সামনে আসার পরই কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে নতুন করে সুর চড়াল তৃণমূল ৷

Centre on MGNREGA
রাজ্যসভায় কেন্দ্রের প্রকাশিত মনরেগার নথি ৷ (ইটিভি ভারত)

তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন সোশাল মিডিয়ায় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন ৷ তিনি বলেন, "শেষ পর্যন্ত কেন্দ্রের মোদি সরকার সংসদে মেনে নিল রাজ্যকে মানরেগা তথা 100 দিনের কাজের প্রকল্পে একটি টাকাও দেওয়া হয়নি ৷ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক ৷ 2021 সালে বাংলায় নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা বাংলাকে কত টাকা দিয়েছে সেটা জানাক ! " ডেরেক অভিযোগ করেছেন, অভিষেকের দাবি মেনে এখনও কেন্দ্রীয় সরকার রাজ্যকে একুশের পরে কত টাকা দিয়েছে, তা নিয়ে কোনও শ্বেতপত্র প্রকাশ করেনি ৷ তবে, রাজ্যসভায় দেওয়া কেন্দ্রীয় সরকারের হিসেবে পরিষ্কার, যে তৃণমূলের দাবি সত্যি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.