ETV Bharat / state

সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও বাংলায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত - RG Kar Doctor Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 7:18 AM IST

Kolkata Doctor murder and rape case updates: সুপ্রিম কোর্টের অনুরোধের পরও বাংলার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত ৷ কারণ দোষীদের শাস্তি না-হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসবেন না পরিষ্কার জানিয়েছে দিয়েছেন তাঁরা ৷ তবে, শীর্ষ আদালতের অনুরোধে কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়েছেন দিল্লির এইমস-সহ দেশের অনান্য হাসাপাতালের চিকিৎসকরা ৷

RG Kar Doctor Rape and Murder Case
জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত (নিজস্ব চিত্র)

কলকাতা, 23 অগস্ট: সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও নিজেদের সিদ্ধান্ত অটল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ ফলে জারি থাকল আরজি কর-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি ৷ শীর্ষ আদালতের অনুরোধ সত্ত্বেও কর্মবিরতি চালাবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, আমাদের প্রধান দাবি ছিল বিচার ৷ সেই বিচার আমরা এখনও পাইনি। তার সঙ্গে ধরে নেওয়া হচ্ছে, এই ঘটনায় একের অধিক জড়িত। কিন্তু, এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র এক জন ৷ ফলে দোষীরা এখনও খোলা রাস্তায় ঘুরছে ৷ তাই, আমরা কাজে যোগ দিলে আমাদের নিরাপত্তা কথায় থাকছে ?

বৃহস্পতিবাার আরজি কর মামলার শুনানির সময় দেশজুড়ে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে সুপ্রিম কোর্ট ৷ এই পরই দিল্লি এইমস-সহ দেশের অনান্য হাসাপাতালের চিকিৎসকরা কাজে ফেরার কথা জানিয়েছেন ৷ শীর্ষ আদালতের আশ্বাসের পর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়েছে দিল্লি এইমস ৷ সেখানকার চিকিৎসক পড়ুয়ারা 11 দিন ধরে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছিলেন। শীর্ষ আদালতের আশ্বাসে ভরসা রেখে বৃহস্পতিবারই কর্মবিিরতি তুলে নেওয়ার কথা জানিয়ে দেন তাঁরা ৷ কিন্তু, আরজি কর-সহ বাংলার অনান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তাঁদের আন্দোলন থেকে সরে আসছেন না ৷ তাঁদের কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চললেও রাজ্যের সিনিয়র চিকিৎসকরা আগের মতোই পরিষেবা দিয়ে যাবেন ৷

গত 8 তারিখ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তার সারা দেশে ৷ এক চিকিৎসক পড়ুয়াকে কর্মস্থলে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ ৷ এই ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মামলা শুনছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের এই বেঞ্চে বৃহস্পতিবারও সেই মামলার শুনানি ছিল ৷ এদিনই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে শীর্ষ আদালত ৷ সেই অনুরোধের পর শুক্রবার থেকে দেশের অনান্য জায়গার ছবিটা বদলালেও বাংলার আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতি থেকে সরছেন না ৷ শীর্ষ আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই আরজি কর হাসপাতালের নিরাপত্তায় রয়েছেন সিআইএসএফ জওয়ানরা। আর হাসপাতালের বাইরে রয়েছে কলকাতা পুলিশ ৷

অপরদিকে, বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাাধ্যায় এবং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এছাড়াও এইদিন হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ৷ হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি ৷ তবে খুব শীঘ্রই আরজি কর হাসপাতাল পুরোনো ছন্দে ফিরবে বলে মনে করেন নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

কলকাতা, 23 অগস্ট: সুপ্রিম কোর্টের অনুরোধের পরেও নিজেদের সিদ্ধান্ত অটল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা ৷ ফলে জারি থাকল আরজি কর-সহ রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি ৷ শীর্ষ আদালতের অনুরোধ সত্ত্বেও কর্মবিরতি চালাবেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের কথায়, আমাদের প্রধান দাবি ছিল বিচার ৷ সেই বিচার আমরা এখনও পাইনি। তার সঙ্গে ধরে নেওয়া হচ্ছে, এই ঘটনায় একের অধিক জড়িত। কিন্তু, এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন মাত্র এক জন ৷ ফলে দোষীরা এখনও খোলা রাস্তায় ঘুরছে ৷ তাই, আমরা কাজে যোগ দিলে আমাদের নিরাপত্তা কথায় থাকছে ?

বৃহস্পতিবাার আরজি কর মামলার শুনানির সময় দেশজুড়ে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে সুপ্রিম কোর্ট ৷ এই পরই দিল্লি এইমস-সহ দেশের অনান্য হাসাপাতালের চিকিৎসকরা কাজে ফেরার কথা জানিয়েছেন ৷ শীর্ষ আদালতের আশ্বাসের পর বৃহস্পতিবার থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানিয়েছে দিল্লি এইমস ৷ সেখানকার চিকিৎসক পড়ুয়ারা 11 দিন ধরে আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছিলেন। শীর্ষ আদালতের আশ্বাসে ভরসা রেখে বৃহস্পতিবারই কর্মবিিরতি তুলে নেওয়ার কথা জানিয়ে দেন তাঁরা ৷ কিন্তু, আরজি কর-সহ বাংলার অনান্য হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা তাঁদের আন্দোলন থেকে সরে আসছেন না ৷ তাঁদের কর্মবিরতি চালিয়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তবে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চললেও রাজ্যের সিনিয়র চিকিৎসকরা আগের মতোই পরিষেবা দিয়ে যাবেন ৷

গত 8 তারিখ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ঘটে যাওয়া ওই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে উত্তার সারা দেশে ৷ এক চিকিৎসক পড়ুয়াকে কর্মস্থলে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ ৷ এই ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে মামলা শুনছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের এই বেঞ্চে বৃহস্পতিবারও সেই মামলার শুনানি ছিল ৷ এদিনই জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করে শীর্ষ আদালত ৷ সেই অনুরোধের পর শুক্রবার থেকে দেশের অনান্য জায়গার ছবিটা বদলালেও বাংলার আন্দোলনরত চিকিৎসকরা কর্মবিরতি থেকে সরছেন না ৷ শীর্ষ আদালতের নির্দেশে বৃহস্পতিবার থেকেই আরজি কর হাসপাতালের নিরাপত্তায় রয়েছেন সিআইএসএফ জওয়ানরা। আর হাসপাতালের বাইরে রয়েছে কলকাতা পুলিশ ৷

অপরদিকে, বৃহস্পতিবার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাাধ্যায় এবং সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এছাড়াও এইদিন হাসপাতালে আসেন রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ৷ হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন তিনি ৷ তবে খুব শীঘ্রই আরজি কর হাসপাতাল পুরোনো ছন্দে ফিরবে বলে মনে করেন নতুন সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.