ডায়মন্ড হারবার, 30 জানুয়রি: শ্রমিক মেলার উদ্বোধন করতে এসে সন্দেশখালির শেখ শাহজাহান প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার ডায়মন্ড হারবার পৌরসভার ডায়মন্ড ক্লাবের মাঠে অনুষ্ঠিত শ্রমিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ৷
মেলার উদ্বোধনে এসে তিনি বলেন, "বাংলার মানুষের এখন একটাই প্রশ্ন সন্দেশখালির বাদশা শেখ শাহজাহান কোথায় রয়েছে ৷ ইডি লুক-আউট নোটিস জারি করেছে। পুলিশও তার খোঁজ চালাচ্ছে। কিন্তু শেখ শাহজাহান কোথায়, তা এখনও জানতে পারা যাচ্ছে না। আদালতের তত্ত্বাবধানেই রয়েছেন শাহজাহান।"
উল্লেখ্য, সোমবারই ইডি'র বিশেষ আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। আদালত সূত্রে খবর, আগাম জামিনের জন্য যিনি আবেদন করছেন, তার সই দরকার হয়। শাহজাহানের সই যদি পাওয়া যায়, তাহলে শাহাজাহান কেন ‘বেপাত্তা’? তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এই প্রসঙ্গেই বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "শাহজাহান শেখ কি আদালতে যেতে পারেন না? আমি তো মনে করি, আদালতের তত্ত্বাবধানে আছেন তিনি। যখন কোনও ব্যক্তি আদালতে আবেদন করেন আগাম জামিনের জন্য, তার মানে তিনি এখন আদালতের তত্ত্বাবধানে আছেন।"
স্পিকারের আরও জানান, আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে। শাহজাহান শেখ তো আবেদন করতেই পারেন। এতে অন্যায় কী আছে! শাহজাহান শেখের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য। এতে ভুল কী আছে? তাহলে কি শাহজাহান গ্রেফতারির আশঙ্কা করছেন আপনি? এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিতে চাননি বিমান বন্দ্যোপাধ্যায়।
এসবের মধ্যেই নেতা-মন্ত্রীদের গলা থেকেও বিভিন্ন মন্তব্য শোনা যাচ্ছে। শাহজাহান হয়ত চিকিৎসার জন্য বাংলার বাইরে গিয়েছেন। এবার শেখ শাহজাহান প্রসঙ্গে মুখ খুললেন বিধানসভার স্পিকার তথা বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল।
আরও পডুন: