ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানা'র প্রভাব বঙ্গের উপকূলে, কেমন থাকবে কলকাতায় আবহাওয়া ? - BENGAL WEATHER UPDATE

ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বাংলায় ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়ে গিয়েছে ৷ বাংলার একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি ৷

kolkata weather
কলকাতায় বাড়ছে বৃষ্টির পরিমাণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 25, 2024, 8:41 AM IST

Updated : Oct 25, 2024, 11:06 AM IST

কলকাতা, 25 অক্টোবর: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের 'লেজ' স্থলভাগে প্রবেশ করেছে ৷ তবে আরও এক থেকে 2 ঘণ্টা চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৷

দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও শুরু হয়েছে বৃষ্টি ৷ তবে উপকূলীয় অঞ্চলগুলির থেকে কলকাতায় এর প্রভাব কম ৷ যদিও কলকাতায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ৷ প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা'র উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান ৷ 20.85 উত্তর অক্ষাংশ ও 86.90 পূর্ব দ্রাঘিমায় রয়েছে এই ঘূর্ণিঝড় । সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা ৷ ঘূর্ণিঝড়ের নিজস্ব গতিবেগ ঘণ্টায় 17 কিলোমিটার (আগে ছিল 15 কিলোমিটার) । ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টা । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত ।"

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে বৃষ্টি সেভাবে শুরু না হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে ৷ শুক্রবার দিনভর এই বৃষ্টিপাত চলবে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ? এক নজরে দেখে নিন

বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ 67 মিলিমিটার

দিঘায় বৃষ্টির পরিমাণ 37 মিলিমিটার

হলদিয়ায় বৃষ্টির পরিমাণ 63 মিলিমিটার

ওড়িশায় একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

চাঁদবালিতে বৃষ্টির পরিমাণ 145.8 মিলিমিটার

ভুবনেশ্বরে বৃষ্টির পরিমাণ 20.4 মিলিমিটার

বালেশ্বরে বৃষ্টির পরিমাণ 44.8 মিলিমিটার

পারাদ্বীপে বৃষ্টির পরিমাণ 76.4 মিলিমিটার

কলকাতার তাপমাত্রা: শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 87 শতাংশ ।

ঘূর্ণিঝড়ের অবস্থান: দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে । 10 কিলোমিটার গতিবেগে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় । এই মুহূর্তে, ধামারা থেকে 30 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় ৷ ভিতরকণিকার হাবলিখাটি নেচার ক্যাম্প থেকে 50 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় দানা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে । সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে । সেই সময়, এটি শক্তি হারিয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে এগোবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র

কলকাতা, 25 অক্টোবর: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের 'লেজ' স্থলভাগে প্রবেশ করেছে ৷ তবে আরও এক থেকে 2 ঘণ্টা চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৷

দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও শুরু হয়েছে বৃষ্টি ৷ তবে উপকূলীয় অঞ্চলগুলির থেকে কলকাতায় এর প্রভাব কম ৷ যদিও কলকাতায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ৷ প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা'র উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান ৷ 20.85 উত্তর অক্ষাংশ ও 86.90 পূর্ব দ্রাঘিমায় রয়েছে এই ঘূর্ণিঝড় । সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা ৷ ঘূর্ণিঝড়ের নিজস্ব গতিবেগ ঘণ্টায় 17 কিলোমিটার (আগে ছিল 15 কিলোমিটার) । ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টা । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত ।"

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে বৃষ্টি সেভাবে শুরু না হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে ৷ শুক্রবার দিনভর এই বৃষ্টিপাত চলবে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ? এক নজরে দেখে নিন

বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ 67 মিলিমিটার

দিঘায় বৃষ্টির পরিমাণ 37 মিলিমিটার

হলদিয়ায় বৃষ্টির পরিমাণ 63 মিলিমিটার

ওড়িশায় একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

চাঁদবালিতে বৃষ্টির পরিমাণ 145.8 মিলিমিটার

ভুবনেশ্বরে বৃষ্টির পরিমাণ 20.4 মিলিমিটার

বালেশ্বরে বৃষ্টির পরিমাণ 44.8 মিলিমিটার

পারাদ্বীপে বৃষ্টির পরিমাণ 76.4 মিলিমিটার

কলকাতার তাপমাত্রা: শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 87 শতাংশ ।

ঘূর্ণিঝড়ের অবস্থান: দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে । 10 কিলোমিটার গতিবেগে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় । এই মুহূর্তে, ধামারা থেকে 30 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় ৷ ভিতরকণিকার হাবলিখাটি নেচার ক্যাম্প থেকে 50 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় দানা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে । সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে । সেই সময়, এটি শক্তি হারিয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে এগোবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র
Last Updated : Oct 25, 2024, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.