ETV Bharat / state

ঘূর্ণিঝড় দানা'র প্রভাব বঙ্গের উপকূলে, কেমন থাকবে কলকাতায় আবহাওয়া ?

ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বাংলায় ইতিমধ্যেই তার প্রভাব শুরু হয়ে গিয়েছে ৷ বাংলার একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি ৷

kolkata weather
কলকাতায় বাড়ছে বৃষ্টির পরিমাণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 1 hours ago

কলকাতা, 25 অক্টোবর: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের 'লেজ' স্থলভাগে প্রবেশ করেছে ৷ তবে আরও এক থেকে 2 ঘণ্টা চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৷

দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও শুরু হয়েছে বৃষ্টি ৷ তবে উপকূলীয় অঞ্চলগুলির থেকে কলকাতায় এর প্রভাব কম ৷ যদিও কলকাতায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ৷ প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা'র উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান ৷ 20.85 উত্তর অক্ষাংশ ও 86.90 পূর্ব দ্রাঘিমায় রয়েছে এই ঘূর্ণিঝড় । সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা ৷ ঘূর্ণিঝড়ের নিজস্ব গতিবেগ ঘণ্টায় 17 কিলোমিটার (আগে ছিল 15 কিলোমিটার) । ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টা । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত ।"

BENGAL WEATHER UPDATE
কলকাতায় শুরু বৃষ্টিপাত (ইটিভি ভারত)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে বৃষ্টি সেভাবে শুরু না হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে ৷ শুক্রবার দিনভর এই বৃষ্টিপাত চলবে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ? এক নজরে দেখে নিন

বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ 67 মিলিমিটার

দিঘায় বৃষ্টির পরিমাণ 37 মিলিমিটার

হলদিয়ায় বৃষ্টির পরিমাণ 63 মিলিমিটার

BENGAL WEATHER UPDATE
জলমগ্ন কলকাতার রাস্তা (নিজস্ব চিত্র)

ওড়িশায় একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

চাঁদবালিতে বৃষ্টির পরিমাণ 145.8 মিলিমিটার

ভুবনেশ্বরে বৃষ্টির পরিমাণ 20.4 মিলিমিটার

বালেশ্বরে বৃষ্টির পরিমাণ 44.8 মিলিমিটার

পারাদ্বীপে বৃষ্টির পরিমাণ 76.4 মিলিমিটার

কলকাতার তাপমাত্রা:

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 87 শতাংশ ।

ঘূর্ণিঝড়ের অবস্থান:

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে । 10 কিলোমিটার গতিবেগে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় । এই মুহূর্তে, ধামারা থেকে 30 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় ৷ ভিতরকণিকার হাবলিখাটি নেচার ক্যাম্প থেকে 50 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় দানা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে । সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে । সেই সময়, এটি শক্তি হারিয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে এগোবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র

কলকাতা, 25 অক্টোবর: ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় দানা ৷ বৃহস্পতিবার মধ্যরাতে কেন্দ্রপাড়া জেলার ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় ৷ ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের 'লেজ' স্থলভাগে প্রবেশ করেছে ৷ তবে আরও এক থেকে 2 ঘণ্টা চলবে এই ল্যান্ডফল প্রক্রিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই দেখা গিয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ৷

দক্ষিণ 24 পরগনার একাধিক অঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলেও শুরু হয়েছে বৃষ্টি ৷ তবে উপকূলীয় অঞ্চলগুলির থেকে কলকাতায় এর প্রভাব কম ৷ যদিও কলকাতায় বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কী বললেন আলিপুর অধিকর্তা ? (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "পূর্বাভাস মতোই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার মধ্যরাতে আছড়ে পড়েছে ৷ প্রবল ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা'র উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান ৷ 20.85 উত্তর অক্ষাংশ ও 86.90 পূর্ব দ্রাঘিমায় রয়েছে এই ঘূর্ণিঝড় । সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে দানা ৷ ঘূর্ণিঝড়ের নিজস্ব গতিবেগ ঘণ্টায় 17 কিলোমিটার (আগে ছিল 15 কিলোমিটার) । ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সময় হাওয়ার গতিবেগ ছিল 100-110 কিলোমিটার প্রতি ঘণ্টা । দমকা হাওয়ার গতিবেগ সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ ঘূর্ণিঝড়ের প্রভাব পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত ।"

BENGAL WEATHER UPDATE
কলকাতায় শুরু বৃষ্টিপাত (ইটিভি ভারত)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রথমে বৃষ্টি সেভাবে শুরু না হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে ৷ শুক্রবার দিনভর এই বৃষ্টিপাত চলবে ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কতটা বৃষ্টি হয়েছে ? এক নজরে দেখে নিন

বাংলার একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

ডায়মন্ড হারবারে বৃষ্টির পরিমাণ 67 মিলিমিটার

দিঘায় বৃষ্টির পরিমাণ 37 মিলিমিটার

হলদিয়ায় বৃষ্টির পরিমাণ 63 মিলিমিটার

BENGAL WEATHER UPDATE
জলমগ্ন কলকাতার রাস্তা (নিজস্ব চিত্র)

ওড়িশায় একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ:

চাঁদবালিতে বৃষ্টির পরিমাণ 145.8 মিলিমিটার

ভুবনেশ্বরে বৃষ্টির পরিমাণ 20.4 মিলিমিটার

বালেশ্বরে বৃষ্টির পরিমাণ 44.8 মিলিমিটার

পারাদ্বীপে বৃষ্টির পরিমাণ 76.4 মিলিমিটার

কলকাতার তাপমাত্রা:

শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 87 শতাংশ ।

ঘূর্ণিঝড়ের অবস্থান:

দিল্লির মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা এই মুহূর্তে উত্তর ওড়িশা উপকূলে অবস্থান করছে । 10 কিলোমিটার গতিবেগে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় । এই মুহূর্তে, ধামারা থেকে 30 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় ৷ ভিতরকণিকার হাবলিখাটি নেচার ক্যাম্প থেকে 50 কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ঘূর্ণিঝড় দানা ৷

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে । সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে আরও কিছুটা সময় লাগবে ৷ শুক্রবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে । সেই সময়, এটি শক্তি হারিয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে । ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখে এগোবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।

পড়ুন: ওড়িশায় স্থলভাগে আছড়ে পড়ার পর বাংলায় দাপট শুরু ঘূর্ণিঝড় দানা'র
Last Updated : 1 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.