ETV Bharat / state

ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস - WB Weather - WB WEATHER

WB Weather Forecast: ঘূর্ণাবর্তের জেরে শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ 5 জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস ৷ ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার কারণেই দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা ৷

WB Weather Forecast
আজকের আবহাওয়া (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 8, 2024, 7:39 AM IST

Updated : Aug 8, 2024, 8:03 AM IST

কলকাতা, 8 অগস্ট: ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি ! ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার সৌজন্যে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷

রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে ৷ আগামী 24 ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলায় অবস্থান করেছে ৷ এই অক্ষরেখা রাঁচি ও দীঘার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।"

দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিস্থিতি: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ৷ শুক্রবার বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও, শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ৷ বাকি সব জেলাতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে ৷

উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি: বৃহস্পতিবার ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।‌ অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারেও। 200 মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ৷ বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ৷

বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ, সর্বনিম্ন 76 শতাংশ।

কলকাতা, 8 অগস্ট: ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি ! ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার সৌজন্যে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে ৷

রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে ৷ আগামী 24 ঘণ্টায় এটি নিম্নচাপে পরিণত হবে। মৌসুমী অক্ষরেখা বাংলায় অবস্থান করেছে ৷ এই অক্ষরেখা রাঁচি ও দীঘার উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।"

দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিস্থিতি: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ৷ শুক্রবার বৃষ্টি সম্ভাবনা কম থাকলেও, শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায়। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে ৷ বাকি সব জেলাতে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে ৷

উত্তরবঙ্গের বৃষ্টি পরিস্থিতি: বৃহস্পতিবার ওপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।‌ অতিভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারেও। 200 মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে ৷ ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ৷ বাকি তিন জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ৷

বুধবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ, সর্বনিম্ন 76 শতাংশ।

Last Updated : Aug 8, 2024, 8:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.